OnePlus 13s Launch in India: স্টাইলিশ লুক, ডুয়াল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ ভারতে লঞ্চ হল অল-রাউন্ডার ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 13s
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
OnePlus 13s Launch Price: OnePlus 13s-এর ভারতে ধামাকাদার এন্ট্রি! আর এই ব্যাঙ্কের কার্ডে মিলবে ৫০০০ টাকা ছাড়
OnePlus 13s launch in India: ভারতের বাজারে আত্মপ্রকাশ করল OnePlus 13s। দাম শুরু হচ্ছে ৫৪৯৯৯ টাকা। এতে থাকছে Qualcomm Snapdragon 8 Elite চিপসেট। সবথেকে সাশ্রয়ী প্রিমিয়াম ফোনগুলির তালিকায় অন্যতম হল OnePlus-এর এই ফোনটি। তিনটি রঙের বিকল্প বা কালার ভ্যারিয়েন্টে গ্রাহকরা পেয়ে যাবেন OnePlus 13s। তবে এতে অ্যালার্ট স্লাইডারের পরিবর্তে রয়েছে একটি প্লাস কি।
advertisement
OnePlus 13s-এর মূল ফিচারগুলির মধ্যে অন্যতম হল - ৬.৩ ইঞ্চি OLED ডিসপ্লে, একাধিক জেনারেটিভ এআই ফিচার, ৩এনএম Snapdragon 8 Elite চিপসেট, ৫০ মেগাপিক্সেল মেন রিয়ার ক্যামেরা এবং ৫৮৫০mAh ব্যাটারি। Apple iPhone 16 এবং Samsung Galaxy S25-এর মতো ফোনগুলির সঙ্গে রীতিমতো টক্কর দিতে সক্ষম এই ফোনটি। OnePlus 13s ফোনের বেস মডেলটিতে রয়েছে 12GB RAM এবং 256GB স্টোরেজ। ডিফল্ট স্মার্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে Google Gemini-কে ইন্টিগ্রেট করেছে OnePlus। এর মধ্যে রয়েছে একটি ৩ মাসের Google AI Pro সাবস্ক্রিপশন এবং 2TB-র অ্যাডিশনাল ক্লাউড স্টোরেজ।
advertisement
OnePlus 13s-এর বেস মডেল 12GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম মাত্র ৫৪৯৯৯ টাকা। আর অন্যদিকে 12GB RAM এবং 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের টপ-এন্ড মডেলের দাম রাখা হয়েছে ৫৯৯৯৯ টাকা। এই ফোন পাওয়া যাচ্ছে তিনটি কালার ভ্যারিয়েন্টে - গ্রিন সিল্ক, ব্ল্যাক ভেলভেট এবং পিঙ্ক স্যাটিন। তবে পিঙ্ক স্যাটিন কালার মডেলে শুধু মিলবে 256GB ভ্যারিয়েন্ট।
advertisement
advertisement
advertisement
এটা হল কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ডিভাইস। যার মধ্যে রয়েছে ৬.৩২ ইঞ্চির FullHD+ AMOLED ডিসপ্লে। সর্বোচ্চ রিফ্রেশ রেট ১২০ হার্ৎজ এবং ১৬০০ নিটস পিক ব্রাইটনেস। এটি Qualcomm Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চালিত হয়। এতে রয়েছে 12GB পর্যন্ত LPDDR5X RAM আর 512GB-র UFS 4.0 স্টোরেজ। এই স্মার্টফোনটি Android 15-based OxygenOS 15 দ্বারা চালিত হয়। আর রয়েছে একাধিক এআই ফিচার। Plus key যা রিঙ্গার প্রোফাইল পরিবর্তন করে দিতে পারে। যা AI Plus Mind স্পেসে অ্যাক্সেস প্রদান করে।
advertisement