এবার সংশোধন করা যাবে ট্যুইট, শীঘ্রই আসছে Edit Tweet ফিচার, কিন্তু তা সকলের জন্য?

Last Updated:

এডিট ট্যুইট ফিচার ছাড়াও ট্যুইটার আরও একটি ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে।

Edit Tweet Button: অবশেষে ট্যুইটার (Twitter)-এ আসতে চলেছে এডিট ট্যুইট (Edit Tweet) ফিচার। কিন্তু তা সকলের জন্য নয়। জনপ্রিয় এই মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম তাদের নতুন এই এডিট ট্যুইট ফিচার চালু করতে চলেছে কিছু নির্দিষ্ট ইউজারদের জন্য। জানা গিয়েছে যে, ট্যুইটারের তরফে তাদের নতুন এই ফিচার নিয়ে এখনও বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। মনে করা হচ্ছে আগামী সপ্তাহ অর্থাৎ আগামী মাসেই চালু হয়ে যেতে পারে ট্যুইটারের এই নতুন এই ফিচার।
টিপস্টার মুকুল শর্মা (Mukul Sharma) জানিয়েছেন যে, ট্যুইটারের নতুন এডিট ফিচারের নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে পরীক্ষা করা হচ্ছে। কোনও ইউজার যদি আপত্তিকর কিছু ট্যুইট করে ফেলেন, সেই সময় নতুন ফিচার কী ভাবে কাজ করবে, সেই বিষয়ে এখন পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। একটি পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন এই খবর। সেখানে একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে, ট্যুইটের নীচে দেখা যাবে সেই নতুন এডিট ফিচার অপশন। অর্থাৎ কোনও ইউজার যদি কোনও আপত্তিকর, ক্ষতিকর এবং প্ররোচনামুলক কোনও কনটেন্ট ট্যুইট করে তাহলে সেই ট্যুইটের নীচেই দেখা যাবে নতুন এই এডিট ফিচার অপশন। এর ফলে সেই এডিট ফিচার অপশনের মাধ্যমে সেই কনটেন্ট এডিট করা যাবে।
advertisement
advertisement
এডিট ট্যুইট ফিচার ছাড়াও ট্যুইটার আরও একটি ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। এর মাধ্যমে ইউজাররা যে কোনও পোস্টে লাইক দিতে পারেন। এ ছাড়াও ট্যুইটার নিয়ে আসতে চলেছে ডিজলাইক (Dislike) এবং ডাউনভোট (Down Vote) বাটন। এর ফলে ইউজাররা নিজেদের পছন্দ মতো রিয়্যাকশন দিতে পারবেন যে কোনও পোস্টে। এটি একটি খুব ভালো ফিচার হতে চলেছে ট্যুইটারের ইউজারদের পক্ষে।
advertisement
ট্যুইটারের তরফেও জানানো হয়েছে যে, খুব তাড়াতাড়ি তারা নিয়ে আসতে চলেছে এডিট ট্যুইট ফিচার। কিন্তু, ট্যুইটার কবে সেই ফিচার চালু করতে চলেছে সেই বিষয়ে পরিষ্কার কিছু জানা যায়নি। একই সঙ্গে জানা গিয়েছে যে ট্যুইটার তাদের নতুন ফিচার পরীক্ষা করার জন্য নির্দিষ্ট কিছু গ্রুপে চালু করেছে। এর ফলে মনে করা হচ্ছে নতুন এই ফিচার সকল ইউজারদের জন্য চালু করা হবে না।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এবার সংশোধন করা যাবে ট্যুইট, শীঘ্রই আসছে Edit Tweet ফিচার, কিন্তু তা সকলের জন্য?
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement