হোম /খবর /মোবাইল /
Oneplus 10 Pro 5G ফোনে ৬০০০ টাকা ছাড়; কোথায় কী ডিল রয়েছে জেনে নিন

Oneplus 10 Pro 5G ফোনে ৬০০০ টাকা ছাড়; কোথায় কী ডিল রয়েছে জেনে নিন

ছাড়া ক্রেতারা ১,০০০ টাকার ছাড়ের কুপন পেতে পারেন। এছাড়াও এই ফোনের উপরে একটি এক্সচেঞ্জ অফারও রয়েছে। OnePlus 10 Pro 5G ফোন ভারতে ২০২২ সালের ২৩ মার্চ লঞ্চ করা হয়

  • Share this:

OnePlus তাদের OnePlus 11 ফোন ৭ ফেব্রুয়ারি লঞ্চ করতে প্রস্তুত। কিন্তু এই ফোন লঞ্চের আগে OnePlus 10 Pro 5G ফোনের উপরে অ্যামাজনে পাওয়া যাচ্ছে ধামাকা অফার। এই শক্তিশালী স্মার্টফোনটি অ্যামাজনে আকর্ষণীয় ছাড়ে বিক্রি হচ্ছে। ক্রেতারা এই ফোনের উপরে ৬,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন। এছাড়া ক্রেতারা ১,০০০ টাকার ছাড়ের কুপন পেতে পারেন। এছাড়াও এই ফোনের উপরে একটি এক্সচেঞ্জ অফারও রয়েছে। OnePlus 10 Pro 5G ফোন ভারতে ২০২২ সালের ২৩ মার্চ লঞ্চ করা হয়।

লঞ্চের সময় OnePlus 10 Pro 5G ফোনের ৮ জিবি ভ্যারিয়েন্ট মডেলের দাম ৬৬,৯০০ টাকা এবং ১২জিবি ভ্যারিয়েন্ট মডেলের দাম ৭১,৯০০ টাকা ছিল। বর্তমানে OnePlus 10 Pro 5G ফোনের ৮ জিবি ভ্যারিয়েন্ট মডেলের দাম ৬১,৯৯৯ টাকা এবং ১২ জিবি ভ্যারিয়েন্ট মডেলের দাম ৬৬,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। ICICI ব্যাঙ্কের গ্রাহকরা এই ডিভাইসে ৬,০০০ টাকার ফ্ল্যাট ছাড় পেতে পারেন। এর ফলে এই স্মার্টফোনটির দাম কমে হবে ৫৯,৯৯৯ টাকা। এছাড়াও ক্রেতারা OnePlus 10 Pro 5G ফোনের উপরে ১,০০০ টাকার ফ্ল্যাট ছাড় পেতে পারেন। এই ফোনের উপরে ক্রেতারা প্রায় ১৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও পেতে পারেন৷ এই স্মার্টফোনটি ভলক্যানিক ব্ল্যাক এবং এমেরাল্ড ব্ল্যাক ফরেস্ট কালার অপশনে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন

OnePlus 10 Pro 5G ফোনের ফিচার -

OnePlus 10 Pro 5G ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির OLED ডিসপ্লে, যা LTPO প্রযুক্তির P3 কালার সিস্টেমকে সাপোর্ট করে এবং এর রেজোলিউশন ৩২১৬— ১৪৪০ পিক্সেল। এই ডিসপ্লেটি ১২০Hz-এর উচ্চ রিফ্রেশ রেটকেও সাপোর্ট করে। OnePlus 10 Pro একটি Qualcomm Snapdragon 8 Gen 1 চিপসেট দ্বারা চালিত। এই ফোনে রয়েছে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। স্মার্টফোনটিতে রয়েছে OxygenOS-এর সঙ্গে কাস্টমাইজ করা অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম।

OnePlus 10 Pro ফোনে রয়েছে একটি এক্সক্লুসিভ ৪৮-মেগাপিক্সেল Sony IMX789 সেন্সর। এছাড়াও রয়েছে আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ৫০-মেগাপিক্সেলের, যা Samsung ISOCELL JN1 সেন্সর যুক্ত এবং টেলিফটো ক্যামেরা ৮-মেগাপিক্সেল সেন্সরের। সেলফি তোলার জন্য ফোনের সামনে একটি Sony IMX615 সেন্সর সহ একটি ৩২-মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। OnePlus 10 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৫০০০mAh ব্যাটারি।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Amazon, OnePlus