হোম /খবর /মোবাইল /
ভারতে Galaxy A সিরিজের নতুন দু’টি ৫জি স্মার্টফোন লঞ্চ করল Samsung, জেনে নিন দাম

ভারতে Galaxy A সিরিজের নতুন দু’টি ৫জি স্মার্টফোন লঞ্চ করল Samsung, জেনে নিন দাম ও ফিচার্স

স্যামসাং-এর এই দু’টি নয়া স্মার্টফোনের বিশেষত্ব হল ৫০০০mAh ব্যাটারি এবং ৫জি কানেক্টিভিটি।

  • Share this:

অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান! ভারতে Galaxy A সিরিজের নতুন দু’টি ৫জি স্মার্টফোন লঞ্চ করল দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট Samsung — Galaxy A14 5G এবং Galaxy A23 5G। স্যামসাং-এর এই দু’টি নয়া স্মার্টফোনের বিশেষত্ব হল ৫০০০mAh ব্যাটারি এবং ৫জি কানেক্টিভিটি। তা-হলে এই স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দামের বিষয়ে আলোচনা করে নেওয়া যাক।

স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি স্মার্টফোনের স্পেসিফিকেশন:

এতে থাকছে ৯০ হার্ৎজ রিফ্রেশ রেট-সহ ৬.৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। এই নয়া স্মার্টফোনে রয়েছে স্যামসাঙের নিজস্ব Exynos 1330 চিপসেট। সেই সঙ্গে থাকছে ৮জিবি ব়্যাম এবং ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ। স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি-তে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট-আপ — একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এ-ছাড়া আগেই বলা হয়েছে যে, ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং-সহ এই ফোনে রয়েছে ৫০০০mAh পাওয়ারযুক্ত ব্যাটারি।

আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!

স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জি স্মার্টফোনের স্পেসিফিকেশন:

এই ফোনে রয়েছে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট-সহ ৬.৬ ইঞ্চির এফএইচডি+ ডিসপ্লে। যার ফলে এই ফোনে মসৃণ ভাবে স্ক্রল করা এবং ফ্লুইড স্ক্রিন ট্রানজিশনের মজা উপভোগ করা যাবে। তবে এই ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেট-আপ। যার মধ্যে থাকবে আল্ট্রা-ওয়াইড, ডেপথ এবং ম্যাক্রো লেন্স। যার মাধ্যমে দারুণ ফটো এবং ভিডিও তোলা যাবে। এর পাশাপাশি এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯ চিপসেট এবং ৮জিবি ব়্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ। এ-ছাড়া ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং-সহ এই ফোনে রয়েছে ৫০০০mAh পাওয়ারযুক্ত ব্যাটারি।

আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন

স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জি স্মার্টফোনের দাম:

স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি-তে পাওয়া যাচ্ছে তিনটি স্টোরেজ অপশন — ৪জিবি+৬৪জিবি, ৬জিবি+১২৮জিবি এবং ৮জিবি+১২৮জিবি। এই তিন স্টোরেজ মডেলের দাম যথাক্রমে ১৬ হাজার ৪৯৯ টাকা, ১৮ হাজার ৯৯৯ টাকা এবং ২০ হাজার ৯৯৯ টাকা। আর এই স্মার্টফোনে তিনটি রঙের ভ্যারিয়েন্ট রয়েছে — ডার্ক রেড, লাইট গ্রিন এবং ব্ল্যাক।

আবার অন্য দিকে, স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জি-তে পাওয়া যাচ্ছে দু’টি স্টোরেজ অপশন — ৬জিবি+১২৮জিবি এবং ৮জিবি+১২৮জিবি। এই দুই ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২২ হাজার ৯৯৯ টাকা এবং ২৪ হাজার ৯৯৯ টাকা। আর এই স্মার্টফোনের ক্ষেত্রে গ্রাহকরা পেয়ে যাবেন তিনটি রঙের বিকল্প — সিলভার, অরেঞ্জ এবং লাইট ব্লু।

স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি পাওয়া যাবে ১৩৮২ টাকার ইএমআই-তে। আর স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জি পাওয়া যাবে ১৫৭৬ টাকার ইএমআই-তে। প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে যে, আগামী ২০ জানুয়ারি থেকে এই দুই ডিভাইসই পাওয়া যাবে স্যামসাং এক্সক্লুসিভ ও পার্টনার স্টোর, Samsung.com এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে। আর আগামী ১৮ জানুয়ারি দুপুর ১২টা থেকে Samsung.com-এর লাইভ কমার্সে এই ডিভাইস বিক্রয় শুরু হয়ে যাবে।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: SamSung, Samsung Galaxy