USB হিউমিডিফায়ার - শুকনো রুক্ষ্ণ এলাকায় যাঁদের বাস, বা কাজের জন্য থাকতে, তাঁদের ক্ষেত্রে USB-চালিত পোর্টেবল হিউমিডিফায়ার একটি দুর্দান্ত ডিভাইস। এটি স্মার্টফোনের চার্জিং পোর্ট ব্যবহার করেই চলতে পারে। সাধারণ USB ফ্যানের চেয়ে অনেক বেশি কার্যকর। এর সঙ্গে থাকে একটি ছোট জলের ট্যাঙ্ক। সেই ট্যাঙ্কটি ভরে নিলেও নিজের মতো স্প্রে করা যেতে পারে।