Wifi Calling : ফোনে নেটওয়ার্ক নেই? চিন্তা করবেন না, জেনে নিন এমন পরিস্থিতিতেও কল করার উপায়

Last Updated:

Wifi Calling এমন একটি প্রযুক্তি যেখানে নিজেদের সিম কার্ডের সেলুলার নেটওয়ার্কের পরিবর্তে, ব্রডব্যান্ড সংযোগের মাধ্যমে যে কারও সঙ্গে কথা বলা যেতে পারে

Wifi Calling : বর্তমানে যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে উঠেছে ফোন। কলিং ছাড়াও মেসেজের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব। কিন্তু, ফোনে কলের মাধ্যমে যতটা ভাল কথা হয়, মেসেজে লিখে ততটা করা যায় না। এর জন্য যদি সঠিক নেটওয়ার্ক না থাকে, তাহলে কল করতে বিশাল সমস্যা হয়।
তবে যদি ফোনে নেটওয়ার্ক না থাকে, তাহলে তার মানে কল করা যাবে না এমনটা কিন্তু নয়। অনেকেই জানেন না যে, ওয়াইফাই কলিংয়ের মাধ্যমেও এটি করা সম্ভব। ওয়াইফাই কলিংয়ের ক্ষেত্রে সেলুলার নেটওয়ার্ক ছাড়াই কল করা যায়। অর্থাৎ নিজেদের ফোনে নেটওয়ার্ক না থাকলেও কল করা সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক এর সমস্ত খুঁটিনাটি এবং এই পদ্ধতি ব্যবহার করার উপায়।
advertisement
আরও পড়ুন: আপনার হাতের স্মার্টফোনে কতগুলো সেন্সর একসঙ্গে কাজ করে জানেন?
ওয়াইফাই কলিং এমন একটি প্রযুক্তি যেখানে নিজেদের সিম কার্ডের সেলুলার নেটওয়ার্কের পরিবর্তে, ব্রডব্যান্ড সংযোগের মাধ্যমে যে কারও সঙ্গে কথা বলা যেতে পারে। এই সুবিধার মাধ্যমে, খুব সহজেই সেই সমস্ত জায়গায় কল করা যেতে পারে, যেখানে সিম কার্ডের নেটওয়ার্ক সঠিকভাবে আসছে না। অর্থাৎ, ওয়াইফাই কলের জন্য সেলুলার নেটওয়ার্কের প্রয়োজন নেই। এক নজরে দেখে নেওয়া যাক এর সুবিধা এবং এটি ব্যবহার করার উপায়।
advertisement
advertisement
এর সুবিধা -
ওয়াইফাই কলিংয়ের সুবিধা হল ব্যবহারকারীরা কম বা শূন্য নেটওয়ার্কেও এইচডি ভয়েস কল করতে পারবেন। তবে এর জন্য তাঁদের ব্রডব্যান্ডে ভাল স্পিড থাকা প্রয়োজন। বেশিরভাগ স্মার্টফোনে এখন ওয়াইফাই কলিং ফিচার রয়েছে। যে কারণে এটি খুব সহজেই ব্যবহার করা সম্ভব।
advertisement
ওয়াই-ফাই কলিং ফিচার ব্যবহার করার উপায় -
- এর জন্য প্রথমেই নিজেদের স্মার্টফোনের সেটিংসে যেতে হবে।
- এরপর ওয়াইফাই এবং নেটওয়ার্ক বিকল্পটি নির্বাচন করতে হবে।
- এরপর সিম এবং নেটওয়ার্ক সেটিংস নির্বাচন করতে হবে।
- এরপর অ্যাকটিভ সিম নির্বাচন করতে হবে।
- এরপর VoLTE এবং Wi-Fi উভয় কলিং অ্যাকটিভেট করতে হবে।
advertisement
- এইভাবে ওয়াইফাই কলিংয়ের জন্য ফোনের সেটিংস বাছাই করতে হবে।
সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হল ওয়াইফাই কলিংয়ের জন্য যে কোনও কোম্পানির ব্রডব্যান্ড কানেকশন হলেই কাজ চলবে। অর্থাৎ নিজেদের কাছে অবশ্যই একটি ব্রডব্যান্ড কানেকশন এবং একটি মোবাইল থাকতে হবে, যা ওয়াইফাই কলিং সাপোর্ট করে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Wifi Calling : ফোনে নেটওয়ার্ক নেই? চিন্তা করবেন না, জেনে নিন এমন পরিস্থিতিতেও কল করার উপায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement