মাইনের টাকায় চলছে না! আয় বাড়াতে ব্যবসা করতে চাইছেন? রইল কিছু আইডিয়া
- Published by:Suman Majumder
Last Updated:
Business Plans: চাকরির মাইনেতে খরচ সামবাতে পারছেন না? টুকটাক ব্যবসার আইডিয়া রইল।
#নয়াদিল্লি: অনেকেই আয় বাড়ানোর জন্য নিজস্ব কোনও ব্যবসার পরিকল্পনা করার কথা ভাবছেন। কিন্তু সেভাবে দারুণ কোনও আইডিয়া কিছুতেই মাথায় আসছে না।
সেক্ষেত্রে মুশকিল আসান রয়েছে আমাদের কাছে। আসলে এই প্রতিবেদনে আমরা এমন কয়েকটি ব্যবসা সংক্রান্ত আইডিয়া নিয়ে আলোচনা করব, যেখানে কম বিনিয়োগ করেই ভালো মুনাফা আয় করা সম্ভব। শুধু তা-ই নয়, দিব্যি ঘরে বসেই হবে ব্যবসা। তা-হলে দেখে নেওয়া যাক, সেই সব ব্যবসা সংক্রান্ত আইডিয়া (Business ideas)।
advertisement
advertisement
ফিনান্সিয়াল প্ল্যানিং সার্ভিস:
এমন অনেকেই আছেন, যাঁদের হাতে প্রচুর টাকা রয়েছে। অথচ সেই টাকা কোথায় রাখবেন কিংবা কোন খাতে বিনিয়োগ করবেন, সেই বিষয়ে বিন্দুমাত্র ধারণা নেই তাঁদের।
বহু মানুষ আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিংবা এফডি-তে টাকা রেখে দেয়। তবে সেই সব ক্ষেত্রে কিন্তু খুব বেশি রিটার্ন পাওয়া যায় না। অথচ ওই টাকা যদি সঠিক ব্যবসায় বিনিয়োগ করা যায়, তা-হলে দুর্দান্ত রিটার্ন পাওয়া যাবে। আর এর জন্যই দ্বারস্থ হতে হয় এক জন ফিনান্সিয়াল প্ল্যানিং পরিষেবা প্রদানকারীর।
advertisement
আসলে ফিনান্সিয়াল প্ল্যানিং সার্ভিস হল এমন একটি ব্যবসা, যেখানে খুব কম বিনিয়োগ করেই ভালো পরিমাণ রিটার্ন আয় করা সম্ভব। আর মানুষ নিজেদের অর্থ কোন খাতে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাবে, তা বুঝতে সাহায্য করাটাই হচ্ছে এই পরিষেবা প্রদানকারীর মূল কাজ। বর্তমানে ভারতে মানুষের হাতে টাকা আসছে, ফলে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ফিনান্সিয়াল প্ল্যানিং সার্ভিসের চাহিদাও।
advertisement
গেম স্টোর:
প্রায় প্রতিটি শিশুর মধ্যে গেম খেলার আকর্ষণ সব সময়ই দেখা যায়। উদাহরণ হিসেবে আমাদের শৈশবের কথাই ধরা যাক। আসলে ছোটবেলায় আমরা নিজেরাও গেম স্টোরের বাইরে প্রচুর গেম খেলেছি।
কিন্তু বর্তমানে যেহেতু বাচ্চারা শৈশব থেকেই ফোন এবং কম্পিউটার ব্যবহার করছে, তাই বেশির ভাগ শিশুই আর গেম স্টোরে গেম খেলতে যায় না। কিন্তু এমন অনেকই আছ, যারা ফোন বা ল্যাপটপ কিনতে পারে না। অথচ গেম খেলতে চায়।
advertisement
আরও পড়ুন- Wasim Akram : বিরাট, রোহিত বা রাহুল নন! ভারতের কোন ব্যাটারকে সবচেয়ে ভয় পাচ্ছেন ওয়াসিম আক্রমণ?
আবার এমন অনেক শিশুও রয়েছে, যাদের অভিভাবকরা তাদের ফোন অথবা ল্যাপটপ ব্যবহার করতে দেন না হয়। আর এ-সব ক্ষেত্রে তারা বাইরে গেম স্টোরই খোঁজে। অর্থাৎ মোবাইল-কম্পিউটারের রমরমার মধ্যেও কিন্তু গেম স্টোরের চাহিদা এখনও রয়ে গিয়েছে।
advertisement
আর এই ব্যবসার শুরু করতে চাইলে প্রথমেই কিছু টাকা বিনিয়োগ করে সেট-আপ বানিয়ে নিলেই সারা বছর ধরে আসবে বিপুল রিটার্ন।
বিউটি অ্যান্ড স্পা শপ:
যে সমস্ত মহিলাদের সৌন্দর্য এবং স্পা সম্পর্কে ভালো জ্ঞান, তাঁরা বিউটি এবং স্পা-এর ব্যবসা করে ভালো আয় করতে পারবেন। এমনকী নিজের বাড়িতেই শুরু করা যেতে পারে এই ব্যবসা।
advertisement
তবে বাইরে বা দারুণ কোনও জায়গায় পার্লার বা স্যালঁ খুলে নিলেই উপার্জনের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।
view commentsLocation :
First Published :
August 24, 2022 4:09 PM IST