Jio এবং Airtel চালু করেছে ৫জি পরিষেবা! নিজের ফোনে সুবিধা পাবেন কিনা দেখে নিন এক নজরে

Last Updated:

এক নজরে দেখে নেওয়া যাক নিজেদের ফোনে ৫জি সার্ভিস সাপোর্ট করবে কিনা, তা বোঝার উপায়

Reliance Jio এবং Airtel চালু করে দিয়েছে ৫জি পরিষেবা। ভারতের কয়েকটি জায়গায় চালু হয়ে গিয়েছে এই দ্রুততর ইন্টারনেট পরিষেবা। এয়ারটেলের ৫জি পরিষেবা চালু হয়েছে দেশের ৮টি শহরে। শেষ সপ্তাহেই চালু হয়েছে এই পরিষেবা। অন্য দিকে জিও ৫জি পরিষেবা আজ থেকে শুরু হতে চলেছে দেশের ৪ টি শহরে।
৫জি পরিষেবা চালু হয়ে গেলেও সব ফোনে এটি চালু করা যাবে না। যে সকল ফোনে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট রয়েছে, সেই সকল ফোনেই ব্যবহার করা যাবে ৫জি পরিষেবা। কিন্তু, যে সকল ফোন ২জি, ৩জি এবং ৪জি সাপোর্ট যুক্ত, সেই সকল ফোনে সাপোর্ট করবে না রিলায়েন্স জিও এবং এয়ারটেলের ৫জি সার্ভিস। সুতরাং অনেকেই এখন চিন্তিত তাঁরা ৫জি সার্ভিসের সুবিধা নিতে পারবেন কিনা। এক নজরে দেখে নেওয়া যাক নিজেদের ফোনে ৫জি সার্ভিস সাপোর্ট করবে কিনা, তা বোঝার উপায়।
advertisement
নিজেদের ফোনে ৫জি সাপোর্ট করছে কিনা, তা বোঝার উপায় -
advertisement
স্টেপ ১ - এর জন্য প্রথমেই নিজেদের ফোনের সেটিং অ্যাপ খুলতে হবে।
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
স্টেপ ২ - এরপর নিজেদের ফোনের ওয়াই-ফাই অ্যান্ড নেটওয়ার্ক অপশনে ক্লিক করতে হবে।
advertisement
স্টেপ ৩ - এরপর সিম অ্যান্ড নেটওয়ার্ক অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ৪ - এরপর সেখানে বিভিন্ন ধরনের টেকনোলজির লিস্ট দেখতে পাওয়া যাবে। প্রেফারড নেটওয়ার্ক টাইপের অপশনের অধীনে বিভিন্ন ধরনের টেকনোলজির লিস্ট দেখতে পাওয়া যাবে।
স্টেপ ৫ - যদি নিজেদের ফোনে ৫জি সাপোর্ট করে, তা হলে সেখানে ২জি, ৩জি, ৪জি এবং ৫জি দেখতে পাওয়া যাবে।
advertisement
যে সকল শহরে এয়ারটেল এবং রিলায়েন্স জিও-র ৫জি পরিষেবা চালু করা হয়েছে সেখানে ফোনের ২জি, ৩জি, ৪জি এবং ৫জি অপশনে ক্লিক করলেই ৫জির হাই স্পিড ইন্টারনেট পরিষেবা ব্যবহার করা যাবে।
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
সুতরাং যাঁরা এই ৫জি সার্ভিস ব্যবহার করতে চান তাঁদের ৫জি সাপোর্ট যুক্ত ফোন কিনতে হবে। বর্তমানে এমন অনেক কোম্পানি রয়েছে যারা ৫জি সাপোর্ট যুক্ত ফোন তৈরি করে। রিয়েলমি এবং লাভা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে, তারা লঞ্চ করতে চলেছে ৫জি ফোন। যার দাম হবে ১০,০০০ টাকার মধ্যে।
advertisement
আজ রিলায়েন্স জিও ৪টি শহরে চালু করেছে তাদের ৫জি সার্ভিস। এই চারটি শহর হল কলকাতা, দিল্লি, মুম্বাই এবং বারানসি। অন্যদিকে এয়ারটেল ইতিমধ্যেই দেশের ৮টি শহরে চালু করেছে ৫জি সার্ভিস। এই ৮টি শহর হল দিল্লি, বারানসি, নাগপুর, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই, চেন্নাই এবং শিলিগুড়ি। এয়ারটেলের সিইও জানিয়েছেন যে, পুরো ভারতেই তাঁরা ২০২৪ সালের মার্চের মধ্যে চালু করে দেবেন ৫জি সার্ভিস। অন্য দিকে জিও-র ৫জি পরিষেবা সকলের জন্য চালু হতে পারে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Jio এবং Airtel চালু করেছে ৫জি পরিষেবা! নিজের ফোনে সুবিধা পাবেন কিনা দেখে নিন এক নজরে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement