Home » Photo » technology » How To Choose The Right Air Conditioner: খুব অল্পতেই অত্যন্ত ঠান্ডা, সামান্য বিদ্যুতের বিল? স্টাইলিশ লুক, এক এসিতে হাজার কামাল, কেনার আগে জেনে নিন
How To Choose The Right Air Conditioner: খুব অল্পতেই অত্যন্ত ঠান্ডা, সামান্য বিদ্যুতের বিল? স্টাইলিশ লুক, এক এসিতে হাজার কামাল, কেনার আগে জেনে নিন
How To Choose The Right Air Conditioner: সস্তাতে হাজার হাজর সুযোগ সুবিদা সঙ্গে শরীরের আরাম
দগদগে গরম ও প্যাচপ্যাচে ঘামের মধ্যে এমন কোনও যন্ত্র যা ঘরে ঠান্ডা করতে পারে একমাত্র তাই হল এয়ার কন্ডিশনার ৷ প্রতীকী ছবি ৷
2/ 12
যদি বাড়ির জন্য নতুন এসি কেনার ইচ্ছা থাকে সেক্ষেত্রে এই বিষয়গুলির দিকে বিশেষ ভাবে নজর দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
3/ 12
এমন কিছু জরুরি বিষয় আছে যা আগে জানতে হবে না জেনে এসি কিনতে গেলে বিরাট ক্ষতি হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
4/ 12
সর্বপ্রথম জানতে হবে বাজারে দুই ধরনের এসি বা এয়ার কন্ডিশনার আছে ৷ এক ইউন্ডো এসি দুই স্প্লিট এসি ৷ উইন্ডো এসির ব্যবহার অত্যন্ত সহজ, এটি স্প্লিট এসির থেকে দামেও কম ৷ প্রতীকী ছবি ৷
5/ 12
তবে উইন্ডো এসি ইনস্টল করতে গেলে মোটা দেওয়াল দরকার ৷ স্প্লিট এসি কেনার সময় খেয়াল রাখতে হবে এই স্প্লিট এসির যেমন দাম কম তেমনই মেনটেনেনসের ক্ষেত্রেও বেশি টাকা খরচ করতে হয় ৷ প্রতীকী ছবি ৷
6/ 12
উইন্ডো এসির মত স্প্লিট এসিতে দেওয়াল মোটা প্রয়োজনীয় নয় ৷ যেকোনও অর্থাৎ শক্তপোক্ত দেওয়ালে অতি সহজেই ইনস্টল করা যায় স্প্লিট এসি ৷ ভাল ও ঠিকঠাক এয়ার কন্ডিশনার কিনতে গেলে তিনটি বিষয় খেয়াল রাখতে হয় ৷ প্রতীকী ছবি ৷
7/ 12
এসির কম্পোসিটি ঠিক কতখানি হতে হবে ৷ তবে কীভাবে বুঝতে পারবেন কম্পোসিটি ঠিক কতখানি হতে হবে ৷ কম্পোসিটি নির্ভর করবে কত বড় খবর, দেওয়াল কেমন বা ঘরের তাপমাত্রা কেমন ঠিক এই সমস্ত বিষের উপরেই নির্ভর করবে ৷ প্রতীকী ছবি ৷
8/ 12
নতুন এসি কেনার সময়ে দেখে নিতে হবে এই এয়ার কন্ডিশনারের রেটিং ঠিক কতখানি ৷ পাঁচটি স্টারের মধ্যে ঠিক কত স্টার দেওয়া হয়েছে ৷ কতখানি বিদ্যুৎ সঞ্চয় করতে পারে ৷ প্রতীকী ছবি ৷
9/ 12
অত্যন্ত ভাল রেটিং সম্পন্ন এয়ার কন্ডিশনারের এনার্জি রেটিং ভাল থাকলে বিদ্যুতের বেশি বিল বাড়তে দেবেনা ৷ রেটিং-এর হিসাবে এসি নেওয়াটা অত্যন্ত লাভদায়ক ৷ প্রতীকী ছবি ৷
10/ 12
এসি নেওয়ার সময় দেখতে হবে যাতে ইনভার্টার না নন ইনভার্টার এসি কিনবেন ৷ নন ইনভার্টার এসি কেনা মানে তার কম্প্রেসর একটি নির্দিষ্ট গতিবেগেই কাজ করবে ৷ প্রতীকী ছবি ৷
11/ 12
এই এসি অনও করা যাবেনা অফও করা যাবেনা ৷ যদি ইনভার্টার টেকনলিজির এসি হয় সেক্ষেত্রে একটু দামী হবে ৷ তাপমাত্রা নিয়ন্ত্রণ সহজেই করা যাবে ৷ প্রতীকী ছবি ৷
12/ 12
কোনও ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াও ব্যবহার করা যাবে ৷ এসি কেনার সময়ে এই বিষয়গুলি খেয়াল রাখলে প্রয়োজন মত এসিই বাড়িতে নিয়ে আসবেন ৷ যা আরামের সঙ্গে সঙ্গে সাশ্রয়ও দেবে ৷ প্রতীকী ছবি ৷