Alexa, Grow a Tree: গাছ লাগিয়ে পরিবেশ বাঁচাবে Alexa ? অ্যামাজনের প্রকল্পটা আদতে কী ?

Last Updated:

এর জন্য তারা পার্টনারশিপ করেছে ওয়ান ট্রি প্ল্যান্টেড (One Tree Planted) নামের একটি এনভায়রনমেন্টাল চ্যারিটির সঙ্গে

'Alexa, Grow a Tree': অ্যামাজন (Amazon) নিয়ে এল তাদের নতুন গ্রিন প্রজেক্ট (Green Project)। পরিবেশ রক্ষার জন্য অ্যামাজন নিয়ে এসেছে তাদের নতুন এই গ্রিন প্রজেক্ট। অ্যামাজনের নতুন এই গ্রিন প্রজেক্টের নাম হল অ্যালেক্সা গ্রো আ ট্রি (Alexa, Grow A Tree)। গুগল (Google) এবং অ্যাপলের (Apple) পর অ্যামাজন পরিবেশ রক্ষার জন্য ঘোষণা করল তাদের নতুন প্রোজেক্ট। এর জন্য তারা পার্টনারশিপ করেছে ওয়ান ট্রি প্ল্যান্টেড (One Tree Planted) নামের একটি এনভায়রনমেন্টাল চ্যারিটির সঙ্গে। অ্যামাজনের নতুন এই প্রজেক্টের উদ্দেশ্য হল আমেরিকা জুড়ে গাছের সংখ্যা বাড়ানো। আমেরিকায় অ্যামাজনের যে ইউজাররা একটি করে গাছ লাগাবে, তাদের অ্যাকাউন্টে এক ডলার করে পাঠিয়ে দেবে অ্যামাজন। অ্যালেক্সা এনেবেলড ডিভাইসের মাধ্যমে টাকা তাদের অ্যাকাউন্টে পৌছে দেওয়া হবে।
অ্যামাজন এপ্রিল থেকে ডিসেম্বর মাসের মধ্যে প্রায় ১১ মিলিয়ন ডোনেশন দেওয়ার কথা ঘোষণা করেছে। পুরো টাকাটাই খরচ করা হবে পরিবেশভিত্তিক বিষয়। এর মাধ্যমে প্রায় এক মিলিয়ন গাছ লাগানোর কথা ঘোষণা করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার জঙ্গলে ২০১৮ সালে ভয়াবহ আগুন লেগেছিল। এর ফলে সেখানকার বহু গাছ ধ্বংস হয়ে যায়। সেই কারণে অ্যামাজন এখন পরিবেশ রক্ষা করার জন্য বিশেষ এক উদ্যোগ নিয়েছে। এর জন্য তারা চালু করেছে তাদের নতুন প্রজেক্ট। এই প্রজেক্টের উদ্দেশ্য হলো গাছের সংখ্যা আরও বেশি করে বাড়ানো।
advertisement
advertisement
অ্যামাজন ইতিমধ্যেই ঘোষণা করেছে ২০২৫ সালের মধ্যেই তারা বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি ব্যবহার করবে। ২০৩০-এর মধ্যে তারা সম্পূর্ণভাবে এই প্রাকৃতিক শক্তির ব্যবহার আরও বাড়িয়ে তুলবে। পরিবেশ রক্ষা করার জন্য তাদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। অ্যামাজন আগের মাসে ঘোষণা করেছে তাদের অ্যামাজন ফ্রেশ প্রকল্প। এর উদ্দেশ্যই হল কার্বনের ব্যবহার শূন্যে নামিয়ে এনে প্রাকৃতিক সম্পদের ব্যবহার করা। এর মাধ্যমে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের উপরে আরও বেশি করে জোর দেওয়া হবে।
advertisement
অ্যামাজন অনেকদিন ধরেই জোর দিয়েছে পরিবেশ রক্ষার বিষয়ে। এই জন্য তারা তাদের কর্মীদের অফিসে আনা নেওয়ার জন্য ইলেকট্রিক গাড়ি ব্যবহার করছে। আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের কয়েকটি দেশে এটি চালু করা হলেও ভারতে এখনও পরীক্ষার স্তরে রয়েছে বিষয়টি। পরিবেশ রক্ষার জন্য অ্যামাজনের এই উদ্যোগ সকলের নজর কেড়েছে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Alexa, Grow a Tree: গাছ লাগিয়ে পরিবেশ বাঁচাবে Alexa ? অ্যামাজনের প্রকল্পটা আদতে কী ?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement