Royal Enfield পুরনো বাইক বিক্রি করবে! সাধ পূরণ এবার সাধ্যের মধ্যেই

Last Updated:

Royal Enfield Reowned: যাঁরা ব্যবহৃত অর্থাৎ 'Pre-Owned' Royal Enfield কিনতে চান, তাঁদের জন্য বড় খবর।

কলকাতা: ভারতীয় বাইকারদের মধ্যে Royal Enfield-এর চাহিদা প্রচুর। কিন্তু এই দামি মোটরবাইক নিজের করে নেওয়ার ক্ষমতা সকলের থাকে না। প্রিমিয়াম বাইক কেনার জন্য তাঁরা বেছে নেন ব্যবহৃত মোটর বাইক।
সেই চাহিদার কথা মাথায় রেখেই Royal Enfield চালু করতে চলেছে একটি নতুন শাখা সংস্থা Reown। আসলে এই সংস্থার মাধ্যমে যেকোনও মানুষ বিক্রি করে দিতে পারবেন তাঁর ব্যবহৃত Royal Enfield মোটর বাইকটি। আবার কেউ চাইলে সরাসরি সেখান থেকেই কিনে নিতে পারবেন ব্যবহৃত সেই মোটরবাইক, অবশ্যই সাশ্রয়ী মূল্যে।
সংস্থার তরফে দাবি করা হয়েছে, ব্র্যান্ডের প্রতি বিশ্বাস, গ্রাহকের সুবিধা এবং সম্পূর্ণ নিশ্চয়তার জন্য এই বিশেষ ভাবনা। যাঁরা ব্যবহৃত অর্থাৎ ‘Pre-Owned’ একটি প্রিমিয়াম Royal Enfield কিনতে চান, তাঁদের কাছে এই Reown হতে চলেছে একটি ‘ওয়ান-স্টপ-সলিউশন’।
advertisement
advertisement
আরও পড়ুন- WhatsApp-এর চ্যাট আর দেখতে পাবে না কেউ! সিক্রেট কোড দিয়ে লক করুন এই নিয়মে
Reown চালু করার বিষয়ে মন্তব্য করতে গিয়ে, Royal Enfield-এর সিইও ও বি গোবিন্দরাজন বলেন, ‘যাঁরা ব্যবহৃত মোটর বাইক কিনতে চাইছেন, তাঁরা যাতে সহজে তা পান এবং কেনার সময়ও যাতে সেই একই রকম বিশ্বাসযোগ্যতা থাকে, সেই কারণেই এই Reown।’
advertisement
শুধু তাই নয়, Royal Enfield বিস্তৃত খুচরা নেটওয়ার্ক এবং সংগ্রাহক এবং ওয়ার্কশপের মধ্যে একটা সংযোগ গড়ে তুলবে।
Reown মডিউলটি ইন-স্টোর এবং অনলাইন—দু’ভাবেই পেতে পারেন গ্রাহকেরা। সেক্ষেত্রে একজন রিলেশনশিপ ম্যানেজার থাকবেন, যিনি পুরো প্রক্রিয়াটি মধ্যস্থতা করবেন। যাঁরা তাঁদের পুরনো Royal Enfield-টি বিক্রি করে দিতে চান, তাঁদের একটি ফর্ম পূরণ করতে হবে।
advertisement
মনে রাখতে হবে, Reown-এ নিজের পুরনো মোটর বাইক বিক্রি করতে চাইলে সেই মোটর বাইককে প্রায় দু’শোটিরও পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে।
তার পর অনুমোদিত স্টোর থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ বদলেও দেওয়া হতে পারে। তাছাড়া, যাঁরা কিনবেন, ওই মোটর বাইকে একটি ব্র্যান্ড ওয়ারেন্টি এবং দু’টি বিনামূল্যে পরিষেবাও দেওয়া হবে তাঁদের।
আরও পড়ুন- গাড়ির টায়ারে হাওয়া ভরাবেন নাকি নাইট্রোজেন? আগে জেনে নিন ভাল-মন্দ
Reown-এর মাধ্যমে বিক্রি করা মোটর বাইকে গ্রাহকরা ‘জেনুইন মোটরসাইকেল অ্যাকসেসরিজ’-এর জন্য পাঁচ হাজার টাকার আকর্ষণীয় লয়্যালটি বেনিফিট পাবেন। যা পরবর্তী Royal Enfield কেনার সময় কাজে লাগবে।
advertisement
Reown থেকে মোটর বাইক কেনার সময় একাধিক ব্যাঙ্কের সাহায্য মিলতে পারে। কারণ Royal Enfield-এর কয়েকটি ব্যাঙ্ক যেমন, HDFC এবং IDFC এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে।
নিজের মোটর বাইকের মূল্য নির্ধারণ করে নেওয়া যাবে ঘরের কাছেই। এজন্য Adroit Auto কাজ করছে Royal Enfield-এর সঙ্গে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Royal Enfield পুরনো বাইক বিক্রি করবে! সাধ পূরণ এবার সাধ্যের মধ্যেই
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement