#নয়াদিল্লি: অনেকেই আছেন যাঁরা নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিজেদের ফোন পরিবর্তন করেন। সেক্ষেত্রে ফোনের নাম সেভ করার ক্ষেত্রে সমস্য়ায় পড়েন তাঁরা। পুরনো ফোন থেকে নতুন ফোন ব্য়বহার করার সময় পুরনো নম্বরগুলি অনেক সময়ে খুঁজে পান না ব্য়বহারকারীরা। সেই নিয়ে ভার পড়তে হয় হরেক সমস্যায়। তবে রয়েছে সেই সমস্য়ার সমাধান, জেনে নেওয়া যাক ধাপে ধাপে।
ফিচার ফোনের ক্ষেত্রে বিষয়টি বেশ কষ্টসাধ্য় থাকলেও স্মার্টফোনের যুগে খুব সহজেই একটি ফোন থেকে অন্য় ফোনে কনট্য়াক্ট লিস্ট পাঠানো সম্ভব। এর জন্য় প্রয়োজন একটি গুগল অ্য়াকাউন্ট (Google Account)। তার মাধ্য়মেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব।
গুগল অ্য়াকাউন্টের মাধ্য়মে কী ভাবে কনট্য়াক্ট লিস্ট ট্রান্সফার করা সম্ভব?
ধাপ ১- পুরনো ফোনের সমস্ত ডেটা ডিলিট করার আগে দেখে নিতে হবে কনট্য়াক্ট লিস্টটি Google অ্য়াকাউন্টের সঙ্গে সংযুক্ত করা করা আছে কি না। সংযুক্তিকরণ করার প্রক্রিয়াটি নিম্নরূপ-
ধাপ ২- সংযুক্তিকরণ করার জন্য় ব্য়বহারকারীকে প্রথমে সেটিংস-এ যেতে হবে। সেখান থেকে অ্য়াকাউন্ট সেটিংয়ে গিয়ে সংযুক্তিকরণ বা Sync অপশনে ক্লিক করতে হবে।
ধাপ ৩- এর পর Google অ্য়াকাউন্টে ক্লিক করতে হবে এবং সমস্ত কনট্য়াক্ট ডিটেলস Google-এ সঞ্চিত করতে হবে।
ধাপ ৪- এর পর অ্য়াকাউন্ট সংযুক্তিকরণ করতে হবে। তার জন্য় ক্লিক করতে হবে Account Sync অপশনে।
ধাপ ৫- এর পর দেখে নিতে হবে কনট্য়াক্ট লিস্টটি Google-এর সঙ্গে সংযুক্তিকরণ করা হয়েছে কি না।
ধাপ ৬- এর পর নতুন ফোনে ওই Google অ্য়াকাউন্ট দিয়ে সাইন ইন করলেই সব কনট্য়াক্ট পাওয়া সম্ভব।
অথবা ভিকার্ড ফাইলের মাধ্য়মেও কনট্য়াক্ট লিস্ট শেয়ার করতে পারবেন। এর জন্য় বেশ কিছু পদ্ধতি মেনে চলতে হবে-
ধাপ ১- প্রথমে কনট্য়াক্টস অ্য়াপ চালু করতে হবে। সেখানে অপশন মেনু অন করতে হবে।
ধাপ ২- সেখান থেকে সেটিংস অপশনে যেতে হবে। তার পর সেটিংসের পেজটি খুললে দেখা যাবে এক্সপোর্ট অপশন।
ধাপ ৩- এর পর একটি Google অ্য়াকাউন্ট আইডি দিতে হবে। যেখানে ওই কনট্য়াক্ট লিস্টটি এক্সপোর্ট হবে।
ধাপ ৪- এর পর Whatsapp বা ব্লুটুথের মাধ্য়মে পুরো কনট্য়াক্ট লিস্টটি এক্সপোর্ট করতে হবে। এবং নতুন ফোনে পুরো কনট্য়াক্ট লিস্টটি দেখা যাবে।
অত্যন্ত সহজ প্রক্রিয়ায় এই দুই ভাবে কনট্য়াক্ট লিস্ট শেয়ার করা সম্ভব। এই প্রক্রিয়াগুলি মেনে চললে বার বার ফোন বদল করলেও নতুন করে নম্বর সেভ করার প্রয়োজন নেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Android Phone