হাতে আর মাত্র কয়েকটা দিন! এই কাজগুলি না সেরে নিলে নতুন বছরে বিপদে পড়বেন আপনিও

Last Updated:

১ জানুয়ারি ২০২৪-এর আগেই তিনটি গুরুত্বপূর্ণ কাজ শেষ করে ফেলতে হবে। না হলে স্মার্টফোন ব্যবহারে সমস্যা হতে পারে। অনেক কাজই ব্যাহত হতে পারে।

Technology: শেষ হয়ে এল ২০২৩ সাল। আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হয়ে যাবে নতুন বছর ২০২৪। নতুন বছরে পদার্পণের সঙ্গে সঙ্গেই অনেক বিষয়ে চালু হবে নতুন নিয়ম। বেশ কিছু নতুন কাজও করতে হবে। বিশেষত যাঁরা স্মার্টফোন ব্যবহার করেন, তাঁদের অবশ্যই ১ জানুয়ারি ২০২৪ সাল থেকে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের মুখোমুখি হতে হবে। যার প্রভাব সরাসরি পড়তে পারে সাধারণ মানুষের জীবনে।
তাই ১ জানুয়ারি ২০২৪-এর আগেই তিনটি গুরুত্বপূর্ণ কাজ শেষ করে ফেলতে হবে। না হলে স্মার্টফোন ব্যবহারে সমস্যা হতে পারে। অনেক কাজই ব্যাহত হতে পারে।
দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
UPI অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে—
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-এর তরফ থেকে পেমেন্ট অ্যাপ এবং Google Pay, Paytm এবং PhonePe-এর মতো নন-ব্যাঙ্কিং সংস্থাগুলিকে জানিয়েছে যেসমস্ত ফোন নম্বর গত এক বছরের বেশি সময় নিষ্ক্রিয় রয়েছে, সেগুলির UPI আইডি বন্ধ করে দিতে হবে। শেষ তারিখ রাখা হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৩। আসলে অনেক সময়ই দেখা যায় দীর্ঘদিন বন্ধ থাকলে ফোন নম্বর অন্য ব্যক্তির নামে চালু করে দেয় টেলিকম প্রোভাইডার সংস্থা। তার ফলে আর্থিক অনিয়ম হতে পারে।
advertisement
সিম কার্ডের নতুন নিয়ম—
সিম কার্ডের জন্য একটি নতুন নিয়ম তৈরি করা হচ্ছে। নতুন টেলিকমিউনিকেশন বিল ২০২৩ ইতিমধ্যেই লোকসভা এবং রাজ্যসভায় পাস হয়েছে। শীঘ্রই বিলটি আইনে পরিণত হবে। এই নতুন বিলে, একটি নিয়ম করা হয়েছে যেখানে নতুন সিম কার্ড পেতে গেলে গ্রাহকদের বায়োমেট্রিক বিবরণ দিতে হবে। এই পরিস্থিতিতে, যদি কেউ বায়োমেট্রিক বিবরণ ছাড়া এক নতুন সিম কিনতে চান, তাহলে তাঁকে আগামী ৩১ ডিসেম্বরের আগে তা কিনে ফেলতে হবে।
advertisement
বন্ধ হতে চলেছে Gmail অ্যাকাউন্ট—
Google-এর তরফে জানান হয়েছে, তারা এমন সব Gmail অ্যাকাউন্ট ডিলিট দিচ্ছে যেগুলি এক বা দুই বছর ধরে ব্যবহার করা হয়নি। শীঘ্রই এই কাজ শেষ হবে। ফলে যদি কারও দীর্ঘদিন অব্যবহৃত Gmail অ্যাকাউন্ট পড়ে থাকে, তবে এই শেষ বারের মতো সুযোগ রয়েছে একবার সক্রিয় করার। নাহলে সেই অ্যাকাউন্ট মুছে ফেলা হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
হাতে আর মাত্র কয়েকটা দিন! এই কাজগুলি না সেরে নিলে নতুন বছরে বিপদে পড়বেন আপনিও
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement