চিনা পণ্য বয়কটের আবহেই, আজ ফের ফ্ল্যাশ সেলে পাওয়া যাচ্ছে OnePlus 8 Pro আর OnePlus 8, রয়েছে আকর্ষণীয় অফার্সও
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
২৫ জুন ফ্ল্যাশ সেল শুরু হতেই মিনিটের মধ্যেই আউট অফ স্টক হয়ে যায় ফোনগুলি।
#নয়াদিল্লি: আজ, ২৯ জুন ফের ফ্ল্যাশ সেলে পাওয়া যাচ্ছে OnePlus 8 Pro আর OnePlus 8। এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল OnePlus 8 সিরিজের এই স্মার্টফোনগুলি। আজ দুপুর ১২টা থেকে শুধুমাত্র Amazon.in আর OnePlus.in থেকে কেনা যাচ্ছে OnePlus 8 Pro আর OnePlus 8, রয়েছে একাধিক অফারও। ২৫ জুন ফ্ল্যাশ সেলে পাওয়া যাচ্ছিল OnePlus 8 সিরিজের নতুন স্মার্টফোনগুলি। রিপোর্ট অনুযায়ী, সেই দিন সেল শুরু হতেই কিছু মিনিটের মধ্যেই আউট অফ স্টক হয়ে যায় ফোনগুলি। এর মানে এই যে গ্রাহকরা এই ফোনটির সেলের অপেক্ষায় বসে থাকে। জেনে নিন আজ ফন্তির সঙ্গে কী কী অফার রয়েছে
অফার্স - আমাজিন এই ফোনগুলিতে বেশ কিছু অফার দিচ্ছে। এই ফোনটি কেনার জন্য গ্রাহকরা যদি citi ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন ১০% ডিসকাউন্ট। সেই সঙ্গে যদি কেও অ্যামাজন পে-এর মাধ্যমে পেমেন্ট করেন তাহলে পেয়ে যাবেন ১০০০ টাকার ক্যাশব্যাক। এছাড়াও জিও-র তরফ থেকে রয়েছে ৬০০০ টাকার পর্যন্ত বেনেফিট।
advertisement

advertisement
OnePlus 8 Pro স্পেসিফিকেশন - OnePlus 8 Pro-তে থাকছে 6.78 ইঞ্চি QHD+ Fluid AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 7nm প্রসসের, সঙ্গে 12GB পর্যন্ত RAM ও 256GB পর্যন্ত স্টোরেজ। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব OxygenOS। ফোনের ভিতরে রয়েছে 4,510mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জিং ও 30W ওয়্যারলেস চার্জিং। OnePlus 8 Pro-র পিছনে চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল Sony IMX689 সেন্সর সঙ্গে। 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 5 মেগাপিক্সেল কালার ফিল্টার। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর। কানেক্টিভিটির জন্য এই ফোনে 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS/ A-GPS, NFC, ও USB Type-C পোর্ট রয়েছে। তিনটি রঙে পাওয়া যাবে ফোনটি - Onyx Black, Glacial Green আর Ultramine Blue।
advertisement
OnePlus 8 Pro দাম - 8GB RAM আর 128 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৫৪,৯৯৯ টাকা। আর 12GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ করতে হবে ৫৯,৯৯৯ টাকা।

OnePlus 8 স্পেসিফিকেশন - OnePlus 8-এ ডুয়াল স্টিরিও স্পিকার ও Dolby Atmos টেকনোলজি রয়েছে। এই ফোনেও Android 10 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব oxygen ওএস । OnePlus 8-এ থাকছে ৬.৫৫ ইঞ্চি FHD+ Fluid AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 প্লাস চিপসেট, 12GB RAM ও 256GB স্টোরেজ। OnePlus 8-এর পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল Sony IMX586 সেন্সরের সঙ্গে। আরও রয়েছে ২ মেগাপিক্সেল আর ১৬ মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর সঙ্গে। কানেক্টিভিটির জন্য এই ফোনে তাহকছে 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS/ A-GPS, NFC, ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 4,300mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জিং।
advertisement
OnePlus 8 দাম - OnePlus 8-এর দাম শুরু হচ্ছে ৪১,৯৯৯ টাকা থেকে। বেস ভেরিয়েন্টে রয়েছে 6GB RAM + 128GB স্টোরেজ। 8GB RAM + 128GB স্টোরেজের দাম ৪৪,৯৯৯ টাকা । আর 12GB RAM + 256GB স্টোরেজের দাম ৪৯,৯৯৯ টাকা।
view commentsLocation :
First Published :
June 29, 2020 12:19 PM IST