Best Racing Games To Play On Your Smartphone | রেসিং গেম-এর ভক্ত? এক নজরে দেখে নিন স্মার্টফোনের সব থেকে ভাল ৫টি রেসিং গেম

Last Updated:

Best Racing Games To Play On Your Smartphone: গেম খেলতে যাঁরা ভালবাসেন তাঁদের জন্য স্মার্টফোনে খেলার মতো বেশ কিছু রেসিং গেম রয়েছে বাজারে

Best Racing Games To Play On Your Smartphone: গেম খেলতে যাঁরা ভালবাসেন তাঁদের জন্য স্মার্টফোনে খেলার মতো বেশ কিছু রেসিং গেম রয়েছে বাজারে (Best Racing Games To Play On Your Smartphone)। এক নজরে দেখে নিন তার মধ্যে সব থেকে ভাল ৫টি রেসিং গেম।
Asphalt 9: Legends -
গেমসলফ্টস-এর অ্যালফল্ট সিরিজ়ের এই রেসিং গেমটি মোবাইল গেমের জগতে যুগান্ত সৃষ্টি করেছে বলাই যায়। অটো এবং ম্যানুয়াল দুই রেসিং কন্ট্রোলেই গেমটি খেলা যাবে। রয়েছে কেরিয়ার মোড, যাতে মোট ৬০টি সিজন থাকতে পারে। সূত্রের খবর ফোর্জ়া হরাইজ়ন টাইটেলের মতোই আমেজ দিতে পারবে এই গেমটি। সুপারফাস্ট লাইসেন্সড ভেহিকলস যেমন ফেরারি, পোর্শে, ল্যাম্বর্গিনির মতো গাড়ি নিয়ে এই গেমে রেসিং করতে পারবেন প্লেয়াররা।
advertisement
advertisement
Mario Kart Tour -
মারিও কার্ট ট্যুরে নিনটেন্ডো তাদের ক্লাসিক ট্র্যাক নতুন করে ঢেলে সাজিয়েছে, যাতে মোবাইল হার্ডওয়্যারের সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ হয়। মারিও ইউনিভার্স ক্যারেক্টারগুলির অনেকগুলিই রয়েছে এই গেমটিতে। রস্টারও বেশ বড়ই থাকছে। এই গেমে প্রতিযোগীকে ৫০ শতাংশই এআই বোটের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। মারিও কার্ট অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য এর থেকে ভাল বিকল্প আর কিছু নেই।
advertisement
Grid: Autosport –
অনলাইন মাল্টিপ্লেয়ার থেকে অফলাইন কেরিয়ার মোড-সহ একটা বিস্তৃত লেভেলের রেঞ্জে প্লেয়াররা প্রতিযোগিতা করতে পারবেন। ১০০টি গাড়ি ও সার্কিটের মধ্যে প্রতিযোগিতা হবে। দুর্গম রাস্তায় কী ভাবে গাড়ি চালান যেতে পারে, তা নিয়েই মূলত এই গেম। এই গেমের ডেভেলপার কোডমাস্টার যেন গ্রিড: অটোস্পোর্টের জন্য প্রথাগত রেসিং এলিমেন্ট যেমন, ম্যানুয়াল হ্যান্ডলিং ফিরিয়ে এনেছে।
advertisement
CSR Racing 2 –
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্রাঞ্চাইজ়ির এই ড্র্যাগ রেসিং গেমে আপনি অনলাইনে অন্যান্য টিমের সঙ্গেও মিলে খেলতে পারবেন, যাতে এলিট ড্রাইভারদের একটা ক্রিউ তৈরি করে নেওয়া যেতে পারে। এর ফলে প্রতিযোগীদের সঙ্গে খেলাটা আরও সহজতর হবে এবং আপনার পয়েন্ট সংগ্রহ করাও হবে খুব সহজ। ওয়ানভিওয়ান রেসিংয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা নেওয়া যাবে এই সিএসআর রেসিং টু গেমে।
advertisement
Grand Prix Story –
এই গেমে আপনার জয়ের কারিগর হতে পারে কিউট এবং পিক্সেলেটেড ড্রাইভাররা। মোবাইল প্ল্যাটফর্ম যাতে আপনাকে বোকা বানাতে না পারে, তাই এই গেমে রয়েছে ইন-ডেপথ কোচিং সিস্টেম। এর সাহায্যে আপনি একটি রিল্যাক্সিং হ্যান্ডস-অফ অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। ড্রাইভারদের প্রশিক্ষণ দিলে এবং স্পনসর জোগাড় করতে পারলে, ভেহিকল আপগ্রেডেশন করলে গেমে ভাল সুযোগ মিলতে পারে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Best Racing Games To Play On Your Smartphone | রেসিং গেম-এর ভক্ত? এক নজরে দেখে নিন স্মার্টফোনের সব থেকে ভাল ৫টি রেসিং গেম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement