নয়া দিল্লি: ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ভোডাফোন আইডিয়া গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছে। নির্বাচিত গ্রাহকদের জন্য বিনামূল্যে ৫ জিবি ডেটা দেওয়ার ঘোষণা করেছে সংস্থা। এই অফার শুধুমাত্র Vodafone প্রিপেইড ব্যবহারকারীদের জন্য দেওয়া হচ্ছে।
এছাড়াও, এই সংস্থা একটি Buy Tunes Love প্রতিযোগিতারও আয়োজন করছে। এখানে বিজয়ী ৫ হাজার টাকা নগদ পুরস্কার পাবেন।
তথ্য অনুসারে, Vodafone Idea সেই সমস্ত গ্রাহকদের জন্য ৫ জিবি অতিরিক্ত ডেটা অফার করবে যারা ২৯৯ টাকা বা তার বেশি প্রিপেড রিচার্জ প্ল্যান বেছে নিয়েছেন।
এই প্ল্যানটিতে ২৮ দিনের বৈধতা রয়েছে। এতে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, প্রতিদিন ১০০টি SMS এবং আনলিমিটেড টকটাইমের মতো সুবিধাগুলিও পাওয়া যাবে। এই এক্সক্লুসিভ অফারটি শুধুমাত্র V অ্যাপের মাধ্যমে রিচার্জ করা গ্রাহকদের জন্য ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে।
আরও পড়ুন, বড় খবর! ভোডাফোন আইডিয়ার ১৬,১০০ কোটির শেয়ার কিনল সরকার
আরও পড়ুন, বাড়তি ফোন বিলের জন্য প্রস্তুত থাকুন! কেন শুল্ক বাড়াতে চলেছে টেলিকম কোম্পানি?
এছাড়াও, ভোডাফোন-আইডিয়া একটি ভি মিউজিক প্রতিযোগিতার আয়োজন করছে। যেখানে ব্যবহারকারীদের ভি অ্যাপে হাঙ্গামা মিউজিকের ভ্যালেন্টাইনের প্লেলিস্ট থেকে একটি গানের কথা অনুমান করতে বলা হবে। প্রতিটি প্রশ্নের একজন ভাগ্যবান বিজয়ীকে ৫ হাজার টাকার একটি গিফট ভাউচার পাবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Vodafone