WhatsApp-এর চ্যাট আর দেখতে পাবে না কেউ! সিক্রেট কোড দিয়ে লক করুন এই নিয়মে

Last Updated:

WhatsApp: ফোন অন্য কারও হাতে পড়লেও এই চ্যাট খুলে পড়া সম্ভব হবে না। সিক্রেট কোড সেট করতে, ব্যবহারকারীরা ‘চ্যাট লক’ ফোল্ডার খুলতে পারেন।

WhatsApp-এ এসেছে ‘চ্যাট লক’ নামক একটি নতুন ফিচার। এই ফিচার আসলে ব্যবহারকারীর সুরক্ষার জন্য বলেই দাবি করা হয়েছে। ব্যবহারকারীরা একটি পাসকোডের মাধ্যমে তাদের চ্যাট গোপন রাখতে পারেন।
ব্যবহারকারীরা তাদের লক করা চ্যাটের জন্য একটি স্বতন্ত্র পাসওয়ার্ড সেট করতে পারেন। ফলে ফোন অন্য কারও হাতে পড়লেও এই চ্যাট খুলে পড়া সম্ভব হবে না। সিক্রেট কোড সেট করতে, ব্যবহারকারীরা ‘চ্যাট লক’ ফোল্ডার খুলতে পারেন। সেখান থেকে ‘চ্যাট লক’ সেটিংসে গিয়ে একটি কোড তৈরি করতে পারেন, সেখানে যেমন শব্দ ব্যবহার করা যাবে, তেমনই ব্যবহার করা যাবে ইমোজিও। এমনকী এই সব লক করা চ্যাট কোনও ভাবেই চ্যাট তালিকায় দেখা যাবে না। সেক্ষেত্রে গোপন কোড দিলেই ওই চ্যাট অ্যাক্সেস করা যেতে পারে।
advertisement
চলতি বছরের গোড়ায়, WhatsApp এই ‘চ্যাট লক’ নামক ফিচারটি এনেছিল। এখন সেই ফিচারে WhatsApp যুক্ত করছে ‘সিক্রেট কোড’ ফিচার। এই ফিচার চ্যাটের জন্য সুরক্ষার আরও একটি অতিরিক্ত স্তর তৈরি করবে বলেই মনে করা হচ্ছে।
advertisement
advertisement
চ্যাটগুলিতে নিচের দিকে সোয়াইপ করে চ্যাট লক ফোল্ডারটি খোলা যেতে পারে। এর সেটিংস খুলতে উপরের ডানদিকে তিনটি বিন্দুতে ট্যাপ করতে হবে।
এরপর একটি সিক্রেট কোড সেট করতে হবে। সেখানে কোনও শব্দ রাখা যেতে পারে বা ইমোজি। কোড তৈরি হয়ে গেলে তা Confirm করে নিতে হবে। এরপর নিজের চ্যাটগুলি লুকিয়ে রাখার জন্য Hide Locked Chat-এ টগল করতে হবে।
advertisement
চ্যাট লক ব্যবহার করে WhatsApp চ্যাটগুলি কীভাবে লক করা যাবে—
ব্যবহারকারী যে চ্যাটটি লক করতে চান তার বাঁ দিকে সোয়াইপ করতে হবে বা খানিকক্ষণ চাপ দিতে হবে।
এরপর Lock Chat-এ ট্যাপ করতে হবে।
ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট আইডি দিয়ে Lock This Chat ট্যাপ করতে হবে।
এরপর আর লক করা চ্যাটগুলি চ্যাট তালিকায় দেখাবে না। যখন প্রয়োজন হবে তখন চ্যাট ট্যাবের সার্চ বারে সিক্রেট কোড দিয়ে তা দেখা যাবে৷ অথবা, চ্যাট ট্যাবে গিয়ে Locked Chat বেছে নিতে হবে। সেক্ষেত্রে আবার ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp-এর চ্যাট আর দেখতে পাবে না কেউ! সিক্রেট কোড দিয়ে লক করুন এই নিয়মে
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement