Vivo T2x এখন ৮ হাজার টাকা সস্তা, কোথায় পাচ্ছেন এই দারুন অফার, জানুন

Last Updated:

ফ্লিপকার্টের পেজ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৮ জিবি RAM সহ Vivo T2x ফোন ২০,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ১২,৯৯৯ টাকায় ক্রয় করা যাবে।

কম দামে ভাল ফোন চাইলে এই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে বিশেষ একটি ফোনের উপরে দেওয়া হচ্ছে ধামাকা অফার। ফ্লিপকার্টে প্রায় সব সময়েই গ্রাহকদের জন্য একাধিক অফার দেওয়া হয়। বর্তমানেও এই ই-কমার্স কোম্পানি ফোন, ইলেকট্রনিক্স এবং আনুষঙ্গিক জিনিসপত্রের উপর আকর্ষণীয় অফার দিচ্ছে। এখান থেকে গ্রাহকরা খুব সস্তায় Vivo T2x ফোন ক্রয় করতে পারবেন।
ফ্লিপকার্টের পেজ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৮ জিবি RAM সহ Vivo T2x ফোন ২০,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ১২,৯৯৯ টাকায় ক্রয় করা যাবে। অর্থাৎ এতে প্রায় ৮,০০০ টাকা সাশ্রয় করা যাবে। এই ফোনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর সুপার নাইট মোড, আধুনিক ক্যামেরা সেটআপ এবং ৭nm ৫G প্রসেসর।
আরও পড়ুন: একবার বসালে ফুল চার্জ না দিয়ে ফোন তোলেন না? কাজটা ঠিক হচ্ছে তো?
ফিচার সম্পর্কে কথা বলতে গেলে বলতে হয় যে, Vivo T2x ফোনে একটি ৬.৫৯ ইঞ্চির FHD+ IPS LCD ডিসপ্লে রয়েছে, যা ১৪৪Hz রিফ্রেশ রেট এবং ২৪০ Hz টাচ স্যাম্পলিং রেট যুক্ত। এই ফোনের ডিসপ্লে ৬৫০ nits পিক ব্রাইটনেস যুক্ত।
advertisement
advertisement
৮ জিবি RAM –
এই ফোনে অ্যান্ড্রয়েড ওএস ব্যবহার করা হয়েছে, যা Origin OS যুক্ত। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ চিপসেট, যা হাইপারইঞ্জিন ৩.০ প্রযুক্তি সমর্থন করে। এই ফোনে রয়েছে ৮ জিবি LPDDR4x RAM এবং ২৫৬ জিবির স্টোরেজ।
ক্যামেরা হিসাবে, এই ফোনে f/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স শ্যুটার রয়েছে, যা f/২.৪ অ্যাপারচার সহ বাজারে এনেছে সংস্থা। সেলফির জন্য এই ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
advertisement
এই ফোনে একটি ৬০০০ mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৪৪ W ফাস্ট চার্জিং যুক্ত। কানেকটিভিটির জন্য Vivo T2x ফোনে 4G LTE, Wi-Fi এবং ডুয়াল সিম সাপোর্ট রয়েছে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Vivo T2x এখন ৮ হাজার টাকা সস্তা, কোথায় পাচ্ছেন এই দারুন অফার, জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement