India Pakistan: সংঘর্ষ বিরতিতে রাজি ভারত-পাকিস্তান! দু'দেশের সঙ্গে আলোচনার পর দাবি ট্রাম্পের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
অবিলম্বে সম্পূর্ণ সংঘর্ষ বিরতি ঘোষণা করল ভারত এবং পাকিস্তান, জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান দুই দেশের সঙ্গে কথা হয়েছে আমেরিকার রাষ্ট্রপ্রধান।
অবিলম্বে সম্পূর্ণ সংঘর্ষ বিরতি ভারত এবং পাকিস্তানের, দাবি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শনিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান দুই দেশের সঙ্গে কথা হয়েছে আমেরিকার রাষ্ট্রপ্রধান। ৪৩ ঘণ্টা সংঘর্ষবিরতি। বিকেল ৫’টা থেকে উভয় দিক থেকেই বিরত থাকা হচ্ছে। আগামী বৈঠক ১২ মে, ঘোষণা করে জানালেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী। শনিবার দুপুর ১২ টায় কথা হয় দু’দেশের DGMO-র।
শনিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানন, ‘‘ আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, দীর্ঘ আলোচনার পর আমেরিকার মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তান একটি সম্পূর্ণ এবং তাত্ক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। উভয় দেশকে অভিনন্দন।’’
আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিও শেয়ার করেন আমেরিকার প্রেসিডেন্টের বার্তা। তিনি জানান, দুই নেতার সঙ্গে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পহেলগাঁওতে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানের ৯ টি জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করে ভারত। পর উভয় পক্ষকে উত্তেজনা কমানোর জন্য বলে আমেরিকা।
advertisement
advertisement


ভারতের বিদেশমন্ত্রী ড: এস জয়শঙ্করও এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন, ‘‘ ভারত এবং পাকিস্তান আজ গুলিবর্ষণ এবং সামরিক কার্যক্রম বন্ধ করার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে। ভারত সবসময় সন্ত্রাসবাদের সমস্ত রূপ এবং প্রকাশের বিরুদ্ধে একটি দৃঢ় এবং আপসহীন অবস্থান বজায় রেখেছে। এটা চলবে।’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2025 5:50 PM IST