নতুন ফোন কিনে পুরনো বলে সন্দেহ হচ্ছে? ৫ মিনিটে চেক করে নিন এই উপায়ে

Last Updated:

Smartphone: নতুন ফোনের নামে বিক্রি করছে পুরনো স্মার্টফোন। চেক করা যায় সহজে, জেনে নিন।

এক নজরে দেখে নিন রিবুট এবং রিস্টার্ট-এর পার্থক্য!
এক নজরে দেখে নিন রিবুট এবং রিস্টার্ট-এর পার্থক্য!
কলকাতা: বর্তমানে বাজারে স্মার্টফোন নিয়ে নানা ধরনের প্রতারণা চলছে। বিক্রি বা ছাড়ের নামে ব্র্যান্ডেড ফোনের ক্ষেত্রে মানুষকে ঠকাচ্ছে বেশ কিছু অনলাইন শপিং সাইট।
নতুনের নামে পুরনো স্মার্টফোন বিক্রি করা হচ্ছে। আজকাল নতুন স্মার্টফোনের নামে রিফারবিশড স্মার্টফোন বিক্রির অনেক ঘটনা সামনে আসছে।
যে কোম্পানিগুলি গ্রাহকদের কাছ থেকে পুরানো স্মার্টফোনগুলি কেনে, সেগুলি রিফারবিশড করা হয়। এর পর সেগুলি নতুনের মতো তৈরি করে ফের কম দামে বিক্রি করা হয়।
advertisement
আরও পড়ুন- রাজা রাজা-ই থাকে! ৪৬১ দিন পর ফের বড় দায়িত্ব নিয়ে বিরাট রেকর্ড কিং কোহলির
এই ধরনের স্মার্টফোনের অভ্যন্তরীণ অংশগুলি একই থাকে। তবে উপরের বডি পরিবর্তন করা হয়। এই ধরনের ফোন কিনতে কোনো সমস্যা নেই। তবে নতুন হিসেবে বিক্রি হলে তা অপরাধ।
advertisement
আপনিও যদি সেলে স্মার্টফোন কেনার কথা ভাবেন, তা হলে এখানে আমরা আপনাকে কিছু টিপস বলতে চলেছি। সেই টিপস ফলো করলে আপনি সহজেই পুরনো স্মার্টফোন চিনতে পারবেন।
ফোন নতুন নাকি পুরানো তা জানতে প্রথমে প্যাকেটের ব্র্যান্ডিং চেক করুন। যদি প্যাকেটে ফোনের ব্র্যান্ডিং বা বিবরণ লেখা না থাকে, তা হলে আপনার কাছে পুরনো স্মার্টফোন বিক্রির সম্ভাবনা প্রবল।
advertisement
পুরানো রিফারবিশড ফোনে প্রায়শই আগে থেকে ব্যবহারের কিছু লক্ষণ থাকে। ফোনের পিছনের কভার, ডিসপ্লে বা সাইড প্যানেলে যদি কোনও ডেন্ট বা স্ক্র্যাচ থাকে, তবে বুঝবেন, আপনি পুরানো ফোন কিনেছেন।
আপনি আপনার নতুন ফোনের IMEI নম্বর থেকেও জানতে পারবেন, ফোনটি নকল নাকি আসল! আপনার ফোনে দুটি IMEI নম্বর রয়েছে। এই নম্বরগুলির যে কোনো একটি থেকে আপনি ফোন সম্পর্কিত তথ্য বের করতে পারবেন।
advertisement
আরও পড়ুন- রিঙ্কু সিংয়ের পরিবারকে বিরাট দায়িত্ব দিলেন গাভাসকর, কথা না শুনলে সর্বনাশ!
প্রথমে আপনাকে মেসেজে KYM লিখতে হবে। আপনি 15 ডিজিটের IMEI নম্বর লিখে 14422 নম্বরে পাঠাতে পারেন।
আপনি যদি আপনার ফোনের IMEI নম্বর না জানেন তবে *#06# ডায়াল করুন। আইএমইআই নম্বর স্ক্রিনে ফ্ল্যাশ হবে। ফোন তৈরির তারিখ এবং কেনার তারিখের মধ্যে যদি বড় পার্থক্য থাকে, তাহলে বুঝবেন আপনার কাছে পুরনো ফোন বিক্রি হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
নতুন ফোন কিনে পুরনো বলে সন্দেহ হচ্ছে? ৫ মিনিটে চেক করে নিন এই উপায়ে
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement