হোম » ছবি » প্রযুক্তি » iPhone-এ নয়া কৌশলে লক করুন হোয়াটসঅ্যাপ, কেউ দেখতে পাবে না চ্যাট

WhatsApp Tips and Tricks: iPhone-এ নয়া কৌশলে লক করুন হোয়াটসঅ্যাপ, কেউ দেখতে পাবে না চ্যাট

  • Bangla Digital Desk

  • 16

    WhatsApp Tips and Tricks: iPhone-এ নয়া কৌশলে লক করুন হোয়াটসঅ্যাপ, কেউ দেখতে পাবে না চ্যাট

    WhatsApp Tips and Tricks: হোয়াটসঅ্যাপ (WhatsApp) হল বিশ্বের সবথেকে জনপ্রিয় একটি মেসেজিং প্ল্যাটফর্ম। এর মাধ্যমে সকলেই তাঁদের প্রিয়জনের সঙ্গে চ্যাট করেন। আইফোন (iPhone) ইউজারদের কাছেও হোয়াটসঅ্যাপ একটি জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। আইফোনের ইউজাররাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট করে থাকেন। এছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে অফিসের অনেক গুরুত্বপূর্ণ কাজও করা হয়। এর ফলে হোয়াটসঅ্যাপ চ্যাটে অনেক গুরুত্বপূর্ণ ফাইল এবং ডকুমেন্ট থাকে।

    MORE
    GALLERIES

  • 26

    WhatsApp Tips and Tricks: iPhone-এ নয়া কৌশলে লক করুন হোয়াটসঅ্যাপ, কেউ দেখতে পাবে না চ্যাট

    এছাড়াও অনেকের অনেক গোপনীয় এবং গুরুত্বপূর্ণ তথ্য থাকে হোয়াটসঅ্যাপ চ্যাটে। এর ফলে এটিকে সুরক্ষিত রাখার প্রয়োজন রয়েছে। আইফোনের ইউজাররা নিজেদের ফোনের মতো তাঁদের হোয়াটসঅ্যাপও লক করে রাখতে পারেন। এর ফলে হোয়াটসঅ্যাপ চ্যাট সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে।

    MORE
    GALLERIES

  • 36

    WhatsApp Tips and Tricks: iPhone-এ নয়া কৌশলে লক করুন হোয়াটসঅ্যাপ, কেউ দেখতে পাবে না চ্যাট

    আইফোনের ইউজাররা তাঁদের ফোনের হোয়াটসঅ্যাপ লক করে রাখতে পারেন দুটি পদ্ধতিতে। আইফোন যেমন টাচ আইডি এবং ফেস আইডি ব্যবহার করে লক করে রাখা সম্ভব, একই ভাবে আইফোনেও হোয়াটসঅ্যাপ লক করে রাখা সম্ভব টাচ আইডি এবং ফেস আইডি ব্যবহার করে। আইফোনে বিভিন্ন ধরনের ফিচার রয়েছে। একই সঙ্গে আইফোনে হোয়াটসঅ্যাপ লক করার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেসিয়াল রেকগনিশন ফিচার।

    MORE
    GALLERIES

  • 46

    WhatsApp Tips and Tricks: iPhone-এ নয়া কৌশলে লক করুন হোয়াটসঅ্যাপ, কেউ দেখতে পাবে না চ্যাট

    এর ফলে হোয়াটসঅ্যাপ চ্যাট অপশন লক করে রাখা সম্ভব। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ লক করে রাখলে ইউজারদের চ্যাট অপশন সুরক্ষিত থাকবে। কারণ একবার হোয়াটসঅ্যাপ লক করে দিলে ইউজারদের ফিঙ্গার এবং ফেস ছাড়া সেই লক আর খুলবে না। এক নজরে দেখে নেওয়া যাক সেটি ব্যবহার করার উপায়।আইফোনে WhatsApp লক ব্যবহার করার উপায় -

    MORE
    GALLERIES

  • 56

    WhatsApp Tips and Tricks: iPhone-এ নয়া কৌশলে লক করুন হোয়াটসঅ্যাপ, কেউ দেখতে পাবে না চ্যাট

    আইফোনে হোয়াটসঅ্যাপ লক এনেবল করার জন্য প্রথমেই ওপেন করতে হবে নিজেদের আইফোনের হোয়াটসঅ্যাপ। এরপর যেতে হবে সেটিং অপশনে। এরপর ক্লিক করতে হবে অ্যাকাউন্ট অপশনে। এরপর ক্লিক করতে হবে প্রাইভেসি অপশন। এরপর খুঁজে নিতে হবে 'স্ক্রিন লক' সেটিং অপশন।

    MORE
    GALLERIES

  • 66

    WhatsApp Tips and Tricks: iPhone-এ নয়া কৌশলে লক করুন হোয়াটসঅ্যাপ, কেউ দেখতে পাবে না চ্যাট

    এরপর আইফোনে হোয়াটসঅ্যাপ লক করার দুটি অপশন পাওয়া যাবে। এর মধ্যে একটি হল টাচ আইডি এবং আরেকটি হল ফেস আইডি। এরপর নিজেদের পছন্দ অনুযায়ী বেছে নিতে হবে যে কোনও একটি অপশন। এরপর হোয়াটসঅ্যাপ লক করার জন্য বেছে নিতে হবে সময়। তাহলেই কাজ শেষ- এড়ানো যাবে অবাঞ্ছিত কৌতূহল!

    MORE
    GALLERIES