Nothing Smartphone Launch Date: অবশেষে আসতে চলেছে Nothing-এর স্মার্টফোন, ঘোষণা হয়ে গেল অনুষ্ঠান

Last Updated:

মনে করা হচ্ছে, Nothing-এর স্মার্টফোন OnePlus-এর পথেই চলবে এবং শুধু OnePlus-কেই নয়, প্রতিযোগিতার মুখে ঠেলে দেবে Xiaomi, Realme-র মতো ব্র্যান্ডকে।

বাজারে আসতে চলেছে Nothing-এর একাধিক পণ্য। অন্তত এমনই মনে করা হচ্ছে। কারণ, এ মাসেই এক বিশেষ অনুষ্ঠানের ঘোষণা করে ফেলেছে ওই সংস্থা। বুধবার সমাজ মাধ্যমে ওই প্রযুক্তি সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে যে, আগামী ২৩ মার্চ তাদের পণ্য প্রকাশ অনুষ্ঠান হবে।
Nothing-এর তরফে সাধারণ মানুষকে ওই অনুষ্ঠানে স্বাগত জানান হয়েছে এবং সব রকম তথ্য সম্পর্কে ওয়াকিবহাল থাকতে sign up করতে বলা হয়েছে। সাধারণ এ ধরণের আমন্ত্রণ জানিয়ে থাকে Apple and Co.
সংস্থার তরফে এই অনুষ্ঠানে নাম দেওয়া হয়েছে ‘The Truth’, ২৩ মার্চ GMT ১৪.০০টায় অনুষ্ঠান হবে বলে ঘোষণাও করে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
Nothing-এর প্রতিষ্ঠাতা কার্ল পেই গত এক সপ্তাহ ধরেই এই অনুষ্ঠআনের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। প্রথমত তিনি একটি ট্যুইট করেছিলেন, “Android 12 is good”। আর সেই ট্যুইটে জবাব এসেছিল Qualcomm এবং Android SVP-র তরফ থেকে। স্মার্টফোনের দুনিয়ায় এর থেকে বড় ইঙ্গিত আর কী বা হতে পারত!
advertisement
তবে এখানেই থেমে থাকেননি কার্ল পেই। গত মাসে বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২২ (MWC 2022)-এ তাঁকে দেখা গিয়েছে Qualcomm-এর অধিকর্তার সঙ্গে।
advertisement
মনে করা হচ্ছে, Nothing-এর স্মার্টফোন OnePlus-এর পথেই চলবে এবং শুধু OnePlus-কেই নয়, প্রতিযোগিতার মুখে ঠেলে দেবে Xiaomi, Realme-র মতো ব্র্যান্ডকে। নতুন এই সংস্থার স্মার্টফোনে থাকতে পারে Snapdragon 8 Gen 1 চিপসেট। অথবা, অন্যকিছু। সবটাই নির্ভর করছে সংস্থা ঠিক কী ভাবে নিজেকে প্রথম উপস্থাপন করতে চাইছে স্মার্টফোনের দুনিয়ায়।
advertisement
তবে শুধু স্মার্টফোনই নয়, এ মাসের অনুষ্ঠানে Nothing-এর তরফে আরও কিছু উপস্থাপন করা হতে পারে বলে মনে করা হচ্ছে। ওয়াকি বহাল মহলের দাবি, এই দ্বিতীয় পণ্যটি হতে চলেছে একটি Power Bank।
এর আগে News18 Tech-এর সঙ্গে কথোপকথনে Nothing-র তরফে জানান হয়েছিল যে তারা অন্তত পাঁচটি পণ্য নিয়ে ভাবনা চিন্তা করছে, বা সেগুলি শীঘ্রই বাজারে আনতে চলেছে। এই পাঁচটি সম্ভাব্য পণ্যের দু’টিই হয়তো এ মাসের শেষের দিকে সকলের সামনে আসতে চলেছে। এখনই পর্যন্ত বাজারে রয়েছে Nothing-এর একমাত্র পণ্য ওয়্যারলেস ইয়ারবাড (wireless earbuds) Nothing Ear-1।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Nothing Smartphone Launch Date: অবশেষে আসতে চলেছে Nothing-এর স্মার্টফোন, ঘোষণা হয়ে গেল অনুষ্ঠান
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement