হোম /খবর /প্রযুক্তি /
WhatsApp-এই ডাউনলোড করতে পারবেন Covid ভ্যাকসিন সার্টিফিকেট, জানুন কীভাবে

WhatsApp-এই ডাউনলোড করতে পারবেন Covid ভ্যাকসিন সার্টিফিকেট, জানুন কীভাবে

CoWIN পোর্টালে ও Aarogya Setu-তে গিয়েও ভ্যাকসিনের ভ্যাকসিন সার্টিফিকেট (vaccination certificate) ডাউনলোড করা যাবে

  • Last Updated :
  • Share this:

Download Vaccination Certificate: দেশে করোনার নতুন প্রজাতি ওমিক্রনের সংক্রমণের হার ক্রমাগত বেড়েই চলেছে। করোনা ভাইরাস মোকাবিলায় প্রোটোকল আর টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে। দেশের বহু মানুষ করোনার দু'টি টিকা পেয়ে গিয়েছেন। ইতিমধ্যেই, ১৫ থেকে ১৮ বছরের নাবালক-নাবালিকাদের করোনার টিকাকরণ শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে CoWIN ও Aarogya Setu নামে দু'টি অ্যাপে করোনা টিকার স্লট বুক করার অপশন দেওয়া হচ্ছে। CoWIN পোর্টালে ও Aarogya Setu গিয়ে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করা যাচ্ছে। আর ভ্যাকসিন নেওয়া হয়ে গেলে পোর্টাল থেকে ভ্যাকসিন সার্টিফিকেট (vaccination certificate) ডাউনলোডও করা যাবে।

বিভিন্নক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে ভ্যাকসিনেশন সার্টিফিকেট। আপনি ট্রেনে বা আকাশপথে ভ্রমণ করুন না কেন, এই জায়গাগুলিতে একটি ভ্যাকসিন সার্টিফিকেট প্রয়োজন। অনেক রাজ্যেতে এমনকি পাবলিক প্লেসে যাওয়ার জন্যও ভ্যাকসিন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। আপনি যদি CoWIN পোর্টাল থেকে ভ্যাকসিন সার্টিফিকেট (vaccination certificate) ডাউনলোড করতে পারছেন না তাহলে আপনি হোয়াটসঅ্যাপেও সার্টিফিকেট পেয়ে যেতে পারে। জানা নিন কীভাবে...

আরও পড়ুন - Vodafone Idea গ্রাহকদের জন্য সুখববর! বিনামূল্যে পেয়ে যান ২জিবি ডেটা, কীভাবে ?

খুব সহজ পদ্ধতিতে এই কাজ করা যাবে, নিচে সেই পদ্ধতি আলোচনা করা হল:

১. প্রথমেই ফোনের কন্ট্যাক্ট লিস্টে ৯০১৩১৫১৫১৫ নম্বরটি MyGov Corona Helpdesk নামে সেভ করতে হবে। কারণ এটা ভারত সরকারের করোনা হেল্পডেস্কের অফিসিয়াল নম্বর।

২. এছাড়াও অল্টারনেটিভ হিসেবে এই লিঙ্কে ক্লিক করা যেতে পারে- wa.me/919013151515।

৩. এরপর ওই নম্বরে Hi মেসজ লিখে হোয়াটসঅ্যাপ করতে হবে। আপনার স্ক্রিনে অনেক কতি অপশন দেখতে পাবেন। এবার সেখান থেকে বেছে নিতে হবে Covid Certificate। এটি ২ নম্বর অপশনে থাকবে, তাই আপনাকে ২ লিখে রিপ্লাই দিতে হবে।

আরও পড়ুন - রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ছাড়াল ১৮ হাজার! কলকাতাতেই ৭ হাজার...

৪. এর পর ৬ ডিজিটের OTP পাঠানো হবে।

৫. OTP এলে ৩০ সেকেন্ডের মধ্যে ওই OTP টাইপ করে সাবমিট করতে হবে।

৬. যদি একের বেশি সর্টিফিকেট একই WhatsApp নম্বর থেকে চাওয়া হয়, সে ক্ষেত্রে নিশ্চিত করতে জানতে চাওয়া হবে কার সার্টিফিকেট ডাউনলোড করা হচ্ছে।

৭. নিশ্চিত করার পরে WhatsApp-এ সার্টিফিকেট শেয়ার করা হবে।

একটি chatbot-এর মাধ্যমে সার্টিফিকেট শেয়ার করা হবে। এই chatbot-এ আরও সুবিধা রয়েছে, যেমন কাছাকাছি টিকা কেন্দ্র কোথায় রয়েছে তা জানা যাবে। স্লট কটা রয়েছে, কোভিড পরিস্থিতি কেমন, এই সংক্রান্ত তথ্যগুলিও সরবরাহ করা হবে।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Coronavirus, Covid 19 Vaccine, Covid Vaccine Certificate