Best Inverter For Home: বৈশাখ এসেছে দিনকতক বই তো নয়, কিন্তু এরই মধ্যে ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করেছে গরম। গরমের দাপটে সকলেরই নাজেহাল অবস্থা। এই গরম থেকে বাঁচার একমাত্র উপায় হলো এয়ার কন্ডিশনার, পাখা। এই এয়ার কন্ডিশনার, ঘরের পাখা ও অন্যান্য মেশিন চালানোর জন্য দরকার বিদ্যুৎ। কিন্তু যখন লোডশেডিং হয়ে যাবে তখন ইলেকট্রনিক্স কোন জিনিসই আর চলবে না। সেই সময়ের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য প্রয়োজন একটা ভালো ইনভার্টার। কিন্তু ইনভার্টার কেনার সময় বিশেষ কতগুলো দিকে নজর রাখা দরকার। না হলে শুধু টাকাই খরচ হবে, যথাযথ পরিষেবা পাওয়া যাবে না।
ঠিক কতটা শক্তির প্রয়োজন -
লোডশেডিং হয়ে গেল যতগুলো ইলেকট্রনিক্স জিনিস চালানো দরকার, ঠিক সেই পরিমাণই শক্তির দরকার। এই ব্যাপারটা বুঝে নিয়ে, হিসেব কষে ইনভার্টার ক্রয় করা প্রয়োজন। নিজেদের ঘরে কতটা শক্তির প্রয়োজন সেই অনুযায়ী বেছে নেওয়ার দরকার ইনভার্টার। না হলে দরকারের সময়ে ইনভার্টার মেশিনের লোড টানতে পারবে না।
ঘরে কীরকমের ইনভার্টার লাগবে -
ঘরে কী ধরনের ইনভার্টার লাগানো দরকার সেটা প্রথমে বুঝে নেওয়া প্রয়োজন। লোডশেডিং হয়ে গেলে কেউ যদি ঘরে দুটো ফ্যান এবং দুটো লাইট জ্বালাতে চান, তাহলে তাঁর প্রায় ২৫০ ভোল্ট অ্যাম্পায়ারের প্রয়োজন। সুতরাং তাঁর সেই অনুযায়ী ইনভার্টার কেনার দরকার। কেউ যদি লোডশেডিং হয়ে গেলে আরও বেশি কিছু চালাতে চান, তাহলে তাঁর এর থেকে বেশি শক্তিশালী ইনভার্টার কেনার প্রয়োজন।
আরও পড়ুন - শুরু হতে চলেছে ফ্লিপকার্টের বিগ সেভিং ডে’জ সেল, জেনে নিন কোন জিনিসে মিলবে কত ছাড়
ব্যাটারি
এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ইনভার্টারের ক্ষেত্রে। ইনভার্টার ক্রয় করার সময় দেখে নেওয়া দরকার কী ধরনের ব্যাটারি দেওয়া হচ্ছে। কারণ ব্যাটারির ওপরে নির্ভর করবে ইনভার্টারের কার্যকারিতা। ব্যাটারির সাইজ অনুযায়ী ইনভার্টারের ক্ষমতা এবং শক্তি নির্ধারণ করা হয়। বাড়িতে কত ক্ষমতা সম্পন্ন ইনভার্টার লাগানো দরকার, তা পুরোটাই নির্ভর করে এই ব্যাটারির ওপর। এর ফলে সবার আগে দেখে নেওয়া দরকার ইনভার্টারের ব্যাটারি ঠিক কীরকম। বাজারে বিভিন্ন ধরনের ব্যাটারি রয়েছে। নিজেদের বাজেট অনুযায়ী কেনা দরকার ইনভার্টারের ব্যাটারি।
এর সঙ্গেই খেয়াল রাখতে হবে ব্যাটারির যথাযথ ব্যবহারের বিষয়টাও, না হলে ইনভার্টার খারাপ হতে বেশি দিন লাগবে না। একনজরে তাই দেখে নেওয়া যাক ইনভার্টার ব্যবহার করার উপায় -
- প্রথমেই জেনে রাখা প্রয়োজন যে যখন কারেন্ট থাকবে তখন পর্যাপ্ত পরিমাণে চার্জ দেওয়া দরকার ইনভার্টারের ব্যাটারিতে। কারণ কারেন্ট চলে গেলে ইনভার্টারের ব্যাটারি সেটি চালাতে সাহায্য করবে।
আরও পড়ুন - আর কেউ খুঁজে পাবে না আপনার ফোন নম্বর, গ্রাহকদের জন্য নতুন নীতি Google-এর
- ইনভার্টারের ব্যাটারির দিকে সবসময় নজর রাখা দরকার। ইনভার্টারের ব্যাটারি লো সাইন দেখালে সঙ্গে সঙ্গে কোনও টেকনিশিয়ানকে দিয়ে দেখিয়ে সেটা ঠিক করে নেওয়া প্রয়োজন।
- ইনভার্টার দিয়ে শুধুমাত্র ঘরের লাইট, ফ্যান চালানো উচিত। টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি ইনভার্টারের মাধ্যমে চালানো উচিত নয় কারণ এতে বেশি শক্তির প্রয়োজন হয়। তাতে মেশিনের উপরেও বেশি চাপ পড়ে তা বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।