Smartphones: ফোল্ডেবল আবার ট্রেন্ডিং, আপগ্রেড ছাড়া নতুন কিছু নেই স্মার্টফোনে, ২০২৪-এও কি একই ট্রেন্ড থাকবে?
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Piya Banerjee
Last Updated:
Smartphones: এ বছর লঞ্চ হওয়া সবকটা স্মার্টফোনে চোখ বোলালেই ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। ডিজাইনে নতুনত্ব কিছু নেই। তবে হ্যাঁ, ফোল্ডেবল স্মার্টফোন আবার ট্রেন্ডিং।
Smartphones: ২০২৩ স্মার্টফোনের জগতে বিপ্লবের বছর। ছোট ছোট বদল, আর তাতে পুরো প্রোডাক্টই যেন নতুন। এ বছর লঞ্চ হওয়া সবকটা স্মার্টফোনে চোখ বোলালেই ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। ডিজাইনে নতুনত্ব কিছু নেই। তবে হ্যাঁ, ফোল্ডেবল স্মার্টফোন আবার ট্রেন্ডিং।
এ বছর স্মার্টফোনের দুনিয়ায় বড় কোনও পরিবর্তন হয়নি। কিছু আপগ্রেড হয়েছি। যুক্ত হয়েছে উন্নত প্রযুক্তি। ব্যস, এটুকুই। এতেই প্রোডাক্ট হয়ে উঠেছে আরও ধারালো, আরও ব্যবহারিক। যেমন iPhone 15 Pro-তে নতুন ProRes LOG রেকর্ডিং ফিচার দেওয়া হয়েছে। গুগল অবশেষে বুঝেছে, Pixel 8 সিরিজের বিশেষত্ব লুকিয়ে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে।
চক্রবৃদ্ধি হারে সুদের মতো সময়ের সঙ্গে সঙ্গে স্মার্টফোনেও নতুন নতুন ফিচার যোগ হয়। এটাই দস্তুর। নতুন ফিচার স্মার্টফোনকেও নতুন করে তোলে। যেমন iPhone 15 Pro-র নতুন ফিচার নিয়ে সাধারণের খুব একটা আগ্রহ থাকার কথা নয়। নতুন কিছু স্পেসিফিকেশন এসেছে, ফ্রেম বদলে টাইটেনিয়ামের করা হয়েছে। কিন্তু এলওজি শ্যুটিং ক্রিয়েটারদেরদের কাছে সোনার খনির মতো। তাদের খুব কাজের।
advertisement
advertisement
অ্যাপলের মতো গুগলও Pixel 8 সিরিজে একাধিক আপগ্রেড করেছে। Pixel 6 এবং Pixel 7-এর তুলনায় প্রায় দ্বিগুণ। গুগল বুঝেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিংয়ের মধ্যেই Pixel সিরিজের ইউএসপি লুকিয়ে। তাই Pixel 8 Pro-তেও তারা এআই ফিচারেই শান দেওয়ার কথা ভাবছে।
advertisement
গত বছর লন্ডন ভিত্তিক কোম্পানি ‘নাথিং’ লঞ্চ করেছিল Phone(1)। গ্লাইফ লাইটিং এবং স্বচ্ছ ব্যাকের মতো ফিচার হইচই ফেলে দিয়েছিল। এ বছর তারা নিয়ে এসেছে Phone(2)। এতে আলাদা কিছু নেই, কয়েকটা ফিচার শুধু আপগ্রেড করা হয়েছে। বদল করা হয়েছে ডিজাইনেও। সঙ্গে Zomato-র মতো অ্যাপের সঙ্গে ইন্টারঅ্যাকশনের ফিচার যোগ হয়েছে। এ থেকে ইউজার বুঝতে পারে, তাঁর অর্ডার এখন ঠিক কোথায় আছে।
advertisement
OnePlus-এর মতো অন্যান্য স্মার্টফোন নির্মাতারাও একই কাজ করেছে। আগের স্মার্টফোনগুলোর আপগ্রেড ভার্সন নিয়ে এসেছে বাজারে। দেওয়া হয়েছে উন্নত সফটওয়্যার, চোখ ধাঁধানো ডিজাইন। ২০২৪-এও এই ট্রেন্ডই থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Dec 29, 2023 2:32 PM IST










