গরম বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ চলে যাওয়ার সমস্যা বেড়ে চলেছে। এর ফলে বিভিন্ন সময়ে দেশ জুড়ে বহু মানুষ সমস্যার মধ্যে পড়ছেন। অনেক জায়গাতেই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। যে সব এলাকায় রাতের বেলায় বেশি করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়, সেই সব এলাকার মানুষদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর। এই প্রতিবেদনে এমন ৫টি এলইডি বাল্ব সম্পর্কে বলা হতে চলেছে, যেগুলিতে ব্যাটারি লাগানো রয়েছে। এই ইনভার্টার বাল্বগুলি যখন বিদ্যুৎ থাকে তখনই চার্জ হয়ে যায় এবং যখন বিদ্যুৎ চলে যায় তখন স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। এর অর্থ হল আলো নিভে গেলেও ঘর আর অন্ধকার থাকবে না। এক নজরে দেখে নেওয়া যাক এই ৫টি আধুনিক বাল্বের সমস্ত খুঁটিনাটি।
ইনভার্টার বাল্ব আলাদা করে চালু করার প্রয়োজন হবে না। এই ধরনের বাল্বগুলির বেশিরভাগই ৪ থেকে ৫ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সহ তৈরি হয়। এর খরচও খুব বেশি নয়। এটি অনলাইন বা অফলাইন উভয় জায়গা থেকেই কেনা যাবে।
Wipro 15W B22 নামের এই বাল্ব মাত্র ৩৮৭ টাকায় কেনা যেতে পারে। এই দামে ক্রেতারা দুটি বাল্ব পাবেন। এর সঙ্গে ১ বছরের ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে। এটি প্রায় ৪ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ সহ পাওয়া যায়।
Halonix 12W Light Bulb -
এই ইনভার্টার বাল্বের দাম ৪৮০ টাকা। এই বাল্বের সঙ্গে ৬ মাসের ওয়ারেন্টি পাওয়া যায়। এতে রয়েছে ২৬০০ mAh ব্যাটারি। এটি ৪ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ সহ পাওয়া যায়।
HAVELLS LHLDEGEDML8O012 12W -
জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট থেকে মাত্র ৪৮৯ টাকায় এই বাল্ব কেনা যেতে পারে। এটি ১ বছরের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। এর ব্যাটারি ব্যাকআপ ৪ ঘন্টা।
Philips 12W LED -
এর দাম মাত্র ৫৪৯ টাকা। জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন থেকে এটি কেনা যেতে পারে। এই বাল্বের সঙ্গে ১ বছরের ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে। পাওয়ার কাটের পরে, এই বাল্বটি ৪ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেয়।
Bajaj 9W B22 LED -
জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন থেকে মাত্র ৫৯৯ টাকায় এই ইনভার্টার বাল্বটি কেনা যেতে পারে৷ এটি ১ বছরের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। এটি ৪ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ সহ আসে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Inverter, LED Lights