Vodafone Idea-র নয়া প্ল্যান! এক রিচার্জে ৮৫০ জিবি ডেটা, সঙ্গে আর কী কী সুবিধা জানুন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
ভোডাফোন আইডিয়া কিছু দিন আগেই বেশ কয়েকটি পোস্টপেড প্ল্যান চালু করেছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই সকল প্ল্যান এবং তার সুবিধাগুলি।
বর্তমানে ভারতে বিভিন্ন টেলিকম কোম্পানির মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা। এর মধ্যে রয়েছে মূলত তিনটি টেলিকম কোম্পানি। Vodafone Idea, Jio এবং Airtel। ভোডাফোন আইডিয়া নিজেদের প্রতিদ্বন্দ্বী টেলিকম কোম্পানি জিও এবং এয়ারটেলের সঙ্গে ক্রমবর্ধমান প্রতিযোগিতা ও ৫জি-র দৌড়ে পিছিয়ে থাকার কারণে বড় ধরনের পতনের সম্মুখীন হয়েছে। ক্রমহ্রাসমান গ্রাহকদের বেস নিয়ন্ত্রণ করতে এবং গ্রাহকদের ফিরিয়ে আনতে ভোডাফোন আইডিয়া অতিরিক্ত সুবিধা এবং ডেটা-সহ তাদের প্রিপেড এবং পোস্টপেড প্ল্যানগুলি সংশোধন করছে। একই সঙ্গে ভোডাফোন আইডিয়া কিছু দিন আগেই বেশ কয়েকটি পোস্টপেড প্ল্যান চালু করেছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই সকল প্ল্যান এবং তার সুবিধাগুলি।
TelecomTalk-এর একটি রিপোর্ট অনুসারে, ভোডাফোন আইডিয়া বার্ষিক একটি নতুন প্রিপেড প্ল্যান চালু করেছে। ২,৯৯৯ টাকার প্ল্যানে রয়েছে ৮৫০ জিবি ডেটা, সীমাহীন কলিং এবং অন্যান্য নানা সুবিধা। তা-হলে আলোচনা করে নেওয়া যাক এই সব প্ল্যানের সুবিধাগুলি।
ভোডাফোন আইডিয়া-র ২,৯৯৯ টাকার প্ল্যান -
advertisement
ভোডাফোন আইডিয়া-র নতুন আনলিমিটেড প্রিপেড প্ল্যানটি ৩৬৫ দিনের বার্ষিক বৈধতার সঙ্গে ৮৬৫ জিবি ডেটা, স্থানীয় বা STD কলিংয়ের জন্য সীমাহীন ভয়েস কল এবং প্রতিদিন ১০০টা করে এসএমএস-এর সুবিধা প্রদান করে। ৮৫০ জিবি ডেটা ব্যবহারের পরে চার্জ করা হবে প্রতি এমবি ৫০ পয়সা। ১০০টি এসএমএস-এর কোটা শেষ হওয়ার পরে ব্যবহারকারীদের লোকাল এসএমএস-এর জন্য ১ টাকা এবং STD এসএমএস-এর জন্য ১.৫ টাকা চার্জ প্রদান করতে হবে।
advertisement
আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক'টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে
হিসেব করলে দেখা যাবে যে, এই প্ল্যানটির ক্ষেত্রে ব্যবহারকারীদের প্রতি ২৮ দিনে ২৩০ টাকা করে খরচ হচ্ছে এবং তাঁরা প্রতিদিন প্রায় ২.৩৩ জিবি ডেটার সুবিধা পাচ্ছেন। ২,৯৯৯ টাকার প্ল্যানের অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সীমাহীন ডেটা এবং Vi সিনেমা এবং টিভি অ্যাক্সেস।
advertisement
যে-হেতু এই প্ল্যান অতিরিক্ত ডেটা অফার করছে, তাই Vi Hero সুবিধাগুলি সরিয়ে দেওয়া হয়েছে। যা সপ্তাহান্তে ডেটা রোলওভার এবং প্রতি মাসে ২জিবি পর্যন্ত ব্যাক-আপ ডেটা, বিনামূল্যে ডেটার সুবিধাগুলি অফার করে। যাঁরা Vi Hero সুবিধার সঙ্গে আপোস না করে সীমাহীন সুবিধা-সহ ভোডাফোন আইডিয়া-র প্ল্যান খুঁজছেন, তাঁরা সে ক্ষেত্রে ২৮৯৯ টাকা এবং ৩০৯৯ টাকার সীমাহীন প্ল্যান বেছে নিতে পারেন। এক নজরে দেখে নেওয়া যাক, এই প্রিপেড প্ল্যানগুলির সুবিধা।
advertisement
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
ভোডাফোন আইডিয়া-র ২৮৯৯ টাকার প্রিপেড প্ল্যান:
এই প্ল্যানটি ৩৬৫ দিনের জন্য ৫৪৭.৫ জিবি মোট ডেটা-সহ সীমাহীন কলিং, প্রতিদিন ১০০ এসএমএস এবং দৈনিক ১.৫ জিবি ডেটা অফার করে। বাড়তি সুবিধার মধ্যে রয়েছে সারা রাতের বেনিফিট, উইকএন্ডের ডেটা রোলওভার, ডেটা ডিলাইট এবং Vi সিনেমা ও টিভি অ্যাক্সেস।
advertisement
ভোডাফোন আইডিয়া-র ৩০৯৯ টাকার প্রিপেড প্ল্যান:
এই প্ল্যানটি সীমাহীন কলিং, প্রতিদিন ১০০ এসএমএস এবং দৈনিক ২ জিবি ডেটা-সহ ৩৬৫ দিনের বার্ষিক বৈধতা অফার করে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে অল নাইট বেনিফিট, উইকএন্ডের ডেটা রোলওভার, ডেটা ডিলাইট এবং Vi সিনেমা ও টিভি অ্যাক্সেস।
Location :
First Published :
December 06, 2022 12:42 PM IST