YouTube Channels Blocked: YouTube-এ ভুয়ো খবরের এই চ্যানেলগুলি দেখতেন আপনি? কড়া পদক্ষেপ ভারত সরকারের
- Published by:Ananya Chakraborty
Last Updated:
YouTube Channels Blocked: কোন কোন চ্যানেল বন্ধ হল, দেখে নিন এক নজরে
YouTube Channels Blocked: ভারত সরকার ব্লক করে দিল YouTube-এ চলা ১৬টি খবরের চ্যানেল। সোমবারই এই সব চ্যানেল বন্ধ করে দেওয়া য়েছে বলে খবর। এগুলির মধ্যে ১০টি ভারতীয় চ্যানেল হলেও বাকি ৬টি পাকিস্তানের। একটি চ্যানেলের Facebook অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর। অভিযোগ, এই সব চ্যানেলগুলি ভুয়ো খবর ছড়িয়ে ভারতের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক সম্পর্ক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছিল।
সোমবার এক বিবৃতি জারি করে কেন্দ্র জানিয়েছে, এই সব YouTube চ্যানেলের দর্শক সংখ্যা ক্রমাগত বাড়ছিল। বর্তমানে প্রায় ৬৮ কোটি মানুষ ওই চ্যানেলগুলি দেখছিলেন। কেন্দ্রীয় বিবৃতিতে বলা হয়েছে যে, এই ৬টি পাকিস্তানী এবং ১০টি ভারতীয় চ্যানেল, ‘ভারতে আতঙ্ক ছড়াতে, সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য মিথ্যা, যাচাই না করা তথ্য’ ছড়িয়ে দিচ্ছিল।
advertisement
ভারতীয় চ্যানেলগুলির বিরুদ্ধে অভিযোগ তারা খবর এবং ভিডিও প্রকাশ করে রটিয়ে দিচ্ছিল যে, সারা দেশে ফের লকডাউন ঘোষণা করা হয়েছে কোভিড ১৯ অতিমারীর প্রেক্ষিতে। তা ছাড়া এক বিশেষ সম্প্রদায়কে হুমকি দেওয়ার অভিযোগ তুলে মিথ্যা খবর প্রকাশ করা হচ্ছিল বলে দাবি।
advertisement
advertisement
পাকিস্তানী চ্যানেলগুলি সম্পর্কে বিবৃতিতে জানান হয়েছে, পাকিস্তান ভিত্তিক YouTube চ্যানেলগুলিতে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভারতের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়়ানো হচ্ছিল। বিশেষত ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে। সেই সঙ্গে ইউক্রেন পরিস্থিতিতে ভারতের বৈদেশিক সম্পর্ক নিয়েও নানা ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে।
advertisement
বিবৃতিতে বলা হয়েছে, ‘ডিজিটাল খবর পরিবেশকরা কেউই ভারতীয় তথ্য প্রযুক্তি আইন ২০২১-এর ১৮ নম্বর ধারা মেনে খবর প্রকাশ করেনি।’
কোন কোন চ্যানেল বন্ধ হল, দেখে নিন এক নজরে।
ভারতীয় চ্যানেল:
advertisement
advertisement
পাকিস্তানী চ্যানেল
advertisement
এ ছাড়া, ভারতীয় চ্যানেল তহফ্ফুজ-এ-দীন মিডিয়া সার্ভিসের (Tahaffuz E Deen Media Services – India)-এর ফেসবুক অ্যাকাউন্টও ব্লক করে দেওয়া হয়েছে।
Location :
First Published :
April 27, 2022 10:00 AM IST