লঞ্চের আগেই সামনে এল OnePlus 7 Pro-র দুটি অসাধারণ ফিচার
Last Updated:
14 মার্চ লঞ্চ হবে OnePlus-এর ফ্ল্যাগশিপ সিরিজ OnePlus 7 আর OnePlus 7 Pro। ইতিমধ্যেই জানা গিয়েছে যে এই ফোনে থাকবে HDR10+ ডিসপ্লে আর UFS 3.0 সাপোর্ট। এটি ফিচারটি বেশিরভাগ দেখা যায় দামি টিভির ডিসপ্লে প্যানেলে। এই ফলে প্রত্যেক ফ্রেমে আরও ভালো কনট্রাস্ট পাওয়া যায়। HDR10+ 4000 nits উদপাদন করে বেশি উজ্জ্বলতা প্রদান করে যেখানে HDR10 3000 nits উদপাদন করে । OnePlus সংস্থার আজ অবধি যতগুলো স্মার্টফোন বেরিয়েছে তার মধ্যে সেরা হতে চলেছে এই OnePlus 7 Pro
“HDR 10+ ডিসপ্লে শুধুমাত্র টেলিভিশানের ভবিষ্যৎ নয়, স্মার্টফোনের ডিসপ্লের ভবিষ্যৎ ও। আশা করছি আমাদের নতুন ফোন স্মার্টফোন জগতে দুর্দান্ত ডিসপ্লে ব্যবহারের পথ প্রদর্শক হবে।” জানিয়েছেন OnePlus প্রধান পিট লাউ।
DisplayMate-এর থেকে A+ রেটিং পেয়েছে OnePlus 7 Pro এমনকী এই মডেলের ডিসপ্লে VDE Instituite থেকে 'Safety for Eyes' তকমাও পেয়ে গিয়েছে। তিনটি OnePlus 7 Pro ভেরিয়েন্ট লঞ্চ হবে ভারতে, যার বেশ মডেল হবে 6GB RAM -128GB স্টোরেজের।
advertisement
advertisement
OnePlus 7 Pro ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট। ফোনের ভীতরে থাকাবে 4,000 mAh ব্যাটারি আর 30W র্যাপ চার্জ । এই ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। সেলফি ক্যামেরা ব্যবহারের জন্য এই ফোনের ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না।
ইতিমধ্যেই Amazon এ শুরু হয়ে গেছে OnePlus 7 Pro ফোনের প্রি-বুকিং। মাত্র ১০০০ টাকা দিয়ে প্রি বুক করা যাচ্ছে ফোনটি।
view commentsLocation :
First Published :
May 06, 2019 10:59 PM IST