Best Camera Smartphone Under 20000: এক নজরে দেখে নিন ২০,০০০ টাকার মধ্যে ভাল ক্যামেরা যুক্ত স্মার্টফোন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Best Camera Smartphone Under 20000: ভারতের বাজারে ২০,০০০ টাকার মধ্যে বেশ কয়েকটি ভাল স্মার্টফোন রয়েছে। এদের ক্যামেরাও বেশ উন্নত মানের।
Best Camera Smartphone Under 20000: ভারতের বাজারে ২০,০০০ টাকার মধ্যে বেশ কয়েকটি ভাল স্মার্টফোন রয়েছে। এদের ক্যামেরাও বেশ উন্নত মানের। এক নজরে দেখে নিন সেই ফোন।
Realme 9 Pro -
Realme 9 Pro এর ৬জিবি (GB) র্যা ম (RAM) এবং ১২৮ জিবি স্টোরেজের দাম হল ১৭,৯৯৯ টাকা। Realme এর নতুন ফোন Realme 9 Pro তে রয়েছে ৬.৫৯ ইঞ্চির ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ১২০ এইচজেড (HZ) রিফ্রেশ রেট। Realme এর নতুন ফোন Realme 9 Pro তে রয়েছে ৫জি সাপোর্ট। Realme 9 Pro তে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট (Qualcomm Snapdragon 695 Chipset)। Realme 9 Pro তে রয়েছে ৮ জিবি (GB) র্যা ম (RAM) এবং ১২৮ জিবি স্টোরেজ। Realme 9 Pro তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের শ্যুটার। এছাড়াও Realme 9 Pro তে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা হোল পাঞ্চ কাটআউট যুক্ত। Realme এর নতুন ফোন Realme 9 Pro তে রয়েছে ৫০০০ এমএএইচ (mAh) ব্যাটারি।
advertisement
advertisement
Vivo T1 5G এর দাম -
Vivo T1 5G ফোনের ৪জিবি (GB) র্যা ম (RAM) এবং ১২৮জিবি স্টোরেজ মডেলের দাম প্রায় ১৪,৯৯০ টাকা। Vivo T1 5G ফোনের ৬জিবি র্যাeম এবং ১২৮জিবি স্টোরেজ মডেলের দাম প্রায় ১৫,৯৯০ টাকা। Vivo T1 5G ফোনের ৮জিবি র্যাুম এবং ১২৮জিবি স্টোরেজ মডেলের দাম প্রায় ১৮,৯৯০ টাকা।
advertisement
Vivo T1 ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ (Android 11) ভার্সন এবং অরিজিন ওএস (Origin OS) ১.০। Vivo T1 ফোনে রয়েছে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস (HD+) ডিসপ্লে যা ১০৮০×২৪০০ পিক্সেল যুক্ত। Vivo T1 ফোনে রয়েছে ১২০এইচজেড (Hz) রিফ্রেশ রেট এবং ২৪০এইচজেড টাচ স্যাম্পেলিং রেট। Vivo T1 ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি এসওসি (Qualcomm Snapdragon 778G SoC), ১২ জিবি (GB) এলপিডিডিআর৫ র্যা ম (LPDDR5 RAM), ২৫৬ জিবির ইউএফএস ৩.১ (UFS 3.1) স্টোরেজ।
advertisement
Vivo T1 ফোনে রয়েছে ৫জি, ৪জি এলটিই (LTE) কানেক্টিভিটি অপশন, ওয়াই-ফাই ৬ (Wi-Fi 6), ব্লুটুথ ভি৫.২ (Bluetooth v5.2), জিপিএস/ এ-জিপিএস (GPS/ A-GPS), ইউএসবি টাইপ-সি (USB Type-C) এবং ৩.৫ এমএম (MM) হেডফোন জ্যাক। এছাড়াও Vivo T1 ফোনে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, জাইরোস্কপ, ম্যাগ্নেটোমিটার এবং প্রক্সিমিটি সেন্সর। Vivo T1 ফোনে রয়েছে ৫০০০এমএএইচ (mAh) ব্যাটারি, ৪৪ডাবলু (44W) ফাস্ট চার্জ। Vivo T1 ফোন ১৬৪.৭০×৭৬.৬৮×৮.৪৯ এমএম এবং ১৯২ গ্রাম ওজনের। Vivo T1 ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা যা ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি শুটার, ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি শুটার এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স যুক্ত। এছাড়াও Vivo T1 ফোনের সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার।
advertisement
Redmi Note 11T -
Redmi Note 11T 5G ফোনের ৬জিবি র্যা ম এবং ৬৪ জিবি স্টোরেজের দাম ১৬,৯৯৯ টাকা।
Redmi Note 11T 5G ফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি (HD) এলসিডি (LCD) ডিসপ্লে, ৯০ এইচজেড (HZ) রিফ্রেশ রেট, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট (Qualcomm Snapdragon 680 Chipset), কোয়াড রিয়ার ক্যামেরা যা ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি শুটার যুক্ত, ৫০০০ এমএএইচ (mAh) ব্যাটারি। Redmi Note 11T ফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি এলসিডি ডিসপ্লে, ৯০ এইচজেড রিফ্রেশ রেট, মিডিয়াটেক হেলিও জি৯৬ চিপসেট (MediaTek Helio G96 Chipset), ৫০০০ এমএএইচ ব্যাটারি। Redmi Note 11T 5G ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে, ১২০ এইচজেড রিফ্রেশ রেট, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট, ৫০০০ এম এ এইচ ব্যাটারি। Redmi Note 11T 5G ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে, ১২০ এইচজেড রিফ্রেশ রেট, মিডিয়াটেক হেলিও জি৯৬ চিপসেট, ৫০০০ এমএএইচ ব্যাটারি।
Location :
First Published :
March 22, 2022 3:44 PM IST