বড় খবর! ভোডাফোন আইডিয়ার ১৬,১০০ কোটির শেয়ার কিনল সরকার
- Published by:Rukmini Mazumder
Last Updated:
নয়াদিল্লি: বড় খবর! ভোডাফোন আইডিয়ার ১৬,১০০ কোটির শেয়ার কিনল সরকার। গতবছর জানুয়ারি মাসে Vodafone Idea -র তরফে জানানো হয়েছিল তাদের ৩৩ শতাংশ শেয়ার কেন্দ্র অধিগ্রহণ করছে। কোম্পানির তরফে বকেয়া স্পেকট্রাম নিলামের কিস্তি এবং বকেয়া AGR-এর পুরো সুদের পরিমাণকে ইক্যুইটিতে বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরফলে কেন্দ্রের হাতেই আসছিল VI -এর সবচেয়ে বেশি শেয়ার। দীর্ঘ কয়েক মাস পরে এই সংক্রান্ত প্রস্তাবে গ্রিন সিগন্যাল দেয় অর্থ মন্ত্রক।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2023 7:54 PM IST