Fake WhatsApp Accounts: সাবধান! WhatsApp-এর ভুয়ো সাপোর্ট অ্যাকাউন্ট চুরি করে নিতে পারে আপনার সমস্ত তথ্য এবং টাকা
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Fake WhatsApp Accounts: এই পদ্ধতিতে WhatsApp এর ইউজারদের কাছে জানতে চাওয়া হচ্ছে বিভিন্ন ধরনের গোপনীয় এবং ব্যক্তিগত তথ্য।
Fake WhatsApp accounts: WhatsApp খুবই একটি জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। পুরো বিশ্বে ছড়িয়ে রয়েছেন WhatsApp এর কোটি কোটি ব্যবহারকারী। এই কারণেই সাম্প্রতিক কালে WhatsApp স্ক্যামারদের কাছে খুবই লোভনীয় প্লাটফর্ম হয়ে উঠছে। সম্প্রতি একটি নতুন পদ্ধতি লক্ষ্য করা গিয়েছে স্ক্যামের। WhatsApp সাপোর্ট অ্যাকাউন্টের নাম করে WhatsApp-এর ইউজারদের বোকা বানানো হচ্ছে। এই পদ্ধতি অবলম্বন করা চুরি করা হচ্ছে টাকা। WhatsApp-এর বেশ কয়েকজন ইউজার সম্প্রতি লক্ষ্য করেছেন নতুন এই WhatsApp সাপোর্ট অ্যাকাউন্ট আসলে স্ক্যাম। এর মাধ্যমে WhatsApp এর ইউজারদের পাঠানো হচ্ছে ওয়ার্নিং মেসেজ।
এক নজরে দেখে নিন কী ভাবে কাজ করে WhatsApp সাপোর্ট অ্যাকাউন্ট স্ক্যাম -
এই পদ্ধতিতে WhatsApp এর ইউজারদের কাছে জানতে চাওয়া হচ্ছে বিভিন্ন ধরনের গোপনীয় এবং ব্যক্তিগত তথ্য। মেসেজ করে WhatsApp এর ইউজারদের বলা হচ্ছে সেই সমস্ত তথ্য না দেওয়া হলে তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। কিন্তু, WhatsApp এর তরফে জানানো হয়েছে যে, তারা এমন কোনও মেসেজ করে না ইউজারদের। এর ফলে ভুলেও নিজেদের ব্যক্তিগত তথ্য অন্যের সঙ্গে শেয়ার করা উচিত নয়। বিশেষ করে নিজেদের ব্যাঙ্কের ডিটেল এবং ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের ডিটেল। WhatsApp কিছুদিন আগেই চালু করেছে তাদের পেমেন্ট সার্ভিস। স্ক্যামারদের উদ্দেশ্য তা কাজে লাগিয়ে ইউজারদের টাকা লোপাট করা।
advertisement
advertisement
এক নজরে দেখে নিন কী ভাবে বুঝবেন সেটা ফেক WhatsApp সাপোর্ট অ্যাকাউন্ট -
advertisement
WhatsApp সাপোর্ট অ্যাকাউন্ট ফেক কিনা তা বোঝার প্রথম উপায় হল সেই অ্যাকাউন্টের প্রোফাইল ফটোতে ভেরিফাই ব্যবহার করা হয়েছে। এই ধরনের অ্যাকাউন্ট থেকে কোনও মেসেজ আসলে ভুলেও তা খোলা উচিত নয়। একই সঙ্গে কোনও লিঙ্ক পাঠানো হলে সেটিও ক্লিক করা উচিত নয়। কোনও ভুয়ো WhatsApp অ্যাকাউন্ট থেকে কোনও ধরনের মেসেজ এলে সঙ্গে সঙ্গে তা ব্লক করে দেওয়া প্রয়োজন। এই ধরনের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের লিঙ্ক পাঠানো হয়। সেই সমস্ত লিঙ্কে ক্লিক করা উচিত নয়। নিজেদের কার্ডের ওটিপি এবং ব্যাঙ্কের বিভিন্ন তথ্য ভুলেও শেয়ার করা উচিত নয়।
advertisement
WhatsApp-এর তরফে জানানো হয়েছে যে নতুন এই ফেক সাপোর্ট অ্যাকাউন্টের মাধ্যমে স্ক্যামাররা নতুন জাল বিস্তার করেছে। তাই WhatsApp এর ইউজারদের সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে।
Location :
First Published :
April 29, 2022 6:28 PM IST