এই সপ্তাহেই আসছে Xiaomi 12T সিরিজ, থাকবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, ফাঁস দাম

Last Updated:

চিনা স্মার্টফোন নির্মাতা ৪ অক্টোবর তারিখে শুধুমাত্র বিশ্ব বাজারে এই স্মার্টফোনগুলি আনবে।

Xiaomi 12T Series Launch:  শাওমি এই সপ্তাহে দুটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। শাওমি ১২টি সিরিজের শাওমি ১২টি এবং শাওমি ১২টি প্রো নামে দুটি মডেল লঞ্চ করা হবে। চিনা স্মার্টফোন নির্মাতা ৪ অক্টোবর তারিখে শুধুমাত্র বিশ্ব বাজারে এই স্মার্টফোনগুলি আনবে। ওই দিনই রেডমি ভারতে নতুন ট্যাবলেট লঞ্চ করার পরিকল্পনা করেছে।
কোম্পানির তরফে শাওমি ১২টি সিরিজের স্মার্টফোনগুলি সম্পর্কে খুব বেশি তথ্য বা তাদের ফিচার প্রকাশ করা হয়নি। তবে এই ফোনের কিছু কিছু স্পেসিফিকেশন এবং কিছু মূল ফিচার অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে।
শাওমি ১২টি স্পেসিফিকেশন
advertisement
ডিজাইনের দিক থেকে শাওমি ১২টি এবং শাওমি ১২টি প্রো দুটিই প্রায় একই রকমের দেখতে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, মূলত হার্ডওয়ারে পরিবর্তন লক্ষ্য করা যাবে। শাওমি ১২টি স্মার্টফোনে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ চিপসেট এবং একটি ১০৮-মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম যার মধ্যে একটি ৮-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ২-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। এই ফোনের অন্যান্য কয়েকটি ফিচার হল - ১২০ হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে একটি ৬.৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে এবং এইচডিআর১০+ সাপোর্ট।
advertisement
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
শাওমি ১২টি এবং শাওমি ১২টি প্রো দুটি ফোনেই ৫০০০ এমএআইচ ব্যাটারি এবং বাক্সে ফাস্ট চার্জার থাকবে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, প্রো মডেলে ১২৯ ওয়াট চার্জার থাকবে এবং স্ট্যান্ডার্ড মডেলে থাকবে ৬৭ ওয়াট চার্জার।
advertisement
শাওমি ১২টি প্রো স্পেসিফিকেশন
শাওমি ১২টি প্রো ফোনেরও কিছু তথ্য ফাঁস হয়েছে। তথ্য অনুযায়ী, এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ৮+ ১ এসওসি প্রসেসর থাকবে। ১২২০x২৭১২ পিক্সেলের সঙ্গে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকবে। ফোনে থাকবে ২০০ মেগাপিক্সেল এইচপি১ রিয়ার ক্যামেরা যার মধ্যে থাকবে ৮-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং একটি ২-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।
advertisement
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
শাওমি টি১২ মডেলে থাকবে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। অন্য দিকে, প্রো মডেলে থাকবে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। তবে শোনা গিয়েছে, শাওমি টি১২ প্রো মডেলের মোট দুটি ভ্যারিয়েন্ট থাকবে- ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এই সপ্তাহেই আসছে Xiaomi 12T সিরিজ, থাকবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, ফাঁস দাম
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement