প্রি-বুকি করুন Samsung Galaxy A73 5G, পেয়ে যান ৭ হাজার টাকার ইয়ারফোন মাত্র ৫০০ টাকায়
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Samsung Galaxy A73 5G ফোন কিনবেন ভাবছেন? এক নজরে দেখে নিন কত দাম পড়বে, স্টোরেজই বা কত
Samsung Galaxy A73 5G: কয়েকদিন আগে ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy A73 5G। ইতিমধ্যে শুরু হয়েছে ফোনটির প্রি-বুকিং। Samsung Galaxy A73 5G ফোনে রয়েছে অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে এবং ১২০ হার্ৎজ় রিফ্রেশ রেট। এই ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। Samsung পাশাপাশি এই ফোনের আর একটি গুরুত্বপূর্ণ ফিচার হল, ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স ক্ষমতা। Samsung Galaxy A73 5G ফোনটি আইপি৬৭ রেটিং পেয়েছে। এক নজরে দেখে নিন Samsung Galaxy A73 5G ফোনের ফিচার্স ও স্পেসিফিকেশনস সংক্রান্ত সব তথ্য।
যেসমস্ত গ্রাহকরা ফোনটি প্রি-অর্ডার করবেন, তাঁরা মাত্র ৪৯৯ টাকায় Galaxy Buds Live TWS ইয়ারফোন কেনার সুযোগ পাবেন। এই ইয়ারফোনের আসল দাম ৬,৯৯০ টাকা। এছাড়া Samsung Finance+, ICICI Bank ও SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি ফোনটি কিনলে পেয়ে যাবেন ৩,০০০ টাকা ডিসকাউন্ট।
Samsung Galaxy A73 5G দাম
advertisement
advertisement
Galaxy A73 5G ফোনের ৮জিবি (GB) র্যা ম (RAM) এবং ১২৮জিবি স্টোরেজের মডেলের দাম প্রায় ৪১,৯৯৯ টাকা, ৮জিবি র্যািম এবং ২৫৬জিবি স্টোরেজের দাম ৪৪,৯৯৯ টাকা।
advertisement
Samsung Galaxy A73 5G ফোনটির মোট তিনটি কালার ভ্যারিয়েন্ট পাওযা যাবে – অওসাম গ্রে, অওসাম মিন্ট এবং অওসাম হোয়াইট। আগামী কয়েক দিনের মধ্যেই Samsung Galaxy A73 5G ফোনটি সাধারণের ক্রয়ের জন্য খুলে দেওয়া হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। ৫জি ইন্টারনেট সংযোগে সক্ষম এই স্মার্টফোনের মোট দু’টি ভ্যারিয়েন্ট থাকছে – ৮জিবি ও ১২৮জিবি এবং ৮জিবি ও ২৫৬জিবি।
advertisement
Samsung Galaxy A73 5G স্পেসিফিকেশনস ও ফিচার্স
Samsung Galaxy A73 5G ফোনে রয়েছে ফোনে রয়েছে একটি ৬.৭ ইঞ্চির এফএইচডি (FHD+) প্লাস ডিসপ্লে, যার রেজ়োলিউশন ১০৮০x২৪০০ পিক্সেলস। এই ডিসপ্লে ১২০ হার্ৎজ় রিফ্রেশ রেট সাপোর্ট করে, যা সুরক্ষিত থাকছে কর্নিং গোরিলা গ্লাস ৫ দ্বারা। সফ্টওয়্যারের কথা বলতে গেলে, ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ (Android 12) ভিত্তিক স্যামসাংয়ের নিজস্ব ওয়ান ইউআই ৪.১ (UI 4.1) অপারেটিং সিস্টেম। পারফর্ম্যান্সের জন্য এই ফোনে রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর, যা ৮জিবি পর্যন্ত র্যা মের সঙ্গে জুটি বেঁধেছে। মোট দু’টি স্টোরেজ অপশন রয়েছে এই ফোনের – ১২৮জিবি ও ২৫৬জিবি। এ ছাড়াও ফোনটির স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে।
advertisement
কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই Samsung Galaxy A73 5G স্মার্টফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে একটি ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, একটি ৫ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা এবং আর একটি ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যাম। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর। অত্যন্ত শক্তিশালী একটি ৫,০০০এমএএইচ (mAh) ব্যাটারি রয়েছে ফোনটিতে, যা ২৫ওয়াট (25W) ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Location :
First Published :
April 05, 2022 10:12 AM IST