ফিচার প্রায় এক, তবু কেন Samsung Galaxy M14 5G –এর দাম M13-এর থেকে বেশি! জেনে নিন আসল সত্য
- Published by:Salmali Das
- Written by:Trending Desk
Last Updated:
Samsung ভারতে লঞ্চ করেছে তার নতুন বাজেট স্মার্টফোন Galaxy M14 5G। গত বছরের শুরুতে, তারা এই সিরিজেরই Galaxy M13 5G মডেলটি লঞ্চ করেছিল।
Samsung ভারতে লঞ্চ করেছে তার নতুন বাজেট স্মার্টফোন Galaxy M14 5G। গত বছরের শুরুতে, তারা এই সিরিজেরই Galaxy M13 5G মডেলটি লঞ্চ করেছিল। দাবি করা হয়েছে Galaxy M14 5G, আগের মডেলটির তুলনায় অনেক উন্নত। কিন্তু দেখা গিয়েছে, কিছু ফিচার এখনও আগের মতই রয়েছে। অথচ, দামেও পার্থক্য রয়েছে। কেন এমন হল!
কেন ফোন দু’টির ফিচার প্রায় এক হলেও দামের ফারাক, কী বিশেষত্ব রয়েছে নতুন ফোনটির, দেখে নেওয়া যাক এক নজরে—
ডিজাইন:
advertisement
Samsung Galaxy M14 5G-তে রয়েছে ৯০Hz রিফ্রেশ রেট-সহ একটি ৬.৬-ইঞ্চি FHD+ Infinity-V LCD স্ক্রিন। Galaxy M13 5G-এর ক্ষেত্রেও ৯০Hz রিফ্রেশ রেট পাওয়া যায়। কিন্তু এর স্ক্রিন সামান্য ছোট, ৬.৫-ইঞ্চি HD+ Infinity-V LCD।
advertisement
পারফরম্যান্স:
Samsung Galaxy M14 5G-তে রয়েছে Mali-G68 MP2 GPU-সহ অক্টা-কোর এক্সিনোস 1330 5Nm প্রসেসর। অন্যদিকে Galaxy M13 5G-তে রয়েছে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 700 7nm প্রসেসর, সঙ্গে Mali-G57 MC2 GPU।
advertisement
Galaxy M14 5G মডেলটি পাওয়া যাবে ৪ জিবি বা ৬ জিবি LPDDR4x RAM এবং ১২৮জিবি Store-এজ-সহ। এরপর মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ১ টিবি পর্যন্ত তা বাড়ানো যেতে পারে।
ক্যামেরা:
Galaxy M13 এবং M14— উভয় ফোনের পিছনেই রয়েছে f/1.8 অ্যাপারচার এবং LED ফ্ল্যাশ-সহ ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
advertisement
তবে Galaxy M14 5G-তে f/2.4 অ্যাপারচার-সহ একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। সামনে রয়েছে f/2.0 অ্যাপারচার-সহ একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
কিন্তু Galaxy M13 5G –তে ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
advertisement
ব্যাটারি:
Samsung Galaxy M14 5G মডেলটিতে দেওয়া হয়েছে ২৫W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ একটি বৃহৎ ৬০০০mAh ব্যাটারি।
কিন্তু Galaxy M13 5G-র ক্ষেত্রে পাওয়া যায় ১৫W ফাস্ট চার্জিং-সহ ৫০০০mAh ব্যাটারি। এটিই সব থেকে বড় ফারাক।
এছাড়া, দু’টি ফোনেই রয়েছে 5G কানেক্টিভিটি, ডুয়াল 4G VoLTE সিম সাপোর্ট।
দাম:
Samsung Galaxy M14 5G -এর প্রাথমিক মূল্য ১৩.৪৯০ টাকা। কিন্তু লঞ্চের সময় Galaxy M13 5G-এর প্রাথমিক মূল্য ছিল ১১,৯৯৯।
advertisement
নতুন ফোনটিতে বড় ব্যাটারি এবং বেশি চার্জিং সাপোর্টের পাশাপাশি প্রসেসরেও পার্থক্য রয়েছে, ফলে দামও বেশি।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 21, 2023 12:11 PM IST