Vodafone Idea গ্রাহকদের জন্য সুখববর! বিনামূল্যে পেয়ে যান ২জিবি ডেটা, কীভাবে ?

Last Updated:
Vodafone Idea Data Delight: ব্যাকআপ ডেটা অফার পেতে, গ্রাহকদের 121249 নম্বরে কল করতে হবে
1/6
বর্তমানে টেলিকম সংস্থাগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। গ্রাহকদের আকৃষ্ট করতে কোম্পানিগুলি নজরকাড়া ও চমকপ্রদ অফার নিয়ে হাজির হচ্ছে। এরই মধ্যে Vodafone Idea (Vi) নিজেদের গ্রাহকদের জন্য শুরু করেছে ডেটা ডিলাইট নামে একটি নতুন অফার। Vodafone Idea Data Delight প্ল্যানের অধীনে ব্যবহারকারীরা পেয়ে যাবেন ২জিবি করে ব্যাকআপ ডেটা প্রতি মাসে।
বর্তমানে টেলিকম সংস্থাগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। গ্রাহকদের আকৃষ্ট করতে কোম্পানিগুলি নজরকাড়া ও চমকপ্রদ অফার নিয়ে হাজির হচ্ছে। এরই মধ্যে Vodafone Idea (Vi) নিজেদের গ্রাহকদের জন্য শুরু করেছে ডেটা ডিলাইট নামে একটি নতুন অফার। Vodafone Idea Data Delight প্ল্যানের অধীনে ব্যবহারকারীরা পেয়ে যাবেন ২জিবি করে ব্যাকআপ ডেটা প্রতি মাসে।
advertisement
2/6
ভোডাফোন আইডিয়া ডেটা ডিলাইট (Vodafone Idea Data Delight) অফারটি পেতে গ্রাহকদের ১২১২৪৯ নম্বরে কল করতে হবে বা Vi মোবাইল অ্যাপে গিয়ে এটি অ্যাক্টিভেট করতে হবে। 'ডেটা ডিলাইট' অফারটি নির্বাচিত কিছু প্রিপেইড প্ল্যানে প্রযোজ্য যে প্ল্যানগুলি ডেটা ডিলাইট অফারটি অফার করে, সেগুলিতে ব্যবহারকারীরা প্রতিদিন ৩জিবি করে ডেটা আর সঙ্গে আনলিমিটেড কলিং এর সুবিধা পেয়ে যাবেন।
ভোডাফোন আইডিয়া ডেটা ডিলাইট (Vodafone Idea Data Delight) অফারটি পেতে গ্রাহকদের ১২১২৪৯ নম্বরে কল করতে হবে বা Vi মোবাইল অ্যাপে গিয়ে এটি অ্যাক্টিভেট করতে হবে। 'ডেটা ডিলাইট' অফারটি নির্বাচিত কিছু প্রিপেইড প্ল্যানে প্রযোজ্য যে প্ল্যানগুলি ডেটা ডিলাইট অফারটি অফার করে, সেগুলিতে ব্যবহারকারীরা প্রতিদিন ৩জিবি করে ডেটা আর সঙ্গে আনলিমিটেড কলিং এর সুবিধা পেয়ে যাবেন।
advertisement
3/6
কোন কোন প্যাকের রিচার্জে এই অফার মিলবে?ভোডাফোন আইডিয়া (Vi) এর ২৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের। ব্যবহারকারীরা পেয়ে যাবেন দৈনিক ১.৫ জিবি করে ডেটা সঙ্গে দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিনিটেড কলিং এর সুবিধা। এছাড়াও থাকছে প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএস। এই প্ল্যানের সঙ্গে গ্রাহকরা পেয়ে যাবেন ডেটা ডিলাইট অফারটির বেনিফিট। এর অধীনে ব্যবহারকারীরা পেয়ে যাবেন ২জিবি ডেটা কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই।
কোন কোন প্যাকের রিচার্জে এই অফার মিলবে?ভোডাফোন আইডিয়া (Vi) এর ২৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের। ব্যবহারকারীরা পেয়ে যাবেন দৈনিক ১.৫ জিবি করে ডেটা সঙ্গে দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিনিটেড কলিং এর সুবিধা। এছাড়াও থাকছে প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএস। এই প্ল্যানের সঙ্গে গ্রাহকরা পেয়ে যাবেন ডেটা ডিলাইট অফারটির বেনিফিট। এর অধীনে ব্যবহারকারীরা পেয়ে যাবেন ২জিবি ডেটা কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই।
advertisement
4/6
ভোডাফোন আইডিয়া (Vi) এর ৩৫৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের। এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন ২জিবি করে ডেটা সঙ্গে আনলিমিটেড কলিং এর সুবিধা। আর থাকছে প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএস। এছাড়াও তাহকছে binge all night, উইকেন্ড ডেটা রোলওভার আর  Vi movies and TV এর ফ্রি সাবস্ক্রিপশন।এই প্ল্যানের সঙ্গেও গ্রাহকরা পেয়ে যাবেন ডেটা ডিলাইট অফারটির বেনিফিট।
ভোডাফোন আইডিয়া (Vi) এর ৩৫৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের। এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন ২জিবি করে ডেটা সঙ্গে আনলিমিটেড কলিং এর সুবিধা। আর থাকছে প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএস। এছাড়াও তাহকছে binge all night, উইকেন্ড ডেটা রোলওভার আর Vi movies and TV এর ফ্রি সাবস্ক্রিপশন।এই প্ল্যানের সঙ্গেও গ্রাহকরা পেয়ে যাবেন ডেটা ডিলাইট অফারটির বেনিফিট।
advertisement
5/6
ভোডাফোন আইডিয়া (Vi) এর ৪০৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের। এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন ২.৫জিবি করে ডেটা সঙ্গে আনলিমিটেড কলিং এর সুবিধা। আর থাকছে প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএস। এছাড়াও তাহকছে binge all night, উইকেন্ড ডেটা রোলওভার আর  Vi movies and TV এর ফ্রি সাবস্ক্রিপশন।এই প্ল্যানের সঙ্গেও গ্রাহকরা পেয়ে যাবেন ডেটা ডিলাইট অফারটির বেনিফিট।
ভোডাফোন আইডিয়া (Vi) এর ৪০৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের। এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন ২.৫জিবি করে ডেটা সঙ্গে আনলিমিটেড কলিং এর সুবিধা। আর থাকছে প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএস। এছাড়াও তাহকছে binge all night, উইকেন্ড ডেটা রোলওভার আর Vi movies and TV এর ফ্রি সাবস্ক্রিপশন।এই প্ল্যানের সঙ্গেও গ্রাহকরা পেয়ে যাবেন ডেটা ডিলাইট অফারটির বেনিফিট।
advertisement
6/6
এছাড়াও যে প্ল্যানগুলির সঙ্গে ডেটা ডিলাইট অফারটি পাওয়া যাবে সেগুলি হল - ৪৭৯ টাকা, ৫০১ টাকা, ৯০১ টাকা, ৭১৯ টাকা, ৪৭৫ টাকা, ৫৩৯ টাকা, ৮৩৯ টাকা, ২৮৯৯ টাকা, ১৪৪৯ টাকা, ৭০১ টাকা, ৫৯৯ টাকা, ৩৯৯ টাকা এবং ৩০৯৯ টাকা।
এছাড়াও যে প্ল্যানগুলির সঙ্গে ডেটা ডিলাইট অফারটি পাওয়া যাবে সেগুলি হল - ৪৭৯ টাকা, ৫০১ টাকা, ৯০১ টাকা, ৭১৯ টাকা, ৪৭৫ টাকা, ৫৩৯ টাকা, ৮৩৯ টাকা, ২৮৯৯ টাকা, ১৪৪৯ টাকা, ৭০১ টাকা, ৫৯৯ টাকা, ৩৯৯ টাকা এবং ৩০৯৯ টাকা।
advertisement
advertisement
advertisement