Happy Chaitra Navratri 2022: নবরাত্রির জন্য WhatsApp নিয়ে এল তাদের নতুন স্টিকার; কী ভাবে ডাউনলোড করা যাবে?

Last Updated:

Happy Chaitra Navratri 2022: এক নজরে দেখে নেওয়া যাক কী ভাবে জিআইএফ (GIFs) এর ব্যবহার করা যাবে!

Happy Chaitra Navratri 2022: ভারতে শুরু হয়ে গেছে উৎসবের মরসুম। ২০২২ সালের চৈত্র নবরাত্রি শুরু হয়ে গেছে। ৯ দিনের এই দীর্ঘ উৎসব ভারতে খুব ধুমধাম করে পালন করা হয়। ২০২২ এর নবরাত্রি শুরু হয়েছে ২ এপ্রিল, চলবে ১১ এপ্রিল পর্যন্ত। নবরাত্রির বিশেষ শুভেচ্ছা জানানোর জন্য WhatsApp নিয়ে এল তাদের নতুন স্টিকার। নবরাত্রির কথা মাথায় রেখেই WhatsApp তাদের ইউজারদের জন্য তৈরি করেছে এই বিশেষ ধরনের স্টিকার।
এক নজরে দেখে নেওয়া যাক কী ভাবে এই স্টিকার ব্যবহার করা যাবে!
স্টেপ ১ - প্রথমেই নিজেদের ফোনের Google Play Store খুলতে হবে। এবার সেখানে 'নবরাত্রি WhatsApp স্টিকারস' (Navratri WhatsApp Stickers) লিখে সার্চ করতে হবে। iPhone ইউজাররা Apple's App Store থেকে এটি ডাউনলোড করতে পারবে।
advertisement
স্টেপ ২ - এর পর স্টিকার প্যাক অ্যাপস (Sticker Pack Apps) সিলেক্ট করতে হবে। এখানে যার যেটা পছন্দ সেই অনুযায়ী সিলেক্ট করতে হবে। এর পর ইন্সটল বাটন ক্লিক করতে হবে।
advertisement
স্টেপ ৩ - স্টিকার অ্যাপ ইন্সটল হয়ে গেলে সেটা খুলে 'ওপেন স্টিকার প্যাক' (Open Stickers Packs) অপশনটি ক্লিক করতে হবে।
স্টেপ ৪ - সেখানেই নবরাত্রি WhatsApp স্টিকারস-এর লিস্ট দেখা যাবে। নিজেদের পছন্দ মতো স্টিকার বেছে নিয়ে 'প্লাস' (Plus) আইকনে ক্লিক করতে হবে। যেটা প্রত্যেকটি স্টিকারের ডানদিকে রয়েছে।
advertisement
স্টেপ ৫ - সেই অ্যাপে নানা ধরনের অপশন দেখা যাবে। ইউজাররা নিজেদের পছন্দ মতো সেই স্টিকার ব্যবহার করতে পারবে। ইউজাররা WhatsApp বা Telegram যেখানে খুশি সেই স্টিকার ব্যবহার করতে পারবে।
স্টেপ ৬ - এবার 'অ্যাড' (Add) অপশনে ক্লিক করলেই সেই স্টিকার প্যাকের সব স্টিকার সেকশন WhatsApp-এর মধ্যেই দেখা যাবে।
এক নজরে দেখে নেওয়া যাক কী ভাবে জিআইএফ (GIFs) এর ব্যবহার করা যাবে!
advertisement
স্টেপ ১ - প্রথমেই WhatsApp এর সেই চ্যাট অপশন খুলতে হবে, যেখানে শেয়ার করতে চান জিআইএফ।
স্টেপ ২ - এবার স্টিকার আইকন ক্লিক করতে হবে। এটি চ্যাট বারের ডানদিকে রয়েছে।
স্টেপ ৩ - এবার জিআইএফ অপশনে ক্লিক করতে হবে।
advertisement
স্টেপ ৪ - সার্চ বারে টাইপ করতে হবে নবরাত্রি ২০২২।
স্টেপ ৫ - এবার নিজেদের পছন্দ অনুযায়ী জিআইএফ বেছে নিয়ে সেন্ড আইকনে ক্লিক করতে হবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Happy Chaitra Navratri 2022: নবরাত্রির জন্য WhatsApp নিয়ে এল তাদের নতুন স্টিকার; কী ভাবে ডাউনলোড করা যাবে?
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement