'Shark Fin' পপ-আউট সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল Oppo-র দুটি স্মার্টফোন
Last Updated:
মঙ্গলবার ভারতে লঞ্চ হল Oppo Reno আর Oppo Reno 10x Zoom Edition। এই দুই ফোন একটি নতুন পোর্টফলিও তৈরি করেছে Oppo-র। এই ফোনটি টেক্কা দেবে প্রিমিয়াম আর ফ্ল্যাগশিপ সেগমেন্টর ফোনগুলিকে। এই মুহূর্তে Reno আর Oppo Reno 10x Zoom Edition টক্কর দেবে সদ্য লঞ্চ হওয়া OnePlus 7 আর OnePlus 7 Pro-কে। যদিও Oppo আর OnePlus-এর মালিক একটি চিনের কোম্পানি BBK Electronics।
Oppo Reno 10x Zoom Edition
Oppo Reno ফ্ল্যাগশিপ ফোনের প্রধান আকর্ষণ এর 10x লসলেস অপটিক্যাল জুম। ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ - যার মধ্যে রয়েছে 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার, সঙ্গে রয়েছে f/1.7 লেন্স। সাথে থাকছে একটি 13 মেগাপিক্সেল পেরিস্কোপিক টেলিফটো লেন্স আর একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যাতে রয়েছে 16-160mm জুম। অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান যার ফলে ভাইব্রেশন কমে যাবে, আর রয়েছে থ্রি মাইক সেটআপ। অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান সহ Oppo Reno 10x Zoom Edition ক্যামেরায় 4K 60fps ভিডিও তোলা যাবে।
advertisement
এই ফোনের আরও একটি আকর্ষণীয় ফিচার এর 'Shark Fin' পপ-আউট সেলফি ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল সাইড সুইং সেলফি ক্যামেরা। কোম্পানি জানিয়েছে এই ক্যামেরা ফোনের ভিতর থেকে বেরিয়ে আসতে 0.8 সেকেন্ড সময় লাগবে। এছাড়াও রিয়ার ক্যামেরার সেটআপে রয়েছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
advertisement
ফোনের ভিতরে থাকছে ফ্ল্যাগশিপ Snapdragon 855 চিপসেট, সাথে রয়েছে 6/8GB RAM, 128GB/256GB স্টোরেজ। Oppo Reno 10x Zoom Edition এ থাকছে একটি 6.6 ইঞ্চি প্যানারমিক AMOLED ডিসপ্লে, যার উপরে কোনও নচ নেই। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth, NFC আর USB Type-C পোর্ট। Oppo Reno 10x Zoom Edition এর ভিতরে থাকছে 4,065 mAh ব্যাটারি আর VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট।
advertisement
Oppo Reno 10x Zoom Edition এর দাম শুরু হচ্ছে 39,990 টাকা থেকে। এই ফোনে পাওয়া যাবে 6GB RAM আর 128GB স্টোরেজে। 8GB RAM আর 256GB স্টোরেজে Oppo Reno 10x Zoom Edition কিনতে 49,990 টাকা খরচ হবে। দুটো ফোনই আপনি প্রি-অর্ডার করতে পারবেন ২৮মে থেকে Amazon, Flipkart, Paytm Mall, Snapdeal আর Oppo-র অনলাইন থেকে। বিক্রি শুরু হবে জুনের ৭ তারিখ থেকে।
advertisement
Oppo Reno
Oppo Reno - স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে রয়েছে Snapdragon 710 প্রসেসর সাথে থাকছে 8GB পর্যন্ত RAM আর 256 GB পর্যন্ত স্টোরেজ। এই ফোনের ডিসপ্লে একটু ছোট 6.4 ইঞ্চি FHD+ প্যানারমিক AMOLED ডিসপ্লে আর আকর্ষণীয় ফিচার এর 'Shark Fin' পপ-আউট সেলফি ক্যামেরা। ছবি তোলার জন্য Oppo Reno –তে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার সঙ্গে রয়েছে f/1.7 লেন্স। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার, f/2.4 লেন্স। সেলফি তোলার জন্য Oppo Reno তে থাকছে 16 মেগাপিক্সেল সাইড সুইং সেলফি ক্যামেরা।
advertisement
ফোনের ভিতরে থাকছে 3,765 mAh ব্যাটারি আর VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনের ওজন 185 গ্রাম। Oppo Reno –র দাম 32,990 টাকা। Reno 10x Zoom Edition - মতো এই ফোনে ২৮মে থেকে প্রি-অর্ডার করা যাবে আর 7 জুন থেকে শুরু হবে বিক্রি।
view commentsLocation :
First Published :
May 28, 2019 8:41 PM IST