How to Increase WiFi Speed: স্পিড কমে যাচ্ছে রাউটারের? করুন এই কাজ, জাস্ট দৌড়বে

Last Updated:

How to Increase WiFi Speed: ঘরে বসে সহজেই ইন্টারনেটের গতি বাড়িয়ে দেওয়া যেতে পারে, জেনে নিন উপায়

স্মার্টফোন বা ল্যাপটপ সঠিক ভাবে ব্যবহার করার জন্য ইন্টারনেট সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইন্টারনেট ছাড়া এসব গ্যাজেট ব্যবহার করার কোনও অর্থই নেই প্রায়। তা সে অফিসের কাজই হোক বা গান শোনা বা কেনাকাটা কিংবা ব্যাঙ্কিং-এর কাজ—সব কিছুতেই ইন্টারনেট খুব গুরুত্বপূর্ণ। আবার শুধু ইন্টারনেট থাকলেই তো হল না, তার গতিও থাকতে হবে দ্রুত। নাহলে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে দৌড়নো মুশকিল হয়ে যেতে পারে।
এই পরিস্থিতিতে অনেকেই দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা পেতে নিজেদের বাড়িতে Wi-Fi রাউটার ইনস্টল করে থাকেন। কিন্তু তা সত্ত্বেও অনেক সময় দ্রুত গতির ইন্টারনেট পাওয়া যায় না। রাউটারের গতি কমে ডিভাইসগুলিও ঢিমে তালে চলতে থাকে। ফলে অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে হয়।
আরও পড়ুন: চলতে চলতে ফ্যানের স্পিড কমে গিয়েছে? নতুন এর মতো ঝড়ের গতির জন্য করুন এই কাজ
মন্থর গতির ইন্টারনেট যদি নানা সময়ে সমস্যায় ফেলে থাকে, তাহলে এমন কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে, যার সাহায্যে ইন্টারনেটের গতি বাড়িয়ে নেওয়া যেতে পারে। ঘরে বসে সহজেই ইন্টারনেটের গতি বাড়িয়ে দেওয়া যেতে পারে—
advertisement
advertisement
Wi-Fi মোডেম-এ গোলমাল:
কখনও কখনও Wi-Fi মোডেম বা রাউটারে সমস্যা হতে পারে। এজন্যও ইন্টারনেটের গতি কমতে পারে। সেক্ষেত্রে মোডেমটি পরীক্ষা করে দেখতে হবে। কারণ এই ডিভাইসটিই হোম নেটওয়ার্ককে ইন্টারনেট প্রোভাইডারের সঙ্গে সংযুক্ত করে। যদি মোডেমে কোনও সমস্যা হয়, তাহলে তা মেরামত করতে হবে।
advertisement
খেয়াল রাখতে হবে রাউটারের সিগন্যাল যেন কোনও দেওয়ালে বা অন্য কোনও জায়গায় বাধা না পায়। Wi-Fi সব সময় এমন জায়গায় ইনস্টল করা উচিত যার আশেপাশে কোনও বাধা নেই। Wi-Fi সিগন্যাল দেয়ালে আঘাত করলে ডিভাইসে ভাল ভাবে ইন্টারনেট পরিষেবা নাও পাওয়া যেতে পারে।
Wi-Fi রিস্টার্ট:
ফোন হ্যাং হয়ে গেলে যেমন রিস্টার্ট করা হয়, আর তৎক্ষণাৎ ফোন আবার দ্রুত কাজ করতে শুরু করে দেয়। অনেক সময় Wi-Fi-তে গোলমাল থাকলেও ইন্টারনেটের গতি কম হয়ে যেতে পারে। সেক্ষেত্রেও Wi-Fi রিস্টার্ট করতে হবে। সমস্যার সমাধান হয়ে যেতেই পারে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
How to Increase WiFi Speed: স্পিড কমে যাচ্ছে রাউটারের? করুন এই কাজ, জাস্ট দৌড়বে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement