Summer Gadgets: এই ১০টি সুপার কুল গ্যাজেট আছে? আপনার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে গরম

Last Updated:
Summer Gadgets: যাঁরা সারাদিন বাড়ির বাইরে কাটান কাজের জন্য তাঁরা ব্যবহার করতে পারেন এই ১০ ধরনের ব্যক্তিগত কুলিং গ্যাজেট
1/11
গরম বাড়ছে মাত্রা ছাড়িয়ে। এরই মধ্যে রোজের কাজ, ঘরে বাইরে। যাঁরা সারাদিন বাড়ির বাইরে কাটান কাজের জন্য তাঁরা ব্যবহার করতে পারেন এই ১০ ধরনের ব্যক্তিগত কুলিং গ্যাজেট। ছোট অথচ, দারুন কাজের। দেখে নিন তালিকা।
গরম বাড়ছে মাত্রা ছাড়িয়ে। এরই মধ্যে রোজের কাজ, ঘরে বাইরে। যাঁরা সারাদিন বাড়ির বাইরে কাটান কাজের জন্য তাঁরা ব্যবহার করতে পারেন এই ১০ ধরনের ব্যক্তিগত কুলিং গ্যাজেট। ছোট অথচ, দারুন কাজের। দেখে নিন তালিকা।
advertisement
2/11
পোর্টেবল মিনি নেক ফ্যান - আসলে এটি একটি নেক ফ্যান (Neck Fan)। ব্লু-টুথ হেডফোনের মতো কমপ্যাক্ট নেকব্যান্ড ধরনের ব্যাটারি চালিত এই যন্ত্রটি সরাসরি মুখের উপর হাওয়া দেয়। রিচার্জেবল ব্যাটারি এবং ফ্যান গতি নিয়ন্ত্রণ করার ব্যবস্থাও রয়েছে। এত ছোট যে ট্রেনে বা বাসে একটু বসতে পেলেই ব্যবহার করা যায়।
পোর্টেবল মিনি নেক ফ্যান - আসলে এটি একটি নেক ফ্যান (Neck Fan)। ব্লু-টুথ হেডফোনের মতো কমপ্যাক্ট নেকব্যান্ড ধরনের ব্যাটারি চালিত এই যন্ত্রটি সরাসরি মুখের উপর হাওয়া দেয়। রিচার্জেবল ব্যাটারি এবং ফ্যান গতি নিয়ন্ত্রণ করার ব্যবস্থাও রয়েছে। এত ছোট যে ট্রেনে বা বাসে একটু বসতে পেলেই ব্যবহার করা যায়।
advertisement
3/11
পোর্টেবল USB ফ্যান - পকেটে করেই নিয়ে ঘোরা যায় এই ফ্যান। এর USB পোর্ট যে কোনও স্মার্টফোন, ল্যাপটপ বা পাওয়ারব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত করে ফেলা যায়। ফলে দারুন কাজে আসে যে কোনও জায়গায়।
পোর্টেবল USB ফ্যান - পকেটে করেই নিয়ে ঘোরা যায় এই ফ্যান। এর USB পোর্ট যে কোনও স্মার্টফোন, ল্যাপটপ বা পাওয়ারব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত করে ফেলা যায়। ফলে দারুন কাজে আসে যে কোনও জায়গায়।
advertisement
4/11
USB হিউমিডিফায়ার - শুকনো রুক্ষ্ণ এলাকায় যাঁদের বাস, বা কাজের জন্য থাকতে, তাঁদের ক্ষেত্রে USB-চালিত পোর্টেবল হিউমিডিফায়ার একটি দুর্দান্ত ডিভাইস। এটি স্মার্টফোনের চার্জিং পোর্ট ব্যবহার করেই চলতে পারে। সাধারণ USB ফ্যানের চেয়ে অনেক বেশি কার্যকর। এর সঙ্গে থাকে একটি ছোট জলের ট্যাঙ্ক। সেই ট্যাঙ্কটি ভরে নিলেও নিজের মতো স্প্রে করা যেতে পারে।
USB হিউমিডিফায়ার - শুকনো রুক্ষ্ণ এলাকায় যাঁদের বাস, বা কাজের জন্য থাকতে, তাঁদের ক্ষেত্রে USB-চালিত পোর্টেবল হিউমিডিফায়ার একটি দুর্দান্ত ডিভাইস। এটি স্মার্টফোনের চার্জিং পোর্ট ব্যবহার করেই চলতে পারে। সাধারণ USB ফ্যানের চেয়ে অনেক বেশি কার্যকর। এর সঙ্গে থাকে একটি ছোট জলের ট্যাঙ্ক। সেই ট্যাঙ্কটি ভরে নিলেও নিজের মতো স্প্রে করা যেতে পারে।
advertisement
5/11
ব্যক্তিগত এয়ার কুলার - এটির কাজ একেবারেই সাধারণ কুলারের মতো। তবে এর আকার বহনযোগ্য বা পোর্টেবল। এ ধরনের এয়ার কুলারে থাকে একটি আইস চেম্বার বা জলের ট্যাঙ্ক। এদের ক্ষেত্রেও কুলিং-এর গতি বাড়ানো কমানো যায়। কোনও কোনও এয়ার কুলারে হিউমিডিফায়ারও থাকে।
ব্যক্তিগত এয়ার কুলার - এটির কাজ একেবারেই সাধারণ কুলারের মতো। তবে এর আকার বহনযোগ্য বা পোর্টেবল। এ ধরনের এয়ার কুলারে থাকে একটি আইস চেম্বার বা জলের ট্যাঙ্ক। এদের ক্ষেত্রেও কুলিং-এর গতি বাড়ানো কমানো যায়। কোনও কোনও এয়ার কুলারে হিউমিডিফায়ারও থাকে।
advertisement
6/11
মিনি USB রেফ্রিজারেটর - দারুন গরমে জল সঙ্গে রাখা খুব জরুরি। কিন্তু সেই জলও গরম হয়ে যেতে পারে উত্তাপে। তাই ব্যবহার করা যেতে পারে মিনি USB রেফ্রিজারেটর। ব্যাটারি ছাড়া, শুধু মাত্র USB পোর্ট ব্যবহার করেই চালানো যায় এই রেফ্রিজারেটর। ঠান্ডা রাখা যায় একটি মাত্র বোতল।
মিনি USB রেফ্রিজারেটর - দারুন গরমে জল সঙ্গে রাখা খুব জরুরি। কিন্তু সেই জলও গরম হয়ে যেতে পারে উত্তাপে। তাই ব্যবহার করা যেতে পারে মিনি USB রেফ্রিজারেটর। ব্যাটারি ছাড়া, শুধু মাত্র USB পোর্ট ব্যবহার করেই চালানো যায় এই রেফ্রিজারেটর। ঠান্ডা রাখা যায় একটি মাত্র বোতল।
advertisement
7/11
গাড়ির জন্য রেফ্রিজারেটর - এ ধরনের ছোট রেফ্রিজারেটর আকারে ও আয়তনে নানা রকমের হয়। প্রয়োজনে এগুলি সিটে রেখে হাতল বা আর্ম রেস্ট হিসেবেও ব্যবহার করা যায়। গাড়়ির 12V সকেট দিয়েই চালানো সম্ভব এগুলি। শুধু ঠান্ডা নয়। এই রেফ্রিজারেটর আবার প্রয়োজনে গরমও রাখে।
গাড়ির জন্য রেফ্রিজারেটর - এ ধরনের ছোট রেফ্রিজারেটর আকারে ও আয়তনে নানা রকমের হয়। প্রয়োজনে এগুলি সিটে রেখে হাতল বা আর্ম রেস্ট হিসেবেও ব্যবহার করা যায়। গাড়়ির 12V সকেট দিয়েই চালানো সম্ভব এগুলি। শুধু ঠান্ডা নয়। এই রেফ্রিজারেটর আবার প্রয়োজনে গরমও রাখে।
advertisement
8/11
মিনি বিউটি ফ্রিজ - মেকআপ সব সময় ঠান্ডা এবং শুকনো জায়গায় রাখতে হয়। যে পরিমাণ গরম পড়েছে তাতে সাজের জিনিস পত্র এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়াই মুশকিল। তাই রয়েছে বিউটি ফ্রিজ। নেলপলিশ, লিপস্টিক থেকে সেরাম, ক্রিম, ময়েশ্চারাইজার, টোনার সব কিছুই রাখা যাবে এতে।
মিনি বিউটি ফ্রিজ - মেকআপ সব সময় ঠান্ডা এবং শুকনো জায়গায় রাখতে হয়। যে পরিমাণ গরম পড়েছে তাতে সাজের জিনিস পত্র এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়াই মুশকিল। তাই রয়েছে বিউটি ফ্রিজ। নেলপলিশ, লিপস্টিক থেকে সেরাম, ক্রিম, ময়েশ্চারাইজার, টোনার সব কিছুই রাখা যাবে এতে।
advertisement
9/11
সোলার ক্যাপ - আসলে এ ধরনে টুপিগুলিতে বসানো থাকে ছোট ছোট পাখা। যা মুখের উপর হাওয়া দেয়। আর এর বিশেষত্ব হল সৌর প্যানেল। ফলে কেউ এই টুপি পরে রাস্তায় বেরলেই সূর্যের আলোর সংস্পর্শে এসে প্যানেলে বিদ্যুৎ উৎপন্ন হয় আর পাখা ঘুরতে শুরু করে।
সোলার ক্যাপ - আসলে এ ধরনে টুপিগুলিতে বসানো থাকে ছোট ছোট পাখা। যা মুখের উপর হাওয়া দেয়। আর এর বিশেষত্ব হল সৌর প্যানেল। ফলে কেউ এই টুপি পরে রাস্তায় বেরলেই সূর্যের আলোর সংস্পর্শে এসে প্যানেলে বিদ্যুৎ উৎপন্ন হয় আর পাখা ঘুরতে শুরু করে।
advertisement
10/11
ব্যাটারি চালিত পোর্টেবল জুসার - কোথাও বেড়াতে গেলে বা কাজে গেলেও সঙ্গে রাখা যেতে পারে এ ধরনের USB পোর্টেবল জুসার। গরমে এক গ্লাস ফলের রস শরীর মন তাজা করে দেবে।
ব্যাটারি চালিত পোর্টেবল জুসার - কোথাও বেড়াতে গেলে বা কাজে গেলেও সঙ্গে রাখা যেতে পারে এ ধরনের USB পোর্টেবল জুসার। গরমে এক গ্লাস ফলের রস শরীর মন তাজা করে দেবে।
advertisement
11/11
বিশেষ কফি কাপ - এ ধরনে সেলফ স্টরিং কফি মগ। যাতে ঠান্ডা বা গরম কফি বানান যায়। দুধ আর কফি দিয়ে দিলে নিজেই বানিয়ে দেবে মগটি।
বিশেষ কফি কাপ - এ ধরনে সেলফ স্টরিং কফি মগ। যাতে ঠান্ডা বা গরম কফি বানান যায়। দুধ আর কফি দিয়ে দিলে নিজেই বানিয়ে দেবে মগটি।
advertisement
advertisement
advertisement