Wasim Akram : বিরাট, রোহিত বা রাহুল নন! ভারতের কোন ব্যাটারকে সবচেয়ে ভয় পাচ্ছেন ওয়াসিম আক্রম?
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Wasim Akram names most dangerous Indian batsman Pakistan has to contain in Asia Cup. বিরাট, রোহিত বা রাহুল নন! ভারতের কোন ব্যাটারকে সবচেয়ে ভয় পাচ্ছেন আক্রম?
#লাহোর: আগামী রবিবার দুবাইয়ের মাঠে এশিয়া কাপে মুখোমুখি ভারত পাকিস্তান। উত্তেজনার পারদ চড়ছে গত কয়েকদিন ধরে। আসলে বছর অনেক আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই মাঠেই ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছিল বাবর আজম, রেজওয়ানরা। এটা বিশ্বকাপ নয়, কিন্তু ভারত প্রতিশোধ নিতে মরিয়া থাকবে সেটা সকলেরই জানা।
প্রাক্তন পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আক্রম এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বাকিদের মতো তিনিও উত্তেজিত এই লড়াই নিয়ে। তবে পাকিস্তান দলকে তিনি সাবধান করে দিয়েছেন সূর্য কুমার যাদবের থেকে। বিরাট কোহলি, রোহিত, কে এল রাহুল নন, সূর্য কুমার যাদব পাকিস্তানকে বিপদে ফেলতে পারে মনে করছেন ওয়াসিম।
“Whatever I am seeing since last year from Indian fans, against Virat Kohli, most of them fans, press maybe, having a go at Virat Kohli unnecessarily,” @wasimakramlive said. #AsiaCup https://t.co/H8jkEWj4Lh
— Circle of Cricket (@circleofcricket) August 23, 2022
advertisement
advertisement
সুলতান অফ সুইং মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটে সূর্য কুমারের আবির্ভাব হওয়ার পর থেকেই তার কোয়ালিটি কতটা ভাল সেটা সকলেই দেখেছেন। আলাদা করে বলার কিছু নেই। এমন কিছু শট রয়েছে তার হাতে, যা ক্রিকেট বিশ্বে এই মুহূর্তে বিরল। ওয়াসিম আক্রম উদাহরণ দিয়ে বলেছেন অতীতে কেকেআরে থাকার সময় তিনি খুব কাছ থেকে সূর্য কুমারকে দেখেছেন।
advertisement
তাই এই ছেলে বাকিদের থেকে আলাদা সাফ জানিয়েছেন তিনি। পাশাপাশি বাবর আজম দুর্ধর্ষ ক্রিকেটার হলেও এখনই বিরাট কোহলির সঙ্গে তার তুলনা টানা উচিত নয় মনে করেন ওয়াসিম। বাবর যদি এই ছন্দ আরও তিন বছর দেখাতে পারেন, তারপর তুলনা করা হোক কোহলির সঙ্গে।
তবে রবিবার ম্যাচটা কে জিতবে বলতে পারেননি ওয়াসিম। তার মতে শাহিন আফ্রিদির না থাকা মানসিকভাবে কিছুটা হলেও ভারতকে সুবিধা দেবে। তবে তরুণ ফাস্ট বোলার হাসনেইন চমক দিতেও পারে বলছেন ওয়াসিম। সব মিলিয়ে লড়াইটা উপভোগ্য হবে বলছেন পাক কিংবদন্তি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 23, 2022 9:09 PM IST