YouTube: বেশ কিছু ফোনে বন্ধ YouTube! আপনার ফোনও কি এই তালিকায় ? দেখে নিন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
আইফোনে বন্ধ হচ্ছে YouTube ! কোন কোন আইফোনে বন্ধ হচ্ছে YouTube? কবে থেকে ?
হোয়াটসঅ্যাপের পর এবার ইউটিউব! জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব বন্ধ করে দিল একাধিক আইফোন ও আইপ্যাড মডেলে। সম্প্রতি ইউটিউব তাদের iOS ও iPadOS অ্যাপ আপডেট করেছে ভার্সন ২০.২২.১-এ, যা চালাতে প্রয়োজন হবে iOS ১৬ বা iPadOS ১৬-এর মতো আপডেটেড অপারেটিং সিস্টেম।
advertisement
ইউটিউব আর চলবে না এই ডিভাইসগুলোতে: iPhone 6s, iPhone 6s Plus, iPhone 7, iPhone 7 Plus, iPhone SE (প্রথম প্রজন্ম), iPad Air 2, iPad Mini 4
advertisement
মূলত iOS ১৫ বা iPadOS ১৫ এবং তার আগের ভার্সনে চলা ডিভাইসগুলোতে ইউটিউবের নতুন অ্যাপ চলবে না। অর্থাৎ এই ডিভাইসগুলোতে ইউটিউব অ্যাপ আর আপডেট হবে না এবং নতুন ফিচার বা সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে না।
advertisement
হোয়াটসঅ্যাপের মতোই ইউটিউবও পুরনো ওএস ভার্সন সাপোর্ট বন্ধ করে দিয়েছে, যাতে শুধুমাত্র নতুন ও আপডেটেড ডিভাইসগুলোতেই আরও উন্নত ফিচার ও নিরাপত্তা প্রদান করা যায়। এই পদক্ষেপের ফলে ইউটিউব ভবিষ্যতে নতুন আইফোন ও আইপ্যাডের জন্য আরও কার্যকরী ও উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে পারবে।
advertisement
তবে একমাত্র বিকল্প—ওয়েব ইউটিউব: যদিও অ্যাপ চলবে না, ইউটিউব জানিয়েছে, এই পুরনো ডিভাইসগুলোতে ওয়েব ব্রাউজার—যেমন Safari, Chrome বা Firefox—দিয়ে ইউটিউব এখনও ব্যবহার করা যাবে। যদিও এটি অ্যাপের মতো স্মার্ট অভিজ্ঞতা দেবে না, তবুও ভিডিও দেখা বা কনটেন্ট উপভোগ করা যাবে।
advertisement
অন্যদিকে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। যেহেতু হোয়াটসঅ্যাপের কোনো ওয়েব ভার্সন নেই যা শুধুমাত্র মোবাইল থেকে পরিচালিত হয়, তাই পুরনো ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার পুরোপুরি বন্ধ হয়ে যাবে। নতুন আইফোন বা অ্যান্ড্রয়েড ফোন কিনে তবেই তারা আবার অ্যাপে ফিরে আসতে পারবেন।
advertisement
এদিকে, জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-ও সম্প্রতি প্রথম প্রজন্মের Amazon Fire TV Stick ডিভাইসে সাপোর্ট বন্ধ করেছে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পুরনো ডিভাইস থেকে ধীরে ধীরে সরে আসছে বড় অ্যাপ ও প্ল্যাটফর্মগুলো। তাই হালনাগাদ অপারেটিং সিস্টেম ও ডিভাইস ব্যবহার করাই এখন সময়ের দাবি।