14 মার্চ লঞ্চ হবে OnePlus-এর ফ্ল্যাগশিপ সিরিজ OnePlus 7 আর OnePlus 7 Pro। লঞ্চের আগেই বেশ কয়েকবার ফাঁস হয়েছে ফোনটির স্পেসিফিকেশন। এবার ইন্টারনেটে ফাঁস হল ভারতের ফোনের দাম। ভারতে এই ফোনের দাম শুরু হবে 49,999 টাকা থেকে । 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 49,999 টাকা, 8GB/256GB ভেরিয়েন্টের দাম হবে 52,999 টাকা আর টপ ভেরিয়েন্ট 12GB/256GB দাম 57,999 টাকা।
ইতিমধ্যেই Amazon এ শুরু হয়ে গেছে OnePlus 7 Pro ফোনের প্রি-বুকিং। মাত্র ১০০০ টাকা দিয়ে প্রি বুক করা যাচ্ছে ফোনটি। 14 মে বিশ্বব্যাপী লঞ্চ হবে OnePlus 7 Pro। এই প্রথম এমন হবে যে OnePlus এক সাথে দুটি ফোন লঞ্চ করবে। OnePlus-এর ফিলোসফি ছিল মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ ফোনের স্পেসিফিকেশন। আর এই থেকেই বিশাল ফ্যানফলোইং হয়েছিল OnePlus।
OnePlus 7 Pro ফোনে থাকতে পারে 5G সাপোর্ট। এই ফোনে থাকবে একটি 6.7 ইঞ্চি QHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকবে 90Hz রিফ্রেশ রেট। OnePlus 7 Pro এর ভিতরে থাকবে একটি Snapdragon 855 চিপসেট। সাথে থাকবে 6GB,8GB আর 12GB RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।
OnePlus 7 Pro তে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। থাকছে অপ্টিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান। আর থাকছে 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আর 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। OnePlus 7 Pro তে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: OnePlus, OnePlus 7, OnePlus 7 Pro