WhatsApp Scam: হোয়াটসঅ্যাপে ভিডিও কল করছেন? সব গোপন বিষয় ফাঁস হয়ে যাবে! সতর্ক থাকুন

Last Updated:

WhatsApp Scam: রাতের বেলা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করছেন? সব গোপন বিষয় ফাঁস হয়ে যাচ্ছে! কী করবেন জানুন

WhatsApp: ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অ্যাপের স্ক্রিন শেয়ার ফিচারের জন্য একটি নতুন স্ক্যামের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। সাইবার অপরাধীরা বিভিন্ন সেনসিটিভ তথ্য প্রকাশ করার জন্য ব্যবহারকারীদের প্রতারণা করছে, যার ফলে আর্থিক ক্ষতি এবং অন্যান্য সাইবার ক্রাইমের সম্মুখীন হতে হচ্ছে ব্যবহারকারীদের।
গত কয়েক মাস ধরে ভারতে সাইবার কেলেঙ্কারি একটি ক্রমবর্ধমান উদ্বেগের কারণ হয়ে উঠেছে। অনলাইন স্পেসের মাধ্যমে পরিচালিত অজানা ব্যক্তিদের ফাঁদে পড়ে হাজার হাজার মানুষ তাদের কষ্টার্জিত অর্থ হারিয়ে ফেলছেন। এর মধ্যে রয়েছে ওয়ার্ক ফ্রম হোম স্ক্যাম, ইউটিউব ভিডিও স্ক্যাম, হোটেল রেটিং স্ক্যাম, হাই মম স্ক্যাম ইত্যাদি। তবে উদ্বেগের বিষয় হল দিন দিন বিভিন্ন কৌশলে স্ক্যামাররা নিজেদের ফাঁদ পেতে চলেছে।
advertisement
সাইবার স্ক্যামাররা নিরলস ভাবে ব্যবহারকারীদের প্রতারিত করার জন্য নিজেদেরও আপডেট করছে, যা হোয়াটসঅ্যাপের সম্প্রতি চালু হওয়া স্ক্রিন শেয়ার ফিচার স্ক্যামে ধরা পড়েছে। এই প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের বেসকে কাজে লাগিয়ে, হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ার স্ক্যাম নামে এই প্রতারণামূলক কৌশলটি এখন বাড়ছে।
advertisement
advertisement
হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ার স্ক্যাম হল একটি প্রতারণামূলক স্কিম যাতে স্ক্যামাররা হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে তাদের ফোনে স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে প্রতারণা করে। প্রথাগত স্ক্যামের বিপরীতে এই স্ক্যামে ব্যবহারকারীদেরকে তাঁদের ফোনের স্ক্রিনে রিয়েল-টাইম অ্যাক্সেস করার জন্য বাধ্য করা হয়। স্ক্যামাররা তাদের পরিচয়পত্র লুকিয়ে বা জাল করে, জরুরি ভিত্তিতে ফোন-সম্পর্কিত সমস্যায় সহায়তা করার প্রতিশ্রুতি দিয়ে এই কাজ করে।
advertisement
ব্যবহারকারীরা স্ক্রিন শেয়ার শুরু করার সঙ্গে সঙ্গেই তাঁদের স্ক্রিনে রিয়েল-টাইমে যা ঘটছে সব কিছু দেখতে পান স্ক্যামাররা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া বা অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবায় বিভিন্ন সংবেদনশীল তথ্য যেমন ওয়ান-টাইম পাসওয়ার্ডও ব্যবহার করতে পারে স্ক্যামাররা। এই তথ্য ব্যবহার করে, স্ক্যামাররা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওটিপি চুরি করতে পারে, ব্যবহারকারীকে সোশ্যাল মিডিয়া থেকে লক করার জন্য পাসওয়ার্ড পরিবর্তন করতে পারে বা ভবিষ্যতে ট্র্যাকিংয়ের জন্য ম্যালওয়্যারও ইনস্টল করতে পারে।
advertisement
এই স্ক্যামটি বিশেষ ভাবে বিপজ্জনক, কারণ এতে ব্যবহারকারীদের সক্রিয় ভাবে তথ্য সরবরাহ করার প্রয়োজন হয় না। স্ক্রিন শেয়ারিংয়ের জন্য ব্যবহারকারীদের একটি বোতামে ক্লিক করতে হয়। আপাতদৃষ্টিতে নিরীহ এই প্রক্রিয়ায় স্ক্যামাররা ব্যবহারকারীর কোনও সক্রিয় ইনপুট ছাড়াই সংবেদনশীল ডেটা অ্যাক্সেস করতে পারে।
হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ারিং স্ক্যাম থেকে নিরাপদ থাকার কিছু গুরুত্বপূর্ণ টিপস:
advertisement
১. হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে ভয়েস/ভিডিও কল রিসিভ করার সময় সতর্ক থাকা উচিত৷ কলের উত্তর দেওয়া এড়িয়ে চলা উচিত বা সন্দেহ হলে কলারের পরিচয় যাচাই করা উচিত।
২. কখনই ওটিপি, ক্রেডিট/ডেবিট কার্ড নম্বর, বা সিভিভি শেয়ার না করা।
৩. পাসওয়ার্ডের গোপনীয়তা বজায় রাখা, তা শেয়ার না করা।
৪. ভিডিও কলে স্ক্রিন শেয়ার করার সময়ে পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্য গোপন রাখা দরকার।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp Scam: হোয়াটসঅ্যাপে ভিডিও কল করছেন? সব গোপন বিষয় ফাঁস হয়ে যাবে! সতর্ক থাকুন
Next Article
advertisement
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
  • ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন?

  • চট করে অনেকের মাথাতেই আসবে না.

  • দেখে নিন সঠিক উত্তরটা

VIEW MORE
advertisement
advertisement