Pen Drive লক করুন নিজের স্মার্টফোন দিয়ে, পাসওয়ার্ড ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না

Last Updated:

একবার পেন ড্রাইভ লক করা হয়ে গেলে অন্য কেউ সেটি খুলতে পারবে না। এর ফলে পেন ড্রাইভে মজুত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষিত থাকবে।

পেন ড্রাইভ খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস, কারণ পেন ড্রাইভে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সেভ করে রাখা হয়। পেন ড্রাইভে ফটো, ভিডিও, জরুরি ডেটা এবং সফটওয়্যার মজুত করে রাখা হয়। পেন ড্রাইভ আকারে ছোট হলেও এর গুরুত্ব বিশাল। কিন্তু পেন ড্রাইভ হারিয়ে গেলে খুবই বড় সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ পেন ড্রাইভে অনেকেরই গুরুত্বপূর্ণ তথ্য মজুত থাকে। এই কারণে পেন ড্রাইভ লক করে রাখা উচিত। পেন ড্রাইভে পাসওয়ার্ড এবং পিন দিয়ে সেটি লক করে রাখা সম্ভব।
কম্পিউটার এবং ল্যাপটপে খুব সহজেই পাসওয়ার্ড দিয়ে লক করা সম্ভব। কিন্তু অনেকেই জানেন না যে স্মার্টফোনের মাধ্যমেও পেন ড্রাইভ লক করা সম্ভব। স্মার্টফোনে পেন ড্রাইভ লক করার জন্য গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। এরপর কয়েকটি সহজ পদ্ধতির মাধ্যমে স্মার্টফোন দিয়েই লক করা যাবে পেন ড্রাইভ। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
advertisement
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
স্মার্টফোনের মাধ্যমে এই অ্যাপের সাহায্যে পেন ড্রাইভ লক করা সম্ভব -
advertisement
স্মার্টফোনের মাধ্যমে পেন ড্রাইভ লক করার জন্য সবার প্রথমে গুগল প্লে স্টোর থেকে USB Lockit- Password Lock USB Drive অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপ মাত্র ২ সেকেন্ডে পেন ড্রাইভ লক করে। একবার পেন ড্রাইভ লক করা হয়ে গেলে অন্য কেউ সেটি খুলতে পারবে না। এর ফলে পেন ড্রাইভে মজুত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষিত থাকবে।
advertisement
পেন ড্রাইভ লক করার উপায় -
১ - পেন ড্রাইভ লক করার জন্য ইউএসবি লকইট- পাসওয়ার্ড লক ইউএসবি ড্রাইভ অ্যাপ খুলতে হবে।
২ - এরপর স্মার্ট ফোনে ওটিজি কেবল কানেক্ট করতে হবে।
৩ - এরপর ইউএসবি লক ইট অ্যাপে পেন ড্রাইভের ওপর ক্লিক করতে হবে। এরপর ওকে অপশনে ক্লিক করতে হবে।
advertisement
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
৪ - এরপর পেন ড্রাইভ লক করার জন্য কম করে ছয় অঙ্কের পিন দিতে হবে।
৫ - এরপর সেই একই পিন এন্টার করে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে।
advertisement
৬ - এরপর ওকে ক্লিক করলেই পেন ড্রাইভ লক হয়ে যাবে।
পেনড্রাইভ আনলক করার উপায় -
১ - পেন ড্রাইভ আনলক করার জন্যও ইউএসবি লকইট অ্যাপ ব্যবহার করতে হবে।
২ - স্মার্টফোনে ওটিজি কেবল কানেক্ট করে ইউএসবি লক ইট অ্যাপ খুলতে হবে।
৩ - এরপর আনলক অপশনে ক্লিক করতে হবে।
advertisement
৪ - আনলক অপশনে ক্লিক করে ছয় অঙ্কের পিন এন্টার করতে হবে।
৫ - এরপর আবার ছয় অঙ্কের পিন এন্টার করে আনলক করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Pen Drive লক করুন নিজের স্মার্টফোন দিয়ে, পাসওয়ার্ড ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement