Flipkart থেকে কিনুন Royal Enfield বাইক, বাড়িতেই ডেলিভারি, সহজ পদ্ধতি

Last Updated:

দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল মোটরসাইকেল প্রস্তুতকারক রয়্যাল এনফিল্ডের ফ্লিপকার্টে আগমন একটি বড় বিষয় তো বটেই, অনেকেই সাগ্রহে এর প্রতীক্ষায় ছিলেন।

News18
News18
কলকাতা: ২০০৭ সালের কথা। সেই সময়ে বেঙ্গালুরুতে যে অনলাইন বইয়ের ব্যবসা শুরু হয়েছিল, তাকে স্টার্ট আপ বললে আশা করা যায় কেউ কিছু মনে করবেন না! সেই সময়ে অনলাইনে বই পাওয়াটাই ছিল এক মস্ত চমক। হাতে না নিয়ে বই কিনতে কেউ বড় একটা অভ্যস্ত ছিলেন না। ধীরে ধীরে সে অভ্যাস বদলে গেল। অনলাইে বই কেনা বাড়ল, সেই সঙ্গে বাড়ল ফ্লিপকার্টের ব্যবসাও।
এর পর সময়ের খাতে অনেকগুলো বছর কেটে গিয়েছে দেখতে দেখতে। দেশের অন্যতম জনপ্রিয় এই ই-কমার্স সাইটে পাওয়া যায় না, এমন কিছু বোধহয় নেই। বই, পোশাক, সুগন্ধি, প্রসাধনী, খাদ্যদ্রব্য, জুতো, ইলেকট্রনিক পণ্য- সব কিছু ক্রেতার হাতে তুলে দিতে পারে ফ্লিপকার্ট। তা বলে গাড়ি? কেন নয়, সেও এখন ফ্লিপকার্টে হাজির।
সত্যি বলতে কী, ফ্লিপকার্ট ক্রমাগত তার প্ল্যাটফর্মে আরও বেশি করে টু-হুইলার ব্র্যান্ড যুক্ত করছে। এবার সেই তালিকাতেই নাম যোগ হল রয়্যাল এনফিল্ডের। দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল মোটরসাইকেল প্রস্তুতকারক রয়্যাল এনফিল্ডের ফ্লিপকার্টে আগমন একটি বড় বিষয় তো বটেই, অনেকেই সাগ্রহে এর প্রতীক্ষায় ছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন- ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক! আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় রেফার
রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ হল লাইনআপের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের মডেল, যেখানে গোয়ান ক্লাসিক ৩৫০সিসি লাইনআপের মধ্যে সবচেয়ে দামি। সম্প্রতি, হান্টার ৩৫০-তে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আনা হয়েছে। ফ্লিপকার্টে তালিকাভুক্ত রয়্যাল এনফিল্ড মডেলগুলির দাম নীচে দেওয়া হল:
রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০- এক্স-শোরুম প্রাইস ১,৯৫,৩০০ টাকা
advertisement
রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০- এক্স-শোরুম প্রাইস ১,৭৪,৮৭৫ টাকা
রয়্যাল এনফিল্ড গোয়ান ক্লাসিক ৩৫০- এক্স-শোরুম প্রাইস ২,৩৫,০০০ টাকা
রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০- এক্স-শোরুম প্রাইস ১,৪৯,৯০০ টাকা
রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০- এক্স-শোরুম প্রাইস ২,০৮,২৭০ টাকা
রয়্যাল এনফিল্ড দীর্ঘদিন ধরে ভারতে ২৫০সিসি-৭৫০সিসি মোটরসাইকেল সেগমেন্টে শীর্ষস্থান ধরে রেখেছে। বর্তমানে, চেন্নাই-ভিত্তিক বাইক নির্মাতা প্রতিষ্ঠানটি শুধুমাত্র 350cc মডেলগুলি ফ্লিপকার্টে তালিকাভুক্ত করেছে। এর মধ্যে রয়েছে ক্লাসিক, গোয়ান ক্লাসিক, হান্টার, মিটিওর এবং বুলেটের মতো মডেল। ৪৫০ সিসি এবং ৬৫০ সিসি রেঞ্জের অন্যান্য মডেলগুলি এখনও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
advertisement
এটি লক্ষ্যণীয় যে ফ্লিপকার্ট বর্তমানে শুধুমাত্র এই মডেলগুলির দাম তালিকাভুক্ত করেছে, ওয়েবসাইটের মাধ্যমে এখনও তা বিক্রির জন্য উপলব্ধ নয়। এই সমস্ত মডেলের প্রায় একই রকম বেস এবং একই ইঞ্জিন রয়েছে। এই এনফিল্ড রেঞ্জে ৩৪৯ সিসি এয়ার/অয়েল-কুলড ইঞ্জিন রয়েছে যা ২০.২ বিএইচপি এবং ২৭ এনএম পিক টর্ক দেয়। সঙ্গে ৫-স্পিড গিয়ারবক্সের সুবিধা তো রয়েছেই!
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Flipkart থেকে কিনুন Royal Enfield বাইক, বাড়িতেই ডেলিভারি, সহজ পদ্ধতি
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement