শ্রীহরিকোটা থেকে উড়বে প্রথম বেসরকারি রকেট, বহন করবে তিনটি পেলোড

Last Updated:

স্কাইরুট অ্যারোস্পেস ISRO-র নিজস্ব রকেট উৎক্ষেপণ বন্দর শ্রীহরিকোটা থেকে বিক্রম-এস নামের রকেটটি উৎক্ষেপণ করতে চলেছে।

#নয়াদিল্লি: বেসরকারি উদ্যোগে নির্মিত ভারতীয় রকেট প্রথমবার উড়তে চলেছে মহাকাশে। আগামী ১২ থেকে ১৬ নভেম্বরের মধ্যে কোনও এক দিন হবে উৎক্ষেপণ। বেসরকারি ভারতীয় রকেট নির্মাতা সংস্থা স্কাইরুট অ্যারোস্পেস ISRO-র নিজস্ব রকেট উৎক্ষেপণ বন্দর শ্রীহরিকোটা থেকে বিক্রম-এস নামের রকেটটি উৎক্ষেপণ করতে চলেছে। জানা গিয়েছে, এই রকেটে রয়েছে তিনটি পেলোড।
স্কাইরুট অ্যারোস্পেসের সহ-প্রতিষ্ঠাতা এবং সিওও নাগা ভরত ডাকা বলেন, ‘বিক্রম-এস রকেটটি একটি একক-পর্যায়ের সাব-অরবিটাল লঞ্চ ভেহিকল, যা তিনটি কাস্টমার পেলোড বহন করবে এবং বিক্রম সিরিজের স্পেস লঞ্চ ভেহিকলের বেশিরভাগ প্রযুক্তি পরীক্ষা ও যাচাই করতে সহায়তা করবে।’
তিনি আরও জানান, উৎক্ষেপণের জন্য তাঁরা শ্রীহরিকোটায় ISRO-এর মহাকাশ বন্দরের বিশ্বমানের উৎক্ষেপণ পরিকাঠামো ব্যবহার করছেন।
advertisement
advertisement
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
হায়দরাবাদ-ভিত্তিক এই সংস্থাটি তাদের মিশনের নাম হিসেবে বেছে নিয়েছে ‘প্রারম্ভ’ শব্দটিকে। এর অর্থ হল ‘শুরু’। ব্যক্তিগত মহাকাশ শিল্পের জন্য এক নতুন যুগকেই নির্দেশ করছে এই নাম।
এই প্রথম মিশন প্রারম্ভের সঙ্গেই, স্কাইরুট অ্যারোস্পেস ভারতের একটি বেসরকারি মহাকাশ সংস্থা হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে। প্রথমবারের মতো কক্ষপথে একটি রকেট উৎক্ষেপণ করবে তারা। মহাকাশ শিল্পের জন্য এটি একটি নতুন যুগের সূচনা করবে, যা সম্প্রতি বেসরকারি খাতের অংশগ্রহণের জন্য এটি সম্ভব করার জন্য খোলা হয়েছিল।
advertisement
স্কাইরুট অ্যারোস্পেসের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও পবনকুমার চন্দন বলেন, ‘আমরা যে আমাদের বিক্রম-এস রকেট মিশন এত অল্প সময়ের মধ্যে তৈরি করতে পেরেছি, তার কারণ অবশ্যই ISRO এবং IN-SPACE-এর থেকে পাওয়া অকুণ্ঠ সমর্থন। এর পাশাপাশি কাজ করেছে ভারতের অন্তর্নিহিত প্রযুক্তি প্রতিভা।’
মহাকাশ নিয়ন্ত্রক IN-SPACE-এর কাছ থেকে প্রযুক্তিগত উৎক্ষেপণের অনুমোদন পাওয়ার পর, ISRO-এর চেয়ারম্যান ড. এস. সোমনাথ গত ৭ নভেম্বর, ২০২২-এ বেঙ্গালুরুতে সংস্থার প্রথম মিশন চালু করেন।
advertisement
সংস্থার তরফে দাবি করা হয়েছে, আগামী ১২ থেকে ১৬ নভেম্বরের মধ্যে একটি লঞ্চ উইন্ডো তৈরি করেছেন কর্তৃপক্ষ। তবে চূড়ান্ত তারিখটি কবে স্থির হবে তা নির্ভর করছে আবহাওয়ার উপর। তবে কোন কোন কোন গ্রাহকের উপগ্রহ বিক্রম-এস রকেট বহন করছে, স্কাইরুট অ্যারোস্পেস এখনও সে বিষয় স্পষ্ট করে কিছুই জানায়নি।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
শ্রীহরিকোটা থেকে উড়বে প্রথম বেসরকারি রকেট, বহন করবে তিনটি পেলোড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement