বিশাল ব্যাটারি ও সুপারফাস্ট চার্জিং-সহ লঞ্চ হতে চলেছে Poco F7! কবে আসবে ভারতের বাজারে, জেনে নিন

Last Updated:

বর্তমানে এই ব্র্যান্ড Poco F7 বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। ফাঁস হওয়া তথ্য থেকে জানা যাচ্ছে যে, চলতি মাসেই একাধিক মার্কেটে পদার্পণ করতে চলেছে এই ডিভাইস।

News18
News18
চলতি বছরের গোড়ার দিকে গ্লোবাল মার্কেটের জন্য Poco F7 Pro এবং Poco F7 Ultra লঞ্চ করেছিল Poco। বর্তমানে এই ব্র্যান্ড Poco F7 বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। ফাঁস হওয়া তথ্য থেকে জানা যাচ্ছে যে, চলতি মাসেই একাধিক মার্কেটে পদার্পণ করতে চলেছে এই ডিভাইস। কবে গ্লোবাল মার্কেটে এই ফোন লঞ্চ করা হবে, সেই বিষয়ে SmartPrix-এর একটি নতুন রিপোর্ট সামনে এসেছে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, চলতি মাসের শেষের দিকে বাছাই করা কিছু মার্কেটে আত্মপ্রকাশ করার কথা Poco F7 স্মার্টফোনের। গ্লোবাল মডেলের পাশাপাশি ভারতেও লঞ্চ হতে পারে Poco F7। এই ফোনের কিছু স্পেসিফিকেশন ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে। তবে বলা হচ্ছে যে, গ্লোবাল এবং ভারতীয় ভ্যারিয়েন্টে ভিন্ন ভিন্ন ব্যাটারি থাকতে পারে। স্ট্যান্ডার্ড মডেলের পাশাপাশি Pro এবং Ultra ভার্সনও অন্তর্ভুক্ত থাকতে পারে।
advertisement
আরও পড়ুন: স্টাইলিশ লুক, ডুয়াল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ ভারতে লঞ্চ হল অল-রাউন্ডার ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 13s
Poco F7 লঞ্চের টাইমলাইন এবং স্পেসিফিকেশন: Smartprix-এর রিপোর্ট অনুযায়ী, Poco F7-এর গ্লোবাল ভ্যারিয়েন্ট জুন মাসের তৃতীয় সপ্তাহে আত্মপ্রকাশ করতে পারে। তবে ১৭ জুন অথবা ১৯ জুন এটি লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে, ভারতেও একই দিনে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।
advertisement
advertisement
ফাঁস হওয়া তথ্য থেকে জানা যাচ্ছে যে, চিনে লঞ্চ হওয়া Redmi Turbo 4 Pro-র মতোই হতে পারে Poco F7। এই হ্যান্ডসেটে থাকতে পারে Snapdragon 8s Gen 4 SoC, 16GB-র RAM এবং 512GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজ। এতে থাকতে পারে Android 15-based HyperOS 2.0।
advertisement
Poco F7-এর সমস্ত ভ্যারিয়েন্টে থাকতে চলেছে ৬.৮৩ ইঞ্চির 1.5K ফ্ল্যাট LTPS OLED ডিসপ্লে। সঙ্গে থাকবে ১২০ হা৪ৎজ রিফ্রেশ রেট। এই স্মার্টফোনে থাকবে IP68+IP69 রেটিং। যা এটিকে ধুলোবালি এবং জল থেকে রক্ষা করবে। এতে থাকতে চলেছে মেটাল মিডল ফ্রেম এবং একটি আইআর ব্লাস্টারও।
আরও পড়ুন: বেশ কিছু ফোনে বন্ধ YouTube! আপনার ফোনও কি এই তালিকায় ? দেখে নিন
এবার আসা যাক ক্যামেরার প্রসঙ্গে। Poco F7-এ থাকবে ড্যুয়াল রিয়ার ক্যামেরা সেট-আপ। যার মধ্যে থাকবে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি সেন্সর। অন্যদিকে ভিডিও কল এবং সেলফি তোলার জন্য থাকবে একটি ২০ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
advertisement
Poco F7-এর ভারতীয় ভ্যারিয়েন্টে থাকতে চলেছে একটি ৭৫৫০mAh ব্যাটারি। অন্যদিকে গ্লোবাল ভ্যারিয়েন্টটির ক্ষেত্রে থাকবে একটি ৬৫৫০mAh ব্যাটারি। উভয় মডেলই ৯০ ওয়াট ওয়্য়ায়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বিশাল ব্যাটারি ও সুপারফাস্ট চার্জিং-সহ লঞ্চ হতে চলেছে Poco F7! কবে আসবে ভারতের বাজারে, জেনে নিন
Next Article
advertisement
IND vs PAK: সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়
সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের
  • সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত !

  • খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের

  • দেখুন ভাইরাল ভিডিও

VIEW MORE
advertisement
advertisement