Google New Policy: আর কেউ খুঁজে পাবে না আপনার ফোন নম্বর, গ্রাহকদের জন্য নতুন নীতি Google-এর
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Google Removal Search Result: এর সাহায্যে সার্চের ফলাফল থেকে ব্যবহারকারীর নাম, ঠিকানা, ফোন নম্বর বা ইমেল অ্যাকাউন্ট ডিলিট করে ফেলা যাবে
Google New Policy: বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সার্চ ইঞ্জিন Google সম্প্রতি ঘোষণা করেছে একটি নতুন নীতি। বিশ্বব্যাপী তারা চালু করতে চলেছে এই নীতি। Google বুধবার তাদের নতুন রিমুভাল পলিসি (Removal search result)। এর সাহায্যে সার্চের ফলাফল থেকে ব্যবহারকারীর নাম, ঠিকানা, ফোন নম্বর বা ইমেল অ্যাকাউন্ট ডিলিট করে ফেলা যাবে। Google-এর সার্চ ইঞ্জিনে দেখা যাবে না কোনও বিভ্রান্তিকর এবং অসংবেদনশীল বিষয়ও। নিরাপত্তা ও সুরক্ষার কথা বিবেচনা করেই এই পরিবর্তন বলে Google-এর তরফে জানান হয়েছে।
দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীদের তরফে এই দাবি ছিল। Google সার্চের গ্লোবাল পলিসি লিড মাইকেল চ্যাং (Michelle Chang) একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে, ইউজারদের সুরক্ষার জন্য নিয়ে আসা হচ্ছে নতুন এই পলিসি। কারণ ইউজারদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য থেকে যাচ্ছে সার্চ ইঞ্জিনে যা, মুছে দেওয়া অবশ্যই প্রয়োজন। সম্প্রতি Google-এর তরফে ওয়েবপেজ (Web page) মুছে ফেলার আবেদন গ্রহণের কাজও শুরু হয়েছে। যে সমস্ত ওয়েবপেজে পেমেন্ট, ব্যাঙ্কের অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, মেডিকেল রেকর্ড ইত্যাদি বিভিন্ন ধরনের বিষয় রয়েছে, সেই ধরনের ওয়েব পেজ Google-এর তরফ সবার আগে ডিলিট করে দেওয়া হবে। এর ফলে সেই সার্চ ইঞ্জিনে অন্যেরা আর সেই ইউজারদের কোনও ব্যক্তিগত তথ্য খুঁজে পাবে না। ইউজারদের সুরক্ষা আরও মজবুত করার জন্য Google-এর তরফে চালু করা হচ্ছে নতুন এই পলিসি।
advertisement
advertisement
Google-এর তরফের জানানো হয়েছে যে, তারা এই ধরনের রিমুভাল পলিসি চালু করার জন্য এ বছর প্রায় ১০ হাজারের ওপর আবেদন পেয়েছে। কিন্তু এর মধ্যে মাত্র ১৩% আবেদনকে মান্যতা দেওয়া হয়েছে। মাইকেল চ্যাং জানিয়েছেন যে, বিপুল পরিমাণে আবেদন পেলেও সেই সমস্ত লিংক সবার আগে রিমুভ করা হচ্ছে যার মধ্যে বিভিন্ন ধরনের ব্যক্তিগত তথ্য লুকিয়ে রয়েছে।
advertisement
Google-এর তরফে এই ধরনের রিমুভাল পলিসি অনেকদিন আগে থেকেই নেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের পর্নোগ্রাফির বন্ধ করা হয়েছে Google-এর তরফে। এ ছাড়াও ছোটদের অপ্রীতিকর ছবি এবং বিভিন্ন ধরনের অসংবেদনশীল ছবিও মুছে দেওয়া হয়েছে Google-এর তরফে। যে সমস্ত ছবি এবং ভিডিও বিতর্ক সৃষ্টি করতে পারে তাও রিমুভ করা হচ্ছে। মাইকেল চ্যাং জানিয়েছে, Google-এর তরফ এই ধরনের ছবি এবং ভিডিও সবার আগে সরিয়ে দেওয়া হচ্ছে। কারণ, Google কখনও কোনও ধরনের হিংসাত্মক বা ভুয়ো জিনিস ছড়াতে চায় না।
Location :
First Published :
April 30, 2022 12:02 PM IST