গ্রাহকদের জন্য সুখবর! ফের নতুন অফার নিয়ে হাজির জিও
Last Updated:
ফিচার ফোনের দুনিয়ায় জিও বিপ্লব। বাড়িতে পুরোন ফিচার ফোন থাকলে তার বদলেই মিলবে নতুন জিও ফোন। খরচ মাত্র ৫০১ টাকা।
#মুম্বই: ফিচার ফোনের দুনিয়ায় জিও বিপ্লব। বাড়িতে পুরোন ফিচার ফোন থাকলে তার বদলেই মিলবে নতুন জিও ফোন। খরচ মাত্র ৫০১ টাকা। কোটি কোটি ভারতীয়কে ডিজিট্যাল লাইফে অভ্যস্ত করতেই এই উদ্যোগ। পোশাকি নাম মনসুন হাঙ্গামা অফার। সীমিত সময়ের এই অফার শুরু হবে আগামিকাল থেকে।
নতুন জিও ফোনে আটটি ইনবিল্ড জিও অ্যাপ্লিকেশন থাকছে। যার মধ্যে জিও সিনেমা, জিও টিভি, জিও মিউজিকের মতো জনপ্রিয় অ্যাপগুলিও রয়েছে। অর্থাৎ, এই ফোনে সিনেমা ও লাইভ টিভি-র পাশাপাশি আনলিমিটেড মিউজিক ভিডিও-ও দেখা যাবে। আগামী ১৫ অগাস্ট থেকে জিও ফোনে আরও চারটি নতুন অ্যাপ্লিকেশন-ও লঞ্চ হবে। এগুলি হল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব ও গুগল ম্যাপ। এছাড়া, জিও ফোনে কাজ করবে ভয়েস কমান্ডও।
advertisement
advertisement
আরও পড়ুন: ৫০ কোটি মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্যে জিওফোন, কী আছে এই ‘স্মার্ট-ফিচার’ ফোনে ?
এর পাশাপাশি জিও নিয়ে আসছে ১০০ শতাংশ ক্যাশব্যাকের অফার ৷ কী ভাবে মিলবে এই সুবিধা ? jio.com তরফে জানানো হয়েছে গ্রাহকদের ৩৯৮ বা তার বেশি টাকা দিয়ে প্রিপেড রিচার্জ প্ল্যান রিচার্জ করাতে হবে ৷ এর বদলে ৪০০ টাকার ক্যাশব্যাক ভাউচার পেয়ে যাবেন গ্রাহকরা ৷ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক নির্দিষ্ট পেমেন্ট ওয়ালেটে দেওয়া হবে ৷
advertisement
JioFi, JioFibre and JioLink এও মিলবে রিল্যায়েন্স জিও-র ১০০ শতাংশ ক্যাশব্যাক ৷
Location :
First Published :
July 20, 2018 9:24 AM IST