বাড়ছে বায়ুদূষণ! আপনার এলাকার হাওয়া কেমন, জানতে ব্যবহার করুন এই অ্যাপগুলি

Last Updated:

ভারত সরকার এবং মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স যৌথ ভাবে এই অ্যাপটি তৈরি করেছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স দেখার জন্য এটি খুবই জনপ্রিয় একটি অ্যাপ।

শীতের শুরুতেই দিল্লির পরিবেশ ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছে। ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণের পরিমাণ সব থেকে বেশি। দিল্লি বিশ্বের এমন একটি শহর, যেখানে বায়ুদূষণের পরিমাণ অত্যাধিক বেশি। দীর্ঘদিন ধরেই এই পরিস্থিতি চলছে দিল্লিতে। শীত পড়লেই আতঙ্কে ভোগেন সেখানকার বাসিন্দারা।
প্রতি বছরই দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স খারাপ থাকে। এর ফলে দিল্লির স্কুল বন্ধ করে দেওয়া হয়, কাজ কর্মও প্রায় বন্ধ হতে বসে। এ বছরও অনলাইনে চলছে পঠনপাঠন। ইতিমধ্যেই বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, তাদের মধ্যে রয়েছে শিশুরাও। বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন।
তবে শুধু তো দিল্লি নয়। ভারতের বেশ আরও কয়েকটি শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স ক্রমাগত খারাপ হচ্ছে। নিজেদের অঞ্চলের এয়ার কোয়ালিটি ইনডেক্স দেখার জন্য বেশ কয়েকটি অ্যাপ রয়েছে। এই অ্যাপ ছাড়াও ওয়েবসাইটের মাধ্যমেও দেখা যেতে পারে নিজেদের অঞ্চলের এয়ার কোয়ালিটি ইনডেক্স।
advertisement
advertisement
আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক'টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে
SAFAR-AIR: ভারত সরকার এবং মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স যৌথ ভাবে এই অ্যাপটি তৈরি করেছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স দেখার জন্য এটি খুবই জনপ্রিয় একটি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে দিল্লি, মুম্বই, পুণে এবং আহমেদাবাদের মতো শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স দেখা যায়।
advertisement
IQAIR - এটি হল একটি ওয়েবসাইট, যা এয়ার কোয়ালিটি ইনডেক্সের আপডেট পাওয়ার জন্য সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে। এর মাধ্যমে রিয়েল-টাইম হাইপারলোকাল এয়ার কোয়ালিটি আপডেট পাওয়া যায়।
DPCC TRACKING - দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটি অর্থাৎ DPCC লঞ্চ করেছে এই এয়ার কোয়ালিটি ইনডেক্স ট্র্যাকিং সিস্টেম। এর মাধ্যমে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স সম্পর্কে জানা যাবে। দিল্লির বিভিন্ন অঞ্চলের এয়ার কোয়ালিটি ইনডেক্স জানার জন্য এটি খুবই জনপ্রিয়। এর মাধ্যমে PM2.5, PM10, CO, SO2 এবং 03-এর মতো তথ্য খুব সহজেই পাওয়া যায়।
advertisement
AQICN.ORG - এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ধরনের দূষিত গ্যাস এবং PM2.5, PM10, CO, SO2 এবং 03 এর মত তথ্য খুব সহজেই জানা সম্ভব। এই ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের অঞ্চলের এয়ার কোয়ালিটি ইনডেক্সের বিভিন্ন তথ্য পুঙ্খানুপুঙ্খ ভাবে জানা সম্ভব। এই ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের অঞ্চলের ম্যাপের মাধ্যমে এয়ার কোয়ালিটি ইনডেক্সের সকল তথ্য জানা সম্ভব। এই ওয়েবসাইটের মাধ্যমে আগে থেকেই ৭ দিনের এয়ার কোয়ালিটি সম্পর্কে জেনে নেওয়া যেতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বাড়ছে বায়ুদূষণ! আপনার এলাকার হাওয়া কেমন, জানতে ব্যবহার করুন এই অ্যাপগুলি
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement